ভগবান দাস কে ছিলেন?
মেবারের রানা সংগ্রাম সিংহের পুত্র উদয় সিংহ অস্বীকার করেন-
মুঘল বাহিনীর কবল থেকে আত্মরক্ষার জন্য জ্বলন্ত অগ্নিকুন্ডে আত্মাহুতি দেন-
প্রতাপ সিংহ দেশের স্বাধীনতা রক্ষার জন্য কত বছর মুঘলদের সাথে বিরোধিতা চালিয়ে যান?
মেবারের রাজধানীর নাম কী?
কত খ্রিষ্টাব্দে সম্রাট আকবর চিতোর দুর্গ অভিমুখে যাত্রা করেন?
কত খ্রিষ্টাব্দে শক্তিমান ভারত সম্রাট আকবর সামান্য পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মারা যায়?
কাদের বাগে রাখার জন্য সম্রাট আকবর ধর্মনীতি গ্রহণ করেন?
সম্রাট আকবরের গৃহ শিক্ষক কে ছিলেন?
মনসবদারগণের ব্যক্তিগত পদের নাম কী ছিল?
ঐতিহাসিক আবুল ফজলের মতে মনসবদারি প্রথায় কয়টি গ্রেড বা পদসোপান ছিল?
আকবরের ধর্মনীতির কারণ ছিল-
i. আধ্যাত্মিক অনুসন্ধিৎসা
ii. পরধর্মসহিষ্ণুতা
iii গৃহশিক্ষক আবদুল লতিফের প্রভাব
নিচের কোনটি সঠিক?
মনসবদারি পদবি সীমাবদ্ধ ছিল-
1. সৈন্যবাহিনীর মধ্যে
ii. রাজপরিবারের মধ্যে
iii. অভিজাত সম্প্রদায়ের মধ্যে
iv. শাহজাদাদের মধ্যে
সম্রাট আকবর রাজপুতদের সহযোগিতা লাভের উদ্দেশ্যে যে নীতি গ্রহণ করেন-
i. বৈবাহিক মিত্রতা স্থাপন
ii. রাজপুতদের উচ্চপদে নিয়োগ
iii. আনুগত্যের বিনিময়ে স্বায়ত্তশাসন প্রদান
সম্রাট আকবরের ধর্মীয় নীতি প্রবর্তনের পিছনে যে প্রভাব ছিল-
i. পারিবারিক প্রভাব
ii. সুফিবাদের প্রভাব
iii. অন্তঃপুরের প্রভাব
মহামতি আকবরের পৃষ্ঠপোষকতায় আবুল ফজল লিপিবদ্ধ করেন-
i. আইন-ই-আকবরী
ii. আকবরনামা
iii. তুযুক-ই-জাহাঙ্গীর নামা
সম্রাট আকবর রাজপুত রমণীদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন কেন?
i. তাদের রূপে গুণে মুগ্ধ হয়ে
ii. রাজপুত্রদের মেধা ও শক্তি কাজে লাগানোর জন্য
iii. রাজপুত্রদের সহযোগিতায় শক্তিশালী ভারত প্রতিষ্ঠার জন্য
সম্রাট আকবর জন্মগ্রহণ করেন-
i. ২৩ নভেম্বর
ii. ১৫৪২ খ্রিস্টাব্দে
iii. বৃহস্পতিবার
ভারতবর্ষের সম্রাট হিসেবে আকবরের অভিষেক হয়-
i. ১৫৫৬ খ্রিস্টাব্দে
ii. গুরুদাসপুর জেলার কালানৌর নামক উদ্যানে
iii. ১৩ বছর ৪ মাস বয়সে
আকবরের শাসনামলে বিভিন্ন প্রদেশে দুর্ভিক্ষের কারণে বহুলোকের অকাল প্রাণহানি ঘটে-
i. দিল্লি
ii. আগ্রা
iii. উত্তর ভারত
সম্রাটের সন্তুষ্টির ওপর নির্ভর করত কর্মকর্তাদের-
i. নিয়োগ
ii. পদোন্নতি
iii. পদচ্যুতি
সম্রাট আকবর ছিলেন একাধারে-
i. শাসক
ii. সমরনায়ক
iii. মুজতাহিদ
খান-ই-সামান রাজপরিবারের জন্য ব্যবহার করতেন-
i. বাসস্থানের
ii. ভ্রমণের
iii. শিকারের
সম্রাট আকবরের আমলে ভূমি বিভক্ত ছিল-
i. খানসা
ii. জায়গির
iii. সুযুরগাল
মনসবদারি প্রথায় প্রশাসনে দেখা দেয়-
i. বিশৃঙ্খলা
ii. স্থবিরতা
iii. অসততা
একজন বিজেতা হিসেবে আকবর বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন-
i. হিমালয় হতে কৃষ্ণা নদ
ii. বিজয়নগর হতে বাহমনী রাজ্য
iii. হিন্দুকুশ হতে ব্রহ্মপুত্র
সম্রাট আকবর সাম্রাজ্যের সকল সম্প্রদায়ের লোককে আকৃষ্ট করেছিল-
i. প্রশাসনিক দক্ষতা
ii. তার উদারতা
iii. সহিষ্ণুতা এবং ধর্মনিরপেক্ষতা
ইসলাম খান পরাজিত করেন-
1. ঈসা খাঁকে
ii. ওসমান খাঁকে
iii. প্রতাপাদিত্যকে
দস্তুবুল আমল' এ কয়টি আদেশ সন্নিবেশিত হয়?
নূরজাহানের বাল্যনাম কী?
'দম্ভরুল আমল' নামে প্রজা মঙ্গলকর আইন প্রণয়ন করেন কে?
কে সিংহাসনের পাশ্চাতে শক্তি হিসেবে পরিচিতি পেয়েছিলেন?
কত খ্রিষ্টাব্দে জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন?
সম্রাট জাহাঙ্গীরের মায়ের নাম কী ছিল?
যোধবাঈয়ের মুসলিম নাম কী ছিল?
কাঁর নামানুসারে নবজাত যুবরাজের নাম রাখা হয় সেলিম?
সম্রাট আকবর আদর করে জাহাঙ্গীরকে কী বলে ডাকত?
নূরজাহানের যা মুঘল দরবারকে মহিমামন্ডিত করেছিল-
i. অসাধারণ প্রতিভা
ii. কূটনৈতিক জ্ঞান
iii. সৌন্দর্যপ্রীতি
সম্রাট জাহাঙ্গীরের ভূয়সী প্রশংসা করেছেন-
i. ঈশ্বরী প্রসাদ
ii. বেনী প্রসাদ
iii. ফ্রান্সিস গ্লাডউইন
নূরজাহান আপনজনদের উচ্চপদে নিয়োগ করায় যারা বিদ্রোহ ঘোষণা করেছিলেন-
i. যুবরাজ পারভেজ
ii. শাহজাদা খুররম
iii. সেনাপতি মহব্বত খান
সম্রাটের কনিষ্ঠ পুত্র শাহরিয়ারের সাথে নূরজাহানের কন্যা লাডলী বেগমের বিবাহ শাহজাহানকে বিশেষভাবে করে তোলে-
i. আস্থাভাজন
ii. সন্দিহান
iii. বিদ্রোহী
সম্রাট জাহাঙ্গীর ছিলেন একাধারে-
i. স্নেহপ্রবণ
ii. দয়ালু
iii. সুবুদ্ধিসম্পন্ন শাসক
প্রজাদের প্রতি সম্রাট জাহাঙ্গীর ছিলেন-
i. অতিশয় দয়ালু
ii. সুবিবেচক এবং মহানুভব
iii. অতি কঠোর
সম্রাট জাহাঙ্গীর সমাদর করতেন-
i. ফকির
ii. দরবেশ
iii. সন্ন্যাসী এবং জ্ঞানীগুণীদের
মীর জুমলার প্রকৃত নাম কী ছিল?
সম্রাট শাহজাহানের বাল্যনাম কী ছিল?
শাহজাহান কত খ্রিষ্টাব্দে সিংহাসনে আরোহণ করেন?
"আবুল মোজাফফর শাহাব উদ্দিন মুহাম্মদ সাহিব-কিরান-ই-সানি শাহজাহান বাদশা গাজী" বিরাট এ উপাধি ধারণ করে কে সিংহাসনে আরোহণ করেন?
শাহজাহান কোথায় জন্মগ্রহণ করেন?
শাহজাহানের মায়ের নাম কী ছিল?