হযরত মুহাম্মদ (স.)-এর চলার পথে কাঁটা বিছিয়ে দেয়-
i. আবু জেহেল
ii. উম্মুল জামিল
iii. হিন্দা
নিচের কোনটি সঠিক?
ইসলাম প্রচারে কুরাইশদের বিরোধিতার কতকগুলো কারণ ছিল। কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য-
i. তারা পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল
ii. তারা প্রগতিশীল সমাজব্যবস্থার তীব্র বিরোধী ছিল
iii. মূর্তিপূজাকে বর্জন করতে পারে নি
আবিসিনিয়ায় গমন নবদীক্ষিত মুসলমানদের পরিচয় বহন করে-
i. বলিষ্ঠ সংকল্পের
ii. দৃঢ় আত্মবিশ্বাস
iii. আধ্যাত্মিক শক্তির
মহানবি (স.)-এর জীবনকে বিষময় করে তুলেছিল-
i. কাফেরদের নির্যাতন
ii. কাফেরদের নিপীড়ন
iii. কাফেরদের অত্যাচার
রাসুল (স.)-এর হিজরতের পূর্বে মদিনায় পরস্পর হিংসাত্মক কলহে লিপ্ত ছিল-
i. আউস গোত্র
ii. বনু নজির
iii. খাযরাজ
কুরাইশগণ হিজরত করতে মুসলমানদের বাধ্য করেছিলেন, কারণ-
1. কাবাঘরের পৌরহিত্য ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব হারানোর ভয়
ii. তাওহিদের আদর্শ কুরাইশদের নীতি বিরুদ্ধ
iii. ক্ষমতা হারানোর ভয়
আল্লাহর নির্দেশে মহানবি (স.)-এর মদিনায় হিজরতের মাধ্যমে দূর হয়-
i. মক্কা জীবনের লাঞ্ছনা-বঞ্চনা
ii. অবমাননা অপমান
iii. ভয়ভীতি
মহানবি (স.) ইয়াসরিব গমন করে এর নাম রাখেন-
i. নবির শহর
ii. প্রসিদ্ধ নগরী
iii. মদিনাতুন্নবী
হিজরতের আভিধানিক অর্থ হলো-
i. স্থানান্তর করা
ii. দেশত্যাগ করা
iii. অবস্থান করা
হিজরতের মূল লক্ষ্য ছিল-
i. জীবনের নিরাপত্তা বিধান
ii. মক্কা নগরীকে রক্ষা
iii. ইসলামকে সুপ্রতিষ্ঠিত করা
মহানবি (স.)-এর মদিনায় হিজরতের কারণ হলো
i. মদিনার পরিবেশ
ii. মক্কাবাসীদের ষড়যন্ত্র
iii. ইসলাম প্রচারে সহায়ক
মুহাম্মদ (স.)-কে ত্রাণকর্তারূপে গণ্য করে অভ্যর্থনা জানানোর জন্য মদিনায় অপেক্ষা করছিল মদিনার-
i. ইহুদিগণ
ii. খ্রিস্টানগণ
iii. মুসলিমগণ
মক্কা নগরীতে আল্লাহ প্রেরিত এক মহাপুরুষের আবির্ভাব সম্পর্কে পূর্বেই অবগত ছিল-
i. মুসলমানরা
ii. খ্রিস্টানরা
iii. ইহুদিরা
মহানবি (স.) মক্কায় ছিলেন একজন ধর্মপ্রবর্তক। কিন্তু হিজরতের ফলে মদিনায় এসে তিনি হলেন-
i. রাজনৈতিক নেতা
ii. কূটনীতিবিদ
iii. দক্ষ প্রশাসক
কুরাইশদের অত্যাচারে মহানবি (স.) মদিনায় হিজরত করেছিলেন। বর্তমানে কোনো সরকার মুসলমানদের ওপর অত্যাচার করলে করণীয় হলো-
1. দেশে প্রতিবাদ করতে হবে
ii. বিদেশ চলে যেতে হবে
iii. দীনের বৃহত্তম স্বার্থে স্বদেশ ত্যাগ করতে হবে
বিভিন্ন সম্প্রদায়ের লোকদের সাহায্য ও সহানুভূতি ছাড়া আরবভূমিতে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। বাক্যটিতে যে সম্প্রদায়ের কথা বলা হয়েছে-
