জনাব শাহ আলম প্রতি বছর তার সম্পদের হিসাব করে সঠিকভাবে জাকাত আদায় করেন। এর মাধ্যমে তিনি ইসলামের কোন বিধানটি পালন করেছেন?
হজের সময় বিদায়ী তাওয়াফ করা কাদের জন্য ওয়াজিব?
ইসলামের হুকুম-আহকাম প্রবর্তনের কারণ কী?
ফিকহশাস্ত্রকে কে সুবিন্যস্ত ও সুসংহতভাবে প্রতিষ্ঠা করেন?
কোন মাযহাবে মদিনাবাসীর আমলকে দলিল মনে করা হয়নি?
পরম শান্তিময় জান্নাতের নিচ দিয়ে কী প্রবাহিত হবে?
নিজে থেকে কিছু করার ক্ষমতা কাদের নেই?
হানাফি মাযহাব জনপ্রিয় হয়েছে- i. সহজ-সরল ফিক্সি মাসয়ালার জন্যii. তত্ত্ব-তথ্য ভিত্তিক ফিক্হ এর কারণেiii. কিয়াসকে আনুপাতিক ধর্ম গ্রহণের জন্যনিচের কোনটি সঠিক?
কত বছর সাধনা করে ইমাম আবু হানিফা ফিকহ সম্পাদনা পরিষদ গঠন করেন?
বান্দা যদি সঠিক নিয়ম-কানুন মেনে সাওম পালন করেন তাহলে তিনি লাভ করবেন-
i. আল্লাহর সন্তুষ্টি
ii. অন্যায় থেকে সুরক্ষা
iii. দয়া, ক্ষমা ও মুক্তি
নিচের কোনটি সঠিক?
আল্লাহর পক্ষ থেকে সালাত শব্দ প্রয়োগ হলে এর অর্থ হবে-
ইসলামি অর্থব্যবস্থার অন্যতম উৎস কোনটি?
এক মুসলিমের ওপর অপর মুসলিমের কয়টি হক রয়েছে?
ইমাম মালিকের নাম কী?
ইমাম শাফেয়ি (র) কে কোন খলিফা প্রশাসক নিয়োগ করেন?
ইমাম আবু হানিফার (র)-এর আসল নাম কী?
ফিক্হ শাস্ত্র কীসের খুঁটি?
'কুতুবে হানাফিয়্যাহ' গ্রন্থে কতটি মাসয়ালা রয়েছে?
হাদিসে কোন ইবাদতকে 'ঢাল' বলা হয়েছে?
মানুষের প্রতি মানুষের অধিকারকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়েছে?
মানুষ কার প্রতিনিধি?
সাড়ে ৭ তোলা সোনার মেট্রিক পদ্ধতিতে কত গ্রাম হয়?
হজ পালন করা কী?
কুরবানি করা হজের কী?
বনি ইসরাইলরা মুসা (আ)-এর কাছে জীবনযাপনের জন্য কী প্রার্থনা করে?
কোন জীবনের সফলতাই প্রকৃত সফলতা?
রাসুল (স)-এর কাছে প্রথম যে বাণী এসেছে তাতে কোনটির ব্যবহারের কথা আছে?
অর্থনৈতিক বৈষম্য রোধে আল্লাহ কোনটির প্রবর্তন করেছেন?
কুরআন তিলাওয়াত একজন ব্যক্তিকে-
i. নৈতিক গুণাবলিতে ভূষিত করে
ii. মানবিক গুণাবলিতে ভূষিত করে
iii. আধ্যাত্মিক গুণাবলি অর্জনে সাহায্য করে
আল কুরআনের উৎস কোনটি?
কোন কিতাব কিয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় থাকবে?
কুরআনের প্রকৃত সংরক্ষণকারী কে?
মুসা (আ) এর ইতিহাসের সাথে কার ইতিহাস জড়িত?
আল কুরআন নাজিলের প্রেক্ষিতে 'ক' রাষ্ট্রের জনগণ নিচের কাদের প্রতিনিধিত্ব করছে?
গোলাম রসুলের কাজ তার কোন পরিচয়টি ফুটে ওঠে?
পবিত্র কুরআনের আলোকে রাফির এই পরিণতি হবে যে, সে হেদায়েতের বিষয়ে
i. অন্ধ থাকবে
ii. বোবা থাকবে
iii. বধির থাকবে
হাদিসের মূল বক্তব্যে পৌঁছার সূত্র কোনটি?
সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?
সহিহ হাদিসের গ্রন্থাবদ্ধ সংকলন অপরিহার্য হয়-
i. জাল হাদিস থেকে রক্ষা পেতে
ii. হাদিসকে কুরআন থেকে আলাদা রাখতে
iii. মনগড়া ও মিথ্যা হাদিসের বিস্তার রোধ করতে
ইসলামের জন্য কাফির মুশরিকদের চেয়ে ক্ষতিকর কারা?
সব পাপের জননী কে?
فَلْيَنْظُرْ أَحَدُكُمْ الْمَرْءُ عَلَى دِيْنِ مَن يُخَالِلُ خَلِيْلِهِ হাদিসের ভাবার্থ কী?
মদ ও মাদকতা -
i. মানব চরিত্র ধ্বংসের মূল প্রেরণা
ii. সব অনৈতিক কাজের উৎস
iii. সব অপকর্ম ও অশ্লীলতার জননী
মসজিদ নির্মাণ কোন ধরনের সদকাহ?
উক্ত বিষয়টি অনুসরণের ফলে-
i. রাসুল (স)-এর আনুগত্য করা হয়
ii. আল্লাহ তায়ালা সন্তুষ্ট হন
iii. নবি-রাসুলগণ খুশি হন
উদ্দীপকে আমিনার কর্মকান্ডের ফলে-
i. পরকালে জবাবদিহিতা সহজ হবে
ii. প্রতিবেশির সম্পর্ক বিনষ্ট হবে
iii. সে অপরের সাহায্য পাবে না
জনাব তৌফিকের মনোভাবে কোন ব্যক্তির বক্তব্যের প্রতিফলন ঘটেছে?
উদ্দীপকে বর্ণিত জনাব রিয়াজ সাহেবের কাজটি হলো-
পরোক্ষ ওহি কোনটি?
উইলিয়ামস দাবি করেন পৃথিবীতে কেউ তার শিক্ষক নন, প্রভু স্বয়ং তাকে শিখিয়েছেন। এমনকি সে ছিল নিরক্ষর কিন্তু সে আসমানি গ্রন্থপ্রাপ্ত। ইসলামে কে এ দাবি করতে পারেন?