মুসলিমদের ভারত আগমনের পূর্বে বাংলা ও বিহারে কোন বংশের শাসন প্রতিষ্ঠিত ছিল?
'শাহনামা' গ্রন্থের রচয়িতা কে?
ইসলামের আবির্ভাবের পূর্বে ভারত উপমহাদেশের সাথে কাদের যোগাযোগ ছিল?
উদ্দীপকে কোন যুদ্ধের কথা বলা হয়েছে?
উদ্দীপকের সুলতানের সাথে তোমার পঠিত কোন মুসলিম সুলতানের মিল আছে?
সুলতানা রাজিয়ার সাথে শ্রীমাভো বন্দরনায়কের পার্থক্য দেখা যায়—
পার্থক্য থাকলেও উভয়কে আখ্যায়িত করা যায়-
i. সফল কূটনীতিক হিসেবে
ii. প্রজ্ঞাবান ও দৃঢ়তা প্রদর্শনকারী হিসেবে
iii. সমর কুশলী হিসেবে
নিচের কোনটি সঠিক?
'লাখ বখস' কোন সুলতানের উপাধি ছিল?
দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
'ভারতের তোতাপাখি' খ্যাত ছিলেন কে?
খলজি বংশ প্রতিষ্ঠা করেন কে?
রাজকার্যে উলামাদের প্রভাব খর্ব এবং রাজনীতি থেকে ধর্মকে আলাদা করেন কোন সুলতান?
মুহাম্মদ বিন তুঘলকের আসল নাম কী?
সম্রাট'D' এর কর্মকাণ্ডের সাথে তোমার পঠিত দিল্লি সালতানাতের কোন শাসকের পরিকল্পনার মিল লক্ষ করা যায়?
উক্ত শাসকের কর্মকাণ্ডের ফলে জনজীবনে-
i. দুর্ভোগ নেমে আসে
ii. রাজকোষে ঘাটতি দেখা দেয়
iii. জনমনে ভীতির সৃষ্টি হয়
সুলতান আলাউদ্দিন খলজি মূল্যনিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন—
i. সাম্রাজ্যের আর্থিক স্থিতিশীলতার জন্য
ii. জনগণের সুবিধার জন্য
iii. সাম্রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য
দিল্লির কোন সুলতান 'বিমারিস্থান' নামে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন?
'মসনদ-ই-আলা' কোন সুলতানের উপাধি ছিল?
উদ্দীপকে যে যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে-
উদ্দীপকে উল্লিখিত যুদ্ধটির যৌক্তিক ফলাফল-
i. দিল্লি সালতানাতের পতন
ii. মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা
iii. লোদি বংশ প্রতিষ্ঠা
সম্রাট ইব্রাহীম কার পরিচয় বহন করছে?
সম্রাট ইব্রাহীমের প্রণীত ধর্মমতের সাথে নিচের কোন ধর্মমতটির সাদৃশ্য রয়েছে?
কোন মুঘল সম্রাট বাংলার নাম রাখেন 'জান্নাতাবাদ'?
তিশা ভারতের একটি স্থানে বেড়াতে গিয়ে জানল, এ স্থানে ১৫৩৯ খ্রিস্টাব্দে একটি যুদ্ধে মুঘল সম্রাট হুমায়ূন পরাজিত হয় এবং পালাতে গিয়ে গঙ্গা নদীতে ডুবে মরার উপক্রম হয়। এ যুদ্ধের সঙ্গে সম্পর্কিত হলো-
i. চৌসার যুদ্ধ
ii. বিল গ্রামের যুদ্ধ
iii. শের খানের শের শাহ উপাধি লাভ
নূরজাহানের বাল্যনাম কী?
কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হয়?
মুঘল বংশের সর্বশেষ শাসক কে ছিলেন?
ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন কে?
ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে?
লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে?
জহির হেসেনের সাথে বাংলার কোন বীরের কর্ম প্রচেষ্ঠার সাদৃশ্য দেখা যায়?
কৃষকদের পক্ষে উক্ত বীরের কর্ম প্রচেষ্টাকে ফলশ্রুতিতে-
i. কৃষকেরা প্রতিবাদী শক্তিতে পরিণত হয়
ii. কৃষকদের প্রতি নির্যাতন বন্ধ হয়
iii. জমিদারদের ধ্বংস নিশ্চিত হয়
জুয়েল চৌধুরী কোন আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল?
এ রক্তদান আমাদের শিখিয়েছে—
i. মাথা উঁচু করে দাঁড়াতে
ii. অধিকার আদায়ে সংগ্রাম করতে
iii. অন্যায়ের প্রতিবাদ করতে
হাসু ও বাবলুর এলাকা মুক্তিযুদ্ধে কোন সেক্টরের অধীনে ছিল?
উক্ত সেক্টরের কমান্ডার ছিলেন--
i. মেজর নাজমুল হক
ii. মেজর এম এ জলিল
iii. মেজর জয়নাল আবেদীন
ছিয়াত্তরের মন্বন্তর বা মহাদুর্ভিক্ষ কত সালে হয়েছিল?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন কেন?
১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন লাভ করে?
আরবের বেশিরভাগ অঞ্চল-
কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
মিশরকে ‘নীল নদের দান’ বলার কারণ কী?
কোন প্রাচীন সভ্যতার রাজা উদ্দীপকের মত কর্মকাণ্ড করেছিলেন?
এ ধরনের ঘোষণায় জনমনে কীসের সঞ্চার হয়?
লিখন পদ্ধতি আবিষ্কারের প্রধান কারণ কী?
ঐতিহাসিকদের মতে জাহিলিয়া যুগের পরিসীমা কত?
কয়টি ঝুলন্ত কবিতাকে 'আসসাবাউল মুয়াল্লাকাত' বলা হয়?
হযরত মুহম্মদ (স.) কত খ্রিস্টাব্দে নবুয়ত প্রাপ্ত হন?
'হিলফুল ফুযুল' গঠনের মূল উদ্দেশ্য কী ছিল?
হিযরতের পর মদিনাবাসী হযরত মুহম্মদ (স.) কে কীভাবে গ্রহণ করেছি?