i. কুরাইশ
ii. আউস
মুহাম্মদ (স.) আগমনের প্রাক্কালে বিরোধী দলগুলো পরস্পর অন্তর্দ্বন্দ্বে লিপ্ত থাকায় মদিনায় সর্বত্র বিরাজমান ছিল-
i. অরাজকতা
ii. অস্থিতিশীলতা
iii. বিশৃঙ্খলা
মদিনা সনদের মধ্য দিয়ে হযরত মুহাম্মদ (স.)-এর যে গুণের প্রকাশ ঘটেছে তা হলো-
i. রাজনৈতিক বিচক্ষণতা
ii. ধর্মীয় পান্ডিত্য
iii. কূটনৈতিক দূরদর্শিতা
কুরাইশরা মদিনাবাসীদের নিশ্চিহ্ন করার দৃঢ় প্রত্যয় গ্রহণ করে। কারণ-
i. ইসলামী প্রজাতন্ত্র গঠিত হয়
ii. মদিনা সনদ প্রণীত হয়
iii. নবদীক্ষিত মুসলমানদের আধিপত্য বিস্তার হয়
বহু প্রাচীনকাল থেকেই মক্কার সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল-
i. সিরিয়ার
ii. মিসরের
iii. আবিসিনিয়ায়
মুসলমানদের জীবনে বদর যুদ্ধের প্রভাব-
i. মুসলমানদের মনে আত্মবিশ্বাস সৃষ্টি করে
ii. বিধর্মীদের বিরুদ্ধে জিহাদের অনুপ্রেরণা প্রদান করে
iii. মুসলমানদের দান্তিকতা বাড়িয়ে দেয়
বদর যুদ্ধে কুরাইশগণ যে কোন দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল-
i. আর্থিক
ii. সামাজিক
iii. রাজনৈতিক
বদর যুদ্ধের বিজয় হযরত (স.)-কে মর্যাদা দান করে একজন-
i. পরাক্রমশীল যোদ্ধা হিসেবে
ii. সুদক্ষ সমরনায়ক হিসেবে
iii. বিচক্ষণ শাসক হিসেবে
মুসলমানদের বদর বিজয়ের ফলে শঙ্কিত হয়ে পড়ে-
1. ইহুদিরা
iii. কুরাইশরা
উহুদের যুদ্ধ ছিল প্রকৃতপক্ষে মুসলমানদের-
i. ঈমানের পরীক্ষা
ii. ধৈর্যের পরীক্ষা
iii. রণকৌশলের পরীক্ষা
উহুদ যুদ্ধের পরাজয় মুসলিম সামরিক বাহিনীকে করে তোলে-
i. বিশৃঙ্খলা
ii. সুশৃঙ্খল
iii. দায়িত্বশীল
কুরাইশ, ইহুদি এবং যাযাবর বেদুঈনদের নিয়ে একটি ত্রিশক্তি সামরিক জোট গঠিত হয় এবং তাদের উদ্দেশ্য ছিল-
i. মদিনার নবপ্রতিষ্ঠিত মুসলিম রাষ্ট্র ধ্বংস করা
ii. মদীনার অর্থসম্পদ লুট করা
iii. মুহাম্মদ (স.)-কে ধ্বংস করা
হযরত (স.)-কে মদিনায় আসার জন্য আমন্ত্রণ জানায়-
i. ইহুদিরা
ii. আউস ও খাযরাজ সম্প্রদায়
iii. খ্রিস্টানরা
হুদায়বিয়ার সন্ধিকে কুরআন শরীফে অভিহিত করা হয়েছে-
i. ফতহুম মুবিন বলে
ii. মহাবিজয় বলে
iii. শান্তির চুক্তি বলে
হুদায়বিয়া সন্ধির ফলে-
i. ইসলামের রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদা বৃদ্ধি পায়
ii. কুরাইশদের ক্ষমতা খর্ব হয়
iii. ইসলাম সম্প্রসারিত হয়
হযরত মুহাম্মদ (স.) তাঁর প্রিয় মাতৃভূমি মক্কায় প্রবেশ করে
i. পবিত্র কাবা শরীফে যান
ii. সাতবার কা'বা তাওয়াফ করেন
iii. দেবদেবীর মূর্তি অপসারণের আদেশ দেন
মক্কা ও তায়েফের মধ্যবর্তী অঞ্চলে বসবাসরত গোত্রসমূহ ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এখানে যে পোত্রের কথা বলা হয়েছে
i. হাওয়াজিন
ii. সফীক
iii. বানু
তাবুক যুদ্ধের অপর নাম-
i. গাজওয়াতোল ওসরাৎ
ii. অশ্বারোহী যুদ্ধ
iii. কষ্টের যুদ্ধ
তাবুক যুদ্ধকে গাজওয়াতোল ওসরাৎ বা কষ্টের যুদ্ধ বলা হয় কেননা এ যুদ্ধে মুসলিম বাহিনীকে ভোগ করতে হয়-
i. গ্রীষ্মের প্রচন্ড সূর্যকিরণ
ii. প্রখর তাপ
iii. পানির কষ্ট
মদিনা সনদ-
i. প্রাচীন গোত্র প্রথার বিলোপ সাধন করে
ii. একটি নতুন জাতির প্রতিষ্ঠা করে
iii. একটি শাসনতন্ত্র
মদিনায় ইসলামি প্রজাতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠিত হলে রাসুল (স.) ধর্মীয় ও রাষ্ট্রীয় শাসনকার্য পরিচালনা করতেন-
i. ঐশীতন্ত্রের মাধ্যমে
ii. গণতন্ত্রের মাধ্যমে
iii. প্রজাতন্ত্রের মাধ্যমে
আরব বেদুঈনরা জীবিকা নির্বাহ করত-
i. পশুপালন করে
ii. কৃষিকাজ করে
iii. লুটতরাজ করে
প্রাক-ইসলামি যুগে আরব সমাজে প্রচলিত ছিল-
i. সুদ গ্রহণ প্রথা
ii. কুসিদ প্রথা
iii. ফিতরা প্রথা
মদিনায় ইসলামি রাষ্ট্রের আয়ের উৎস হলো-
i. গনিমত
ii. যাকাত
iii. জিজিয়া
জনাব আউয়াল কোন সংগঠনের অনুকরণ করেছে?
উক্ত সংগঠনের উদ্দেশ্য ছিল-
i. শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করা
ii. ইসলাম প্রতিষ্ঠা করা
iii. নিঃস্ব, অসহায় ও দুর্গতদের সেবা করা
মতিন সাহেবের চরিত্রের সাথে মহানবি (স.)-এর সময়কালের কোন ব্যক্তির চরিত্রের মিল লক্ষ করা যায়?
ইতিহাসে উক্ত ব্যক্তির ষড়যন্ত্রের পিছনে যে বৈশিষ্ট্যটি কাজ করেছিল তা হলো-
1. উচ্চাকাঙ্ক্ষা
ii. সততার অভাব
iii. কূটকৌশল
উদ্দীপকে নিচের কোন মহিলার কথা বলা হয়েছে?
উক্ত মহিলা হযরত মুহম্মদ (স.)-কে ব্যবসার তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছিলেন
i. হযরত মুহম্মদ (স.)-এর সত্যবাদী চরিত্রের জন্য
ii. হযরত মুহম্মদ (স.)-এর সততার জন্য
iii. হযরত মুহম্মদ (স.)-এর বিশ্বস্ততার জন্য
উদ্দীপকের ঘটনাটি রাসুলুল্লাহ (স.)-এর জীবনের কোন ঘটনাকে ইঙ্গিত করেন?
এ ধরনের সমঝোতা চুক্তির ফলে আজাদপুর গ্রামে-
i. সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত হয়
ii. সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায়
iii. সামাজিক কুসংস্কার দূরীভূত হয়
মামুনের সাথে কার সাদৃশ্য রয়েছে?
উদ্দীপকটি নির্দেশ করে মুহম্মদ (স.)-এর-
i. স্ত্রী ও বাবীর মৃত্যু
ii. সিরিয়া গমন
iii. মিরাজে গমন
উদ্দীপকের চুক্তিটি ঐতিহাসিক কোন ঘটনাকে নির্দেশ করে?