রাসুলুল্লাহ (স) বলেছেন তোমরা গিবত পরিহার করো। কেননা-
i. গিবতকারী কোনমতেই ক্ষমালাভ করে না
ii. গিবত ব্যভিচারের চেয়েও নিকৃষ্ট
iii. যার গিবত করেছে তার ক্ষমা না পাওয়া পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করেন না
নিচের কোনটি সঠিক?
অসৎ সঙ্গ হলো
i. অন্যায়ের সান্নিধ্য
ii. খারাপের নৈকট্য
iii. নিষিদ্ধের নৈকট্য
সঙ্গীরা হারাম উপার্জনের মাধ্যমে বিপুল অর্থবিত্ত গড়ে তুললে সৎসঙ্গী-
i. প্রলোভনে পড়বে
ii. নিজেকে সংযত রাখার চেষ্টা করবে
iii. হারাম পথে পা বাড়াবে
অসৎ গুণাবলি সংক্রামক ব্যাধির মতো। তাই অসৎসঙ্গে মানুষ
i. অসুস্থ হয়ে পড়ে
ii. খারাপের দিকেই ঝুঁকে পড়ে
iii. অসৎকাজের দিকেই ঝুঁকে পড়ে
যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুসারী হয় কিয়ামতের দিন সে তাদের অন্তর্ভুক্ত হবে। এজন্য বন্ধু নির্বাচনে মানুষ
i. সৎসঙ্গ বেছে নেবে
ii. প্রয়োজনে একা থাকবে
iii. অসৎসঙ্গ গ্রহণ করবে না
সৎ মানুষেরা অসৎ মানুষদের সংশোধনের জন্য বন্ধু হিসেবে গ্রহণ করলে
i. সমাজ অসৎ মানুষ মুক্ত হবে
ii. মানুষের শান্তি নিশ্চিত হবে
iii. মানুষের সমৃদ্ধি নিশ্চিত হবে
সুদে ঋণ গ্রহণ করে গরিব ও নিঃস্বরা যা উৎপাদন করে তা ঋণদাতাকেই ফিরিয়ে দিতে হয়। ফলে
i. অর্থনীতিতে স্থিতিশীলতা আসে
ii. ধনী আরও ধনী হয়
iii. গরিবের দারিদ্র্যতা বাড়তে থাকে
সুদ আর মুনাফা এক নয়। কারণ
i. সুদে লোকসানের কোনো ঝুঁকি থাকে না
ii. সুদে কারও সম্পদ বাড়ে না
iii. সুদের লাভের হার পূর্ব নির্ধারিত
সুদের নিশ্চিত লাভের লোভে সম্পদশালীরা শিল্পকারখানা প্রতিষ্ঠায় অনাগ্রহী থাকে বলে-
i. সাধারণ মানুষ কাজের সুযোগ পায় না
ii. সমাজ অনাচারমুক্ত থাকে
iii. সমাজে দক্ষ-অদক্ষ বেকারের সংখ্যা বাড়ে
উক্ত কাজের মাধ্যমে তার সম্পদ- i. বৃদ্ধি পাবেii. পবিত্র হবেiii. পরিশুদ্ধ হবেনিচের কোনটি সঠিক?
ফাহিম সাহেব সারা বছরের দায় দেনা পরিশোধ করার পরও ৫২১২তোলা রৌপ্যেরও বেশি সম্পদের মালিক হন। এর ফলে তাকে আদায় করতে হবে -
জাকাতের অন্যতম লক্ষণীয় দিক হচ্ছে- i. নিয়মিত প্রদেয়ii. আল্লাহ কর্তৃক নির্দেশিতiii. অনিয়মিত প্রদেয়নিচের কোনটি সঠিক?
জাকাত আদায়ের উদ্দেশ্য হচ্ছে -i. দরিদ্র দূরীকরণii. সামাজিক কল্যাণ সাধনiii. শ্রেণি সংঘাতের অবসাননিচের কোনটি সঠিক?