নেতৃত্ব হলো এক ধরনের আধিপত্য বলেছেন কে?
আইন সভার ক্ষমতা হ্রাসের ফলে কোন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে?
শাসন বিভাগের জনকল্যাণমূলক কাজের অন্তর্ভুক্ত -
i. জনস্বাস্থ্য
ii. কর ধার্য করা
iii. বাণিজ্য
নিচের কোনটি সঠিক?
বিচার বিভাগের স্বাধীনতার অর্থ হচ্ছে-
i. বিচার বিভাগকে পৃথকী
ii. বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপে
iii. শাসন বিভাগের নিকট বিচার বিভাগের পাবদিহিতা
জাতীয়তা সঞ্জীব মানসিকতা কে বলেছেন?
জনাব রফিক কোন ধরনের দায়িত্ব পালন করেছেন?
এ ধরনের দায়িত্ব পালনের সাথে জড়িত রয়েছে —
উদ্দীপকের আলোকে রাবেয়ার কোন ধরনের অধিকার ক্ষুণ্ণ হয়েছে?
প্রশাসন কর্তৃক শাস্তি প্রদানের ফলে –
i. ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে
ii. সুধাসন প্রতিষ্ঠিত হয়
iii. অপরাধ প্রবনতা কমবে
নিচের কোনটি সঠিক ?
? চিহ্নিত স্থানে সরকারের কোন বিভাগটি বসবে?
উক্ত বিভাগটি গুরুত্বপূর্ণ কারণ –
i. জনস্বার্থে কাজ করে
ii. জন অধিকারে আইন প্রণয়ন করে
iii. শাসন নীতি প্রণয়ন করে
ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠান জাতীয়তার কোন উপাদানটি পাওয়া যায় ?
তীয়তার উপাদানটি মানুষকে দ্রুত –
i. মানবিক ঐক্য আবদ্ধ করে
ii. স্থায়ী জাতিগত ঐক্য সৃষ্টি করে
iii. সাম্প্রদায়িকতা রোধ করে
উদ্দীপকে মনির মনোনীত কোন বিষয়ের কথা বলা হয়েছে ?
উক্ত বিষয়টি আলোচ্য বিষয় –
i.মানবসমাজের ক্রমবিকাশ
ii. মানুষের অধিকার ও কর্তব্য
iii. সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ
জাতীয়তার উপাদান কোনটি?
জাতি গঠনের জন্য প্রয়োজন –
i. মানসিক ঐক্য
ii. জাতীয় সম্পদ
iii. রাজনৈতিক সংগঠন
'Natio' কোন ভাষার শব্দ?
নিঃস্বার্থভাবে রাষ্ট্রের উন্নয়নে কাজ করতে অনুপ্রাণিত করে কোনটি?
স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন ও স্বাধীন বিচার বিভাগ নিচের কোনটিকে নির্দেশ করে?
জনমত গঠন সরকার গঠন, স্বার্থ একত্রীকরণ কার কাজ ?
কোন ব্যবস্থা বিরোধী দলকে ছায়া সরকার বলা হয় ?
"মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক ও রাজনৈতিক জীব”—উক্তিটি কে করেছন ?
'Law is the command of the sovereign' উক্তিটি কার?
Lag শব্দটি কোন ভাষার?
আইন ও স্বাধীনতা পরস্পর-
i. পরিপূরক
ii. সহযোগী
iii. বিরোধী
মৌলিক অধিকারের রক্ষক কোনটি?
কোনটি নাগরিকের রাজনৈতিক অধিকার?
কর্তব্য প্রধানত কত প্রকার ?
মানবাধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে অপূর্ণ পূর্বশর্ত কোনটি?
কোন দুটি শব্দ থেকে civics শব্দটির উৎপত্তি হয়েছে?
নিচের কোনটি সামাজিক শৃঙ্খলার জন্য অধিক সহায়ক?
বিশ্ব মানবাধিকার দিবস কোনটি?
কোনটি ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন?
পৌরনীতি ও সুশাসনের প্রধান আলোচনার বিষয় কী?
[?] প্রশ্নবোধক চিহ্নিত স্থানে নিচের কোনটিকে নির্দেশ করে?
প্রশ্নবোধক [?] চিহ্নিত স্থানের বিষয়টি নিচের কোনটির পূর্বশর্ত ?
মি. 'K'-এর দেশে কোন ধরনের সরকার বিদ্যমান?
এ ধরনের সরকারের বৈশিষ্ট্য—
i. আজ্ঞাবহ মন্ত্রিসভা
ii. ক্ষমতাসম্পন্ন মন্ত্রিসভা
iii. আইন সভার সার্বভৌমত্ব
উদ্দীপকে কোনটি প্রতিফলিত হয়েছে?
মি. ‘R'-এর সংগঠনের উদ্দেশ্য ও কর্মসূচি অধিক —
i. সংকীর্ণ
ii. স্বার্থসংশ্লিষ্ট
iii. জনকল্যাণক
উদ্দীপকে কী ধরনের নেতৃত্ব প্রতিফলিত হয়েছে?
এ ধরনের নেতৃত্ব দেশের জন্য বয়ে আনে –
i. জাতীয় ঐক্য
ii. শক্তিশালী জাতীয়তাবোধ
iii. উন্নয়ন
উদ্দীপকে কোনটির কাজ প্রতিফলিত হয়েছে?
আইন ও শাসন বিভাগের মধ্যে সম্পর্ক অপেক্ষাকৃত ঘনিষ্ঠ থাকে কোন সরকার ব্যবস্থায়?
‘চিরস্থায়ী বন্দোবস্ত’ চালু করা হয় কত সালে?
বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইস রয় কে ছিলেন?
১৯১৯ সালে প্রবর্তিত নতুন আইনে প্রদেশে ছিল-
১৯৪৭ সালের আইনের ফলাফল হলো—
i. ব্রিটিশ শাসনের অবসান
ii. মুসলিম শাসনের পূনর্জাগরণ
iii. ভারত বিভক্তি
লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত তারিখে?