উদ্দীপকে শিক্ষা আমাদের জীবনে কোন ধরনের প্রভাব আনবে?
i. দায়িত্বশীলতা শেখাবে
ii. প্রশিক্ষণকে সুদৃঢ় করবে
iii. সুশাসন সম্ভব হবে
নিচের কোনটি সঠিক?
আমলাতন্ত্রের জনক কে?
উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
“ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা”
এই গানের পঙক্তিতে ফুটে উঠেছে—
আমলারা কার নিকট জবাবদিহি করেন?
অধিকারের ধরন কয়টি?
বাংলাদেশে 'তথ্য অধিকার আইন পাস হয় কত সালে?
উদ্দীপকে উল্লিখিত বিষয়টির সাথে মিল আছে—
উদ্দীপকের তোমার পঠিত কোন বিষয়টির ইঙ্গিত রয়েছে?
উক্ত বিষয়টির সুশাসন প্রতিষ্ঠায় কিরূপ ভূমিকা রাখবে?
i. প্রগতির পথে এগিয়ে নিবে
ii. জাতীয়তাবোধ উদ্বুদ্ধ করবে
iii. প্রার্থী নির্বাচন সহজ হবে
জনমতের প্রভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের ক্ষেত্রে কী ঘটে?
সমাজে ছোটদের নিকট হতে বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধালাভের দাবি কোন অধিকারে অন্তর্ভুক্ত?
নিজ দেশের প্রতি অনুগত থেকে দেশের মাটি ও মানুষকে ভালোবাসাই হচ্ছে—
নাগরিকগণ রাষ্ট্রের আইন মেনে চলে। এর কারণ হলো—
i. শাস্তির ভয়ে
ii. যৌক্তিকতার উপলব্ধি
iii. স্বভাবগত
'Civis' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসন সম্পর্কে ধারণা প্রদান ফরাসি করে?
আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস কোনটি?
উদ্দীপকে 'ক' রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান?
"ক রাষ্ট্রের সরকার ব্যবস্থায় নিশ্চিত হবে-
i. জবাবদিহিতা
ii. ক্ষমতার স্বতন্ত্রীকরণ
iii. বিরোধীদলের মর্যাদা
নিচের কোনটি সঠিক ?
মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধের সমষ্টিকে কী বলা হয়?
জাতীয়তাবাদের জনক কে?
যোগ্যতা অনুযায়ী পেশা নির্ধারণের জন্য কোন ধরনের সাম্য প্রতিষ্ঠিত হওয়া জরুরি?
উদ্দীপকে বর্ণিত রাষ্ট্রে যে রাজনৈতিক বৈশিষ্ট্য বিদ্যমান তা হলো—
উদ্দীপকের রাষ্ট্রের বিপরীত অবস্থা কোনো রাষ্ট্রে বিদ্যমান থাকলে—
i. ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে
ii. সরকার ও জনগণের দূরত্ব সৃষ্টি হবে
iii. আইনের শাসনের অনুপস্থিতি দেখা দেবে
বাংলাদেশে কত সালে তথ্য অধিকার আইন প্রণীত হয়?
আমলাতন্ত্রের বৈশিষ্ট্য কোনটি?
কোন নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে যখন মানসিক ঐক্যানুভূতি গড়ে ওঠে প্রাথমিক পর্যায়ে তাকে বলা হয়—
বাংলাদেশের সরকার প্রধান কে?
সরকারি নীতি প্রণয়নে প্রভাব বিস্তারকারী গোষ্ঠীর অপর নাম-
উদ্দীপকে উল্লিখিত সমস্যাকে কী নামে অভিহিত করা হয়?
যথাসময়ে পেনশন মঞ্জুরি নিশ্চিত করতে প্রয়োজন—
i. আমলাতন্ত্রের জবাবদিহিতা
ii. আমলাদের জনসেবার মানসিকতা তৈরি
iii. স্বাধীন বিচার বিভাগ
স্বাধীনতা শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে প্রদানকৃত নাগরিক সেবাকে কী বলা হয়?
"নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে। "সংজ্ঞাটি কার প্রদত্ত?
পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির মূল উদ্দেশ্য হলো-
আফিস কোন তথ্যসেবা কেন্দ্র থেকে সেবা গ্রহণ করেছে?
তথ্যসেবা কেন্দ্রটি কার্যকর ভূমিকা রাখলে
i. নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে
ii. ইউনিয়নের অধিবাসীরা বেশি উপকৃত হবে
iii. সময় ও অর্থের সাশ্রয় হবে
করিমের মধ্যে নেতৃত্বের কোন গুণাবলি লক্ষ্য করা যায়?
সংসদ সদস্যগণ সরকারের কোন বিভাগের অন্তর্ভুক্ত?
নির্বাচনের পূর্বে কোনটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কাজ?
ই-গভর্ন্যান্সের অন্যতম বাহন কোনটি?
ই-গভর্ন্যান্সের মাধ্যমে প্রদানকৃত সেবা হচ্ছে-
i. পরীক্ষার ফল প্রকাশ করা
ii. কর পরিশোধ করা
iii. বিনামূল্যে বই বিতরণ করা
ডিজিটাল বাংলাদেশ কত সালে ঘোষণা করা হয়?
(?) চিহ্নিত স্থানে সরকারের যে বিভাগ বসবে তা হলো—
i. আইন ii. বিচার iii. শাসন
উক্ত বিভাগের/বিভাগসমূহের গুরুত্ব অপরিসীম, কারণ—
i. দুর্বলকে সবলের হাত থেকে রক্ষা করা
ii. প্রয়োজনে আইন প্রণয়ন করে
iii. দুষ্টের দমন ও শিষ্টের পালন করা
এরিস্টটলের মতে সর্বোত্তম সরকার কোনটি?
সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?
নিচের কোনটি সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত নয়?
"Democracy is a government of the fools for the fools and by the fools. " উক্তিটি কার?
কোন দেশে সংসদীয় সরকার প্রচলিত নেই?