আধুনিক যুগে আইনের প্রধান উৎস কোনটি?
এথেন্সের নাগরিকগণ কীভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতো ?
তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টি হলে –
i. জনগণের ক্ষমতায়ন হবে
ii. দুর্নীতি হ্রাস পাবে
iii. ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হবে
নিচের কোনটি সঠিক?
ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব নয় কোন ধরনের শাসন ব্যবস্থায়?
দেশপ্রেম বলতে বুঝায়—
i. নিজ দেশের প্রতি গভীর ভালবাসা
ii. মাতৃভূমির প্রতি ত্যাগ স্বীকার করা
iii. অন্য জাতির প্রতি ঘৃণা প্রদর্শন করা
গণতন্ত্রের সবচেয়ে জনপ্রিয় সংজ্ঞা কে দিয়েছেন?
'Natio' কোন শব্দ থেকে এসেছে?
'Civis’ শব্দের অর্থ কী?
অধ্যাপক হল্যান্ডের মতে, আইনের উৎস কয়টি?
পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?
উদ্দীপকে উল্লিখিত 'ক' এর কর্মকাণ্ডের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে?
সুশাসনের উপর প্রথম গুরুত্বারোপ করে –
নাগরিক জীবনের নিরাপত্তা বিধানের জন্য কোন আইনের প্রয়োজন?
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর হলে সরকারের বিভাগগুলো –
i. নিজ নিজ দায়িত্ব পালন করবে
ii. একে অপরের নিয়ন্ত্রণ মুক্ত থাকবে
iii. নিয়ন্ত্রণ ও ভারসাম্য রক্ষা হবে
কোন রাষ্ট্রের আইন সভা এক কক্ষবিশিষ্ট?-
দেশরক্ষার কাজে অংশগ্রহণ করা কোন ধরনের কর্তব্য ?
নিচের কোনটির অভাবে উক্ত দেশগুলোর জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি?
উক্ত অভাব পূরণের জন্য দরকার—
i. সরকারি কর্মকাণ্ডের স্বচ্ছতা নিশ্চিত করা
ii. শাসন বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করা
iii. দুর্নীতি দমন করা
মূল্যবোধের ভিত্তি হলো—
i. সুশাসন
ii. নীতি ও ঔচিত্যবোধ
iii. আইনের শাসন
‘Liber’ কোন ধরনের শব্দ?
১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানী হানাদার বাহিনী বর্বরোচিত হামলা চালালে পূর্ব পাকিস্তানের নারী-পুরুষ, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ সংগ্রাম করে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি করে ।
উদ্দীপকে উল্লিখিত পূর্ব পাকিস্তানের জনগণকে প্রতিরোধ সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল—
i. জাতীয়তা
ii. দেশপ্রেম
iii. মূল্যবোধ
বিশ্ব মানবাধিকার দিবস কোনটি?
ভোটদানের অধিকার কোন ধরনের অধিকার?
ইত্তেলা এমবিবিএস পাস করে সরকারি চাকরিতে চিকিৎসক হিসাবে যোগদান করেন। পরবর্তীতে তিনি বিদেশ থেকে মেডিসিনের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
উদ্দীপকের ইত্তেলা কোন ধরনের নেতৃত্বের অধিকারী?
অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলে—
i. জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে যোগ্যতানুযায়ী চাকরি পাবে
ii. বিশেষ শ্রেণির সুযোