ইংরেজি ভাষায় খন্দকের যুদ্ধকে কী বলে?
কোন গোত্রের কুপ্ররোচনায় খন্দকের যুদ্ধ সংঘটিত হয়?
খন্দকের যুদ্ধে কুরাইশ কত দিন মদিনা অবরোধ করেছিল?
আবু জাহেল কোন যুদ্ধে নিহত হয়?
কোন যুদ্ধে হযরত হামযা (রা) শাহাদাত বরণ করেন?
উদ্বুদ যুদ্ধে মুসলিম বাহিনীর পতাকাধারী কে ছিলেন?
আবু সুফিয়ানে স্ত্রীর নাম কী?
ওয়াহশী কে?
বদর যুদ্ধ আরবি কোন মাসে সংঘটিত হয়?
রাসূলে আকরাম (স.)-এর নেতৃত্বাধীন প্রথম যুদ্ধের নাম কী?
কুরআন মাজীদে কাকে 'ফাতহুম মুবিন' বলা হয়?
হুদায়বিয়ার সন্ধি কত খ্রিষ্টাব্দে সাক্ষরিত হয়?
রাসুল (স.) কত জন সাহাবিদের নিয়ে হুদায়বিয়ার সন্ধি করেন?
হুদায়বিয়া নামক স্থানটি মক্কা হতে কত মাইল দূরে অবস্থিত?
'সোমায়সিয়া' স্থানের পূর্ব নাম কী?
'হুদায়বিয়ার সন্ধির' লেখক কে ছিলেন?
কোন গাছের নিচে সমবেত হয়ে সাহাবিগণ রাসুলের হাতে হাত রেখে বাইয়াত গ্রহন করেন?
বাইয়াতুর বিদওয়ান'-এর অর্থ কী?
'বাইয়াতুর বিদওয়ান'-এর ঘটনা আল্লাহ পাক কোন সূরায় উল্লেখ করেছেন?
ঐতিহাসিকগণ কাকে 'Land Mark' বলে অভিহিত করেছেন?
হুনায়ুনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
খাইবারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
মুতার যুদ্ধ কত হিজরিতে সংঘটিত হয়?
সাইফুল্লাহ' কার উপাধি?
হুদায়বিয়া সন্ধি কত হিজরিতে সংঘটিত হয়?
যে মেয়াদে হুদায়বিয়ার সন্ধি চুক্তি সম্পাদিত হয়েছিল?
হুদায়বিয়ার সন্ধির দু বছর পর মুসলমানদের সংখ্যা হয়েছিল কত?
হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হবার পর যে বীর ইসলাম গ্রহণ করে-
হুদায়বিয়ার সন্ধির শর্তে যুদ্ধ না করার চুক্তি স্বাক্ষরিত হয়-
কিসের মাধ্যমে মহানবি (স.) রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃত হয়েছিলেন?
মহানবি (স.) কীভাবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ যুগান্তকারী মহাপুরুষরূপে আবির্ভূত হন।
মুসলমানগণ হিজরতের পর কিছু দিন কোন দিক ফিরে নামাজ পড়তেন-
মহানবি (স.) কত খ্রিষ্টাব্দে মক্কা জয় করেন?
মক্কা বিজয়ের ফলে কাবাগৃহ থেকে কতটি মূর্তি ভাঙা হয়?
আবু সুফিয়ান কখন ইসলাম ধর্ম গ্রহণ করেন?
মহানবি (স.) কতজন সাহাবিদের নিয়ে বিনা বাধায় মক্কা জয় করেন?
ইসলাম কার মনোনীত ধর্ম?
আরবদের কবিতার মূল উপজীব্য কী ছিল?
ঐতিহাসিক হিট্টির ভাষায় 'প্রাচীন ইতিহাসে এটি একটি তুলনাবিহীন মহাবিজয়' এখানে কোন বিজয়ের কথা বলা হয়েছে?
মহানবি (স.) কত হিজরিতে হজ পালন করেন?
রাসুল (স.) বিদায় হজের ভাষণ দেন কত খ্রিস্টাব্দে?
বিদায় হজের ভাষণ জিলহজের কত তারিখে অনুষ্ঠিত হয়?
সকল বাতিল পন্থার নিষিদ্ধ ঘোষিত হয় কখন?
মহানবি (স.) কোথায় হালাল-হারামের আহকাম পৌঁছে দেন?
বিদায় হজ মহানবি (স.) নবি জীবনের কততম হজ?
রাসুলে করীম (স.) কত খ্রিস্টাব্দে ইহলোক ত্যাগ করেন?
মহানবি (স.) কোথায় নারীদের প্রতি সম্মান প্রদর্শনের কথা উল্লেখ করেছেন?
ইসলামি জীবন দর্শনের মৌলিক উৎস কী?
আরবের বিভিন্ন গোত্রের লোকেরা কেন মক্কায় আসত?
রাসুল (স.)-এর জীবদ্দশায় কয়টি উৎস হতে রাজস্ব আদায় করা হতো?