সিন্ধু অভিযানের সময় মুহাম্মদ বিন কাসিমের বয়স কত ছিল?
দেবলের শাসক কে ছিলেন?
নিরুন শহরটি কাদের তত্ত্বাবধানে ছিল?
বজরা (Bajhra) কে ছিলেন?
কত খ্রিস্টাব্দে রাজা দাহিরের সাথে মুহাম্মদ বিন কাসিমের যুদ্ধ হয়?
রাজা দাহিরের সৈন্যসংখ্যা কত ছিল?
রাজা দাহির কীভাবে যুদ্ধ পরিচালনা করেন?
কীভাবে রাজা দাহির মৃত্যুবরণ করেন?
কত তারিখে রাজা দাহির মৃত্যুবরণ করেন?
রানীবাঈ কত সৈন্য নিয়ে অবস্থান করেন?
দাহিরের স্ত্রী রানীবাঈ সৈন্য নিয়ে কোন দুর্গে অবস্থান করেন?
দাহিরের স্ত্রী'রানীবাঈ কীভাবে মৃত্যুবরণ করেন?
ব্রাহ্মণাবাদের শাসক কে ছিলেন?
সিন্ধুর রাজধানী ছিল-
আরোর শাসনকর্তা কে ছিলেন?
উচ দুর্গ কোথায় অবস্থিত?
রাজা দাহিরের কন্যারা মুহাম্মদ বিন কাসিমের বিরুদ্ধে অভিযোগ আসে-
খলিফা রাজা দাহিরের দুই কন্যাকে কীভাবে মৃত্যুদন্ডাদেশ দেন?
আরবরা কত বছর সিন্ধু শাসন করেন?
কাসিমের শাসনামলে প্রদেশ বা জেলার বিচারকদের কী বলা হতো?
মুহাম্মদ বিন কাসিম সিন্ধুতে কোন শাসনব্যবস্থা প্রবর্তন করেন?
কোন উমাইয়া শাসক সাম্রাজ্য সম্প্রসারণ নীতি গ্রহণ করেন?
নিজামুদ্দিন আউলিয়া (র.)-এর মাজার কোথায় অবস্থিত?.
বাগেরহাটে কার মাজার রয়েছে?
বায়েজীদ বোস্তামী (র.)-এর মাজার কোথায় অবস্থিত?
কোন শতাব্দীতে আরবগণ সমুদ্রপথে বাংলায় আসে?
আরব বণিকগণ বাংলায় কোথায় বসবাস করত?
আরবগণ হিন্দুদের কাছ থেকে কোন খেলা শিক্ষা করেন?
ভারতের নিম্নবর্ণের হিন্দুরা কেন ইসলামের প্রতি আকৃষ্ট হয়?
i. ইসলামের সাম্য ও শান্তির বার্তা পেয়ে
ii. আরব বণিকদের সাথে ব্যবসা করার উদ্দেশ্যে
iii. শাসকদের নিপীড়ন থেকে মুক্তি লাভের আশায়
নিচের কোনটি সঠিক?
আরবদের সিন্দু আক্রমণের পরোক্ষ কারণ ছিল-
i. দেবল বন্দরে জলদস্যুদের জাহাজ লুণ্ঠন
ii. সীমান্তের নিরাপত্তা বিধান
iii. পারস্যবাসীকে রাজার সাহায্য দান
প্রায় প্রত্যেক খলিফার শাসনামলে কোনো না কোনো অঞ্চল মুসলিম সাম্রাজ্যভুক্ত হয়েছে; কারণ-
i. নতুন অঞ্চল জয় করা গৌরবের বিষয় ছিল
ii. খলিফাগণ মুজাহিদদের (ইসলামি যোদ্ধা) আর্থিক সচ্ছলতার বিষয় চিন্তা করতেন
iii. ইসলামের মহান বাণী প্রচারকে পবিত্র দায়িত্ব বলে মনে করা হতো
রাজা দাহিরের কন্যার নাম-
i. সূর্য দেবী
ii. পরিমল দেবী
iii. চন্দ্র দেবী
চীনা পর্যটক ফা-হিয়েনের বর্ণনামতে আমরা ভারতবর্ষের যে পরিচয় লাভ করি-
i. অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী
ii. জনগণের ভালো কাজের প্রতি আগ্রহ ও অতিথিপরায়ণতা
iii. মানুষের যুদ্ধপ্রবণতা
ভারতীয় উপমহাদেশের মুসলিম যুগের ইতিহাস রচনার একটি নির্ভরযোগ্য উৎস হলো-
i. সভ্যতা
ii. মুদ্রা
iii. শিলালিপি
সিন্ধুর উল্লেখযোগ্য এলাকা ছিল-
i. কাশ্মীর
ii. কনৌজ
iii. গুজরাট
রাজা দাহিরের সাম্রাজ্যভুক্ত এলাকা ছিল-
i. দেবল
ii. নিরুন
iii. ব্রাহ্মণাবাদ
খলিফা প্রথম ওয়ালিদ জয় করেন-
i. স্পেন
ii. মধ্য এশিয়া
iii. ভারত
আরব বণিকগণ পরিচিত ছিলেন ভারতের-
i. ধনসম্পদের সাথে
ii. ঐশ্বর্যের সাথে
iii. ধর্মের সাথে
মুসলমানগণ সিন্ধু বিজয়ের পূর্বেই দখল করেন-
i. বুখারা
ii. সমরকন্দ
iii. ফারগানা
হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন-
i. দক্ষ শাসক
ii. যোগ্য শাসক
iii. কঠোর শাসক
হাজ্জাজ বিন ইউসুফ দখলের পরিকল্পনা করেন-
i. মেকরান
ii. সিন্ধু
iii. মুলতান
আরবদের সিন্ধু আক্রমণে উৎসাহিত করে-
i. জাঠরা
ii. মেঠরা
iii. খোক্কাররা
সিন্ধু অভিযানে আরবদের সৈন্যসংখ্যা ছিল-
i. ৬,০০০ উষ্ট্রারোহী
ii. ৩,০০০ ব্যাকট্রিয়
iii. ৬,০০০ সিরীয় ও ইরাকি সৈন্য
ইসলামি রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হয়-
i. সিন্ধুতে
ii. মুলতানে
iii. মাদ্রাজ
ভারতীয় সংস্কৃতির সাথে মিশ্রণ ঘটে-
i. গ্রিক সংস্কৃতির
ii. মিশরীয় সংস্কৃতির
iii. পারসিক সংস্কৃতির
সোমনাথ মন্দির কোথায় অবস্থিত?
'কিতাব-উল-হিন্দ' গ্রন্থের রচয়িতা কে?
'স্বর্গীয় বধূ' মসজিদের নির্মাতা কে ছিলেন?
'ইয়ামিন-উদ-দৌলা' ও 'আমির-উল-মিল্লাত' কার উপাধি?