*আমলাতন্ত্র হলো এক ধরনের চাকরিজীবী শ্রেণি যারা বেতনভুক্ত, স্থায়ী ও দক্ষ'-উক্তিটি কে করেছেন?
Bureau শব্দের অর্থ কী?
আমলাতন্ত্রের জনক বলা হয় কাকে?
উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্র অর্থ কী?
কোনটি রাজনৈতিক ব্যবস্থার সর্বস্তরে বিদ্যমান?
কোন প্রতিষ্ঠান ছাড়া একটি দেশের পক্ষে সরকার © সংসদ সদস্যদের পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে?
রাজনৈতিক ব্যবস্থার শীর্ষে থাকে কোনটি?
আমলাতন্ত্র হলো বেসামরিক কর্মচারীদের সংগঠন যারা-
i. চাকরিতে স্থায়ী
ii. রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত
iii. নির্দিষ্ট বেতনভুক্ত
নিচের কোনটি সঠিক?
ম্যাক্স ওয়েবারের মতে, আমলাতন্ত্র কোন ধরনের সংগঠন?
আমলাগণের নিয়োগদান সমালোচনার উর্ধ্বে। কারণ তারা নিয়োগ লাভ করেন—
কোনটি আমলাতন্ত্রের মূল বৈশিষ্ট্য?
সরকারের পরিবর্তন ঘটলেও কারা দায়িত্ব ও কর্তৃত্বে থেকেই যায়?
'লালফিতার দৌরাত্ম্য' খুব বেশি কোথায় দেখা যায়?
আমলাদেরকে দক্ষ চাকরিজীবী শ্রেণি বলা হয় কেন?
প্রশাসনের রাজনৈতিক অংশ অস্থায়ী কিন্তু অরাজনৈতিক অংশ স্থায়ী। এখানে অরাজনৈতিক অংশ বলে কাদের বোঝানো হয়েছে?
লাল ফিতার দৌরাত্ম্য-এ কথাটি কাদের ক্ষেত্রে প্রচলিত?
নিয়োগের শর্ত অনুযায়ী আমলারা বিরত থাকেন -
আমলারা কোন বিভাগের সদস্য?
আমলা প্রশাসন রাজনীতি নিরপেক্ষ সংগঠন। কারণ তারা বিরত থাকে—
আমলাতন্ত্র বছরের পর বছর ফাইলবন্দি অবস্থায় পড়ে থাকার কারণ বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়?
আমলাতান্ত্রিক প্রশাসন কাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়?
আমলাগণের কাজকর্মের সাফল্যের অন্যতম মানদণ্ড কোনটি?
বাংলাদেশে সরকারি আমলাদের নিয়োগের জন্যে একটি দক্ষ ও নিরপেক্ষ সরকারি কর্মকমিশন রয়েছে। এ কর্মকমিশন গঠনের অন্যতম উদ্দেশ্য কোনটি?
বাংলাদেশ সিভিল সার্ভিস বর্তমানে কয়টি ক্যাডারে বিভক্ত?
আমলারা হলেন—
i. দক্ষ
ii. স্থায়ী
iii. বেতনভুক্ত
“লাল ফিতার দৌরাত্ম্য ” বলতে বোঝায় —
i. দাপ্তরিক নিয়মকে অন্ধভাবে অনুসরণ
ii. দাপ্তরিক নিয়মের আনুষ্ঠানিকতা
iii. দাপ্তরিক সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা
আমলাগণ চাকুরিচ্যুত হতে পারেন-
i. সরকার পরিবর্তন ঘটলে
ii. দৈহিক অসামর্থ্যের ফলে
iii. মানসিক অসামর্থ্যের কারণে
আমলাতন্ত্রে সমস্ত কাজ রুটিনমাফিক করা হয়, কারণ আমলাতন্ত্র গুরুত্ব দেয়-
i. আনুষ্ঠানিকতার ওপর
ii. কার্যপদ্ধতির ওপর
iii. বিধিবিধানের ওপর
'Natus' –এর শাব্দিক অর্থ কোনটি?
বর্তমান বিশ্বে কতটি দেশ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল?
'জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত এমন এক জাতীয়তা যা স্বাধীন কিংবা স্বাধীনতাকামী'- উক্তিটি কার?
‘জাতীয়তা' শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে কী বলে?
Natio এবং Natus কোন ভাষার শব্দ?
জাতীয় রাষ্ট্রের প্রবক্তা কে?
Nation এবং Nationality' শব্দ দুটি কোন ভাষার শব্দ?
কে ঐতিহ্যগত উপাদানকে জাতি গঠনের জন্যে অনাবশ্যক বলে মনে করেন?
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে?
জাতি রাষ্ট্রের প্রবক্তা কে?
জাতীয়তা শব্দের ইংরেজি শব্দ কোনটি?
'জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা'- কথাটি কে বলেছেন?
Natio শব্দের বাংলা অর্থ কী?
'জাতি হলো একই বংশোদ্ভূত জনসমষ্টি যাদের মধ্যে ভৌগোলিক ঐক্য বিদ্যমান' উক্তিটি করেছেন—
ল্যাটিন Natio এবং Natus শব্দের অর্থ কী?
রাজনৈতিক চেতনাবোধ থেকে কী তৈরি হয়?
জাতীয়তার ধারণা কীরূপ?
একই ভাষা ব্যবহার করে কিন্তু রাজনৈতিকভাবে ভিন্ন জাতি, এমন উদাহরণ—
i. সৌদি আরব
ii. কুয়েত
iii. চীন
জাতীয়তা কোন প্রাকৃতিক ধারণা?
ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়?
ষোড়শ শতকে জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছিল—
i. পোপতন্ত্রের প্রতিক্রিয়ায়
ii. সামন্ততান্ত্রিক শাসনব্যবস্থার পরিবর্তে
iii. রাজতন্ত্রের বিরূপ প্রতিক্রিয়ায়