'ক' ধর্মের প্রবর্তকের সাথে কোন ধর্মের প্রবর্তকের সাদৃশ্য পরিলক্ষিত হয়?
উদ্দীপকে বর্ণিত বিষয়ের ক্ষেত্রে উক্ত প্রবর্তকের ভূমিকা হলো -
i. বৃক্ষরোপণে উৎসাহিত করা
ii. সীমিত পরিসরে শস্য উৎপাদন করা
iii. উৎপাদিত ফসল দান করতে উৎসাহ করা
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকে বর্ণিত 'ক' এর চরিত্রকে কী বলা হয়?
উদ্দীপকে হাদিসটি আমল করলে-
i. হিংসা-বিদ্বেষ মুক্ত সমাজ গঠিত হবে
ii. মানুষের নৈতিক চরিত্র উন্নত হবে
iii. সমাজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধি পাবে
সাকিবে বৃক্ষ রোপন করে পাবেন-
i. খাদ্য
ii. আশ্রয় সামগ্রী
iii. অক্সিজেন
সাকিবের বাগানের গাছ থেকে কোনো পাখি যদি ফল খায়, তাহলে তা তার জন্য কী হবে?
মুহিতের কাজটি ইসলামে কী হিসেবে পরিগণিত?
সংশ্লিষ্ট হাদিসের আলোকে মুহিতের কাজের জন্য সে পরিচিত হবে
i. সর্বোত্তম ব্যক্তি হিসেবে
ii. মুজাহিদ হিসেবে
iii. সর্বোত্তম জান্নাতি হিসেবে
উদ্দীপকে বর্ণিত রফিকের গুণাবলি নিচের কোন হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ?
রমজান কর্তৃক উদ্ধৃত হাদিস অনুসরণ করলে-
i. মানুষ ইহকাল ও পরকালে সুখী হবে
ii. মানুষের আত্মা পবিত্র হবে
iii. আল্লাহর নিকট ইবাদত কবুল হবে
উদ্দীপকে বর্ণিত উপার্জনের ফলে -
i. ইবাদত কবুল হয়
ii. মুজাহিদের মর্যাদ লাভ করা যায়
iii. জিহাদে নিয়োজিত থাকার সওয়াব হয়
কামাল সাহেবের কাজটি কোন পর্যায়ের?
উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি
জনাব হাফিজের এরূপ কাজকে ইসলামের দৃষ্টিতে কী বলে?
হাদিসের আলোকে এরূপ কাজের পরিণতি?
'ক' এর কাজটি শরিয়তের দৃষ্টিতে কেমন?
হাদিসের আলোকে 'ক' এর কাজের পরিণতি-
মনু মিয়ার এরূপ কাজ ইসলামের দৃষ্টিতে কী?
হাদিসের আলোকে ফিরোজ মিয়ার এরূপ কাজের পরিণতি কী?
ওয়ালিদের বক্তব্যে কার বাণীর শিক্ষা রয়েছে?
উক্ত ব্যক্তির বক্তব্যের তাৎপর্য হলো
i. অন্যের সাহায্য চাওয়া অনুচিত
ii. যিনি সচ্ছলতা চান আল্লাহ তাকে সচ্ছলতা দেন
iii. দান গ্রহণের চেয়ে দান করা উত্তম
রাবেয়ার কাজ কীসের অন্তর্গত?
এ ধরনের কাজ চালাতে থাকলে রাবেয়া-
i. কলেজের সকলের কাছে নিন্দিত হবে
ii. ভালো রেজাল্ট করবে
iii. মুনাফিকদের শাস্তিভোগ করবে
সাজিদ বৃক্ষ রোপণ করে পাবেন-
সাজিদের বাগানের গাছ থেকে কোনো পাখি যদি ফল খায়, তাহলে তা তার জন্য কী হবে?
মনির সাহেবের কাজের মাধ্যমে-
i. সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাবে
ii. ধর্মীয় শিক্ষার প্রসার ঘটবে
iii. অসহায় শিশুরা শিক্ষার প্রতি উৎসাহিত হবে
ইমানের শাখা-প্রশাখা কয়টি?
নওশীন ইমান সম্পর্কিত হাদিস পড়ে আরও যা জেনেছিল তা হলো-
i. রাস্তা হতে কষ্টদায়ক বস্তু দূরীভূত করা ইমানের একটি শাখা
ii. লজ্জাশীলতা ইমানের অঙ্গ
iii. বেশি লজ্জা ভালো নয়
হালাল উপার্জনের সন্ধান করা কী?
যে ব্যক্তির মাংসপেশি হারাম সম্পদ দিয়ে পরিপুষ্ট সে কোথায় প্রবেশ করবে না?
মানুষের মৃত্যুর পরেও কয় ধরনের আমলের সুযোগ নিঃশেষ হয় না?
জ্ঞান অন্বেষণ করা
i. আল্লাহর পথে বিচরণ করার সমান
ii. মানুষের অনিবার্য কর্তব্য
iii. অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ
মৃত্যুর পর কয় ধরনের আমল চালু থাকে?
মদের ব্যবসা করা কী?
নবি (সা.) বলেন, হারাম থেকে গঠিত গোশত জান্নাতে প্রবেশ করবে না। এ হাদিসের উদ্দেশ্য হলো-
i. হারাম উপার্জন ভক্ষণকারী জাহান্নামী
ii. হারাম পথে উপার্জন নিষিদ্ধ
iii. হারাম প্রাণী ভক্ষণ নিষিদ্ধ
'হাদিস' শব্দের অর্থ কী?
কুরআন নাজিলের প্রথম পর্যায়ে কে হাদিস লিখে রাখতে নিষেধ করেছেন?
কোন খলিফা সর্বপ্রথম হাদিস সংকলনের নির্দেশ দেন?
ইমাম বুখারি (র) কোথায় জন্মগ্রহণ করেন?
হিজরি তৃতীয় শতাব্দীতে সংকলিত ছয়টি হাদিস গ্রন্থকে একত্রে কী বলে?
শাহিন কুরআন অধ্যয়ন করতে গিয়ে দেখেন সেখানে সালাত কায়েমের কথা আছে কিন্তু এর ওয়াক্ত, আদায়ের নিয়মাবলি ইত্যাদি কিছুই নেই। এগুলো জানার জন্য তাকে কীসের দারস্থ হতে হবে?
সনদ বা রাবি পরম্পরার দিক থেকে হাদিস কয়ভাগে বিভক্ত?
হাদিস বর্ণনার প্রতি স্তরে যে হাদিস বিপুল সংখ্যক রাবি বর্ণনা করেছেন তার নাম কোনটি?
হাদিসের আলোকে কীভাবে জালিমকে সাহায্য করবে?
অপ্রয়োজনে খঋণ করা ঠিক নয়। কারণ এতে
i. দুশ্চিন্তা বাড়ে
ii. সম্মানহানি হয়
iii. ইমান দুর্বল হয়ে পড়ে
ব্যবসারে ক্ষেত্রে সত্যবাদী ও বিশ্বস্ত থাকতে হবে
i. ব্যবসায়িক স্বার্থে
ii. সামাজিক কল্যাণার্থে
iii. পরকালে শহিদদের সাথে থাকতে
নিচের কোনটি ওহি মাতলু?
ইমাম নাসাই রহ মৃত্যু কত হিজরিতে হয়?
كَذَبَ হাদিসাংশটির অর্থ কী?
নবি (স) বলেন, 'হারাম থেকে গঠিত গোশত জান্নাতে প্রবেশ করবে না।' এ হাদিসের উদ্দেশ্য হলো-
i. হারাম উপার্জন ভক্ষণকারীকে জাহান্নামী ঘোষণা করা
ii. হারাম পথে উপার্জন পরিপূর্ণভাবে নিষিদ্ধ করা
iii. হারাম প্রাণি ভক্ষণ প্রতিপাদন করা