তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়-
চার্জের কোয়ান্টায়ন অনুসারে একটি চার্জিত বস্তুতে চার্জের পরিমাণ নিচের কোনটি হতে পারে না?
10Ω রোধের কুণ্ডলীর মধ্য দিয়ে 10A তড়িৎ প্রবাহ 1 মিনিট সময় ধরে চালনা করলে উৎপন্ন তাপের পরিমাণ-
শক্তির অধোক্রমানুসারে নিচের কোন ক্রমটি সঠিক?
যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড এর ইলেকট্রন সংখ্যা সমান থাকে-
ট্রানজিস্টরের ক্ষেত্রে -
i. α = β1+β
ii. β = α1-α
iii. (1 + α) (1-β) = 1
নিচের কোনটি সঠিক?
অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি-
কৃষ্ণ বস্তুর শক্তি বিনিময় সংক্রান্ত তত্ত্ব দেন-
মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়-
কোন্ প্রক্রিয়ায়, কোনো ব্যবস্থা কর্তৃক কৃতকাজ ব্যবস্থায় সরবরাহকৃত তাপশক্তির সমান হয়?
কার্নো চক্রের চতুর্থ ধাপে কী ঘটে?
তড়িৎ বিভব ও চার্জের গুণফলের একক কী?
কোনো সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের চাপ স্থির রেখে 400 J তাপশক্তি সরবরাহ করায় 200 J কাজ সম্পাদিত হয়। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত জুল হবে?
পরস্পর থেকে 3m দূরত্বে বায়ু মাধ্যমে +2c এর দুটি চার্জ স্থাপন করলে এদের মধ্যকার বল কত হবে?
গ'সের সূত্রানুসারে কোনটি সঠিক?
সমান্তরাল পাত ধারক-এর ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
i. মাধ্যমের প্রকৃতির উপর
ii. প্রত্যেক পাতের ক্ষেত্রফল
iii. পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
A বিন্দুতে বুদ্ধতাপীয় রেখার ঢাল -
AC রেখার C বিন্দুতে V2 হবে-
সিলিকনের নী (Knee) ভোল্টেজ এর মান কত?
নিচের কোন রশ্মিটির আয়নায়ন ক্ষমতা বেশি?
p-n জাংশন ডায়োগের সম্মুখ বায়াসের V-I লেখচিত্র কোনটি?
ফোটনের শক্তি (E) বনাম কম্পাঙ্কের (৩) লেখচিত্র-
কোনো তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ু (ঢ) ও অর্ধায়ু (T) এর মধ্যে সম্পর্কযুক্ত লেখচিত্র-
P মেশিনে ক্যাথোড হতে নির্গত ইলেকট্রনের বেগ কত?
PওQ মেশিনে উৎপন্ন এক্স রশ্মির ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত-
কোনো ধাতুর কার্যাপেক্ষক 1.85 eV হলে সূচন কম্পাঙ্ক কত?
তাপগতিবিদ্যায় গৃহীত বা বর্জিত তাপ শূন্য হয়-
একটি সরু তারের দৈর্ঘ্য 4m. এটিতে +6µC চার্জ থাকলে-
i. তারটি থেকে তড়িৎ বলরেখা বাইরের দিকে নির্গত হয়।
ii. তারটির একক দৈর্ঘ্য চার্জের পরিমাণ 1.5 × 10-6 Cm-1
iii. তারটির কেন্দ্র হতে 2m দূরে তড়িৎ প্রাবল্যের মান 13.48×103 Vm-1
'ইথার' মাধ্যমের অস্তিত্ব নাই এটি প্রমাণিত হয়-
প্রদত্ত বর্তনীর A ও B এর মধ্যবর্তী তুল্যরোধ কোনটি?
দুটি সমান ধারকত্বের ধারককে প্রথমে শ্রেণিতে পরে সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্বের অনুপাত কত?
5 cal তাপ দ্বারা সর্বোচ্চ কত জুল কাজ করা সম্ভব?
হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষে ইলেকট্রনের বেগ দ্বিতীয় কক্ষের বেগের কত গুণ?
একটি লেজার উৎসের কম্পাঙ্ক 6×1014 Hz এবং নিঃসরিত শক্তির হার 2×10-3 W. উৎসটিতে -
i ফোটনের কম্পাঙ্ক বেশি হলে শক্তি কম হয়
ii. নিঃসরিত একটি ফোটনের শক্তি 3.97×10-19J
iii. ফোটন নিঃসরণের হার 5.02×1015টি
কোনো তেজস্ক্রিয় পদার্থ 4000 বছরে 132অংশ অবশিষ্ট থাকলে এর অর্ধায় কত?
চাবি 'K' বন্ধ অবস্থায় A ও B অংশের কার্যকর EMF কত?
উদ্দীপক অনুযায়ী চাবি (K) খোলা ও বন্ধ অবস্থায় R এর তড়িৎ প্রবাহের অনুপাত কত?
নিচের কোনটি দ্বারা অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ তরঙ্গকে পৃথক করা যায়?
আলোর ব্যতিচার ঝালরের প্রস্থ -
i. পর্দার অবস্থানের উপর নির্ভর করে না
ii. উৎসদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কমলে এটি বাড়ে
iii. আলোর তরঙ্গদৈর্ঘ্যর উপর নির্ভর করে
তড়িৎ ধারকত্ব ও তড়িৎ বিভবের গুণফল নির্দেশ করে-
প্রবাহ ঘনত্বের একক নিচের কোনটি?
গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কোন রাশিটির উপর?
নিয়ন গ্যাসের 'γ' এর মান কত?
কাচের প্রতিসরাঙ্ক 1.52। বায়ু সাপেক্ষে কাচের সমবর্তন কোণ কত?
আপেক্ষিকতার ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
তাপগতিবিদ্যায় এনট্রপি-
i. তাপ ও পরমতাপমাত্রার অনুপাতের সমান
ii. তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে
iii. তাপমাত্রা ও চাপের ন্যায় অনুভব করা যায়
তড়িৎ বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্টকে কী বলে?
নিম্নের কোন তাপগতীয় রাশিটিকে তাপীয় জড়তা হিসাবে বিবেচনা করা হয়?
তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রা কোনটি?
কোনো গোলাকার পরিবাহীর আধান ও ক্ষেত্রফল চারগুণ করা হলে চার্জের তলমাত্রিক ঘনত্ব হবে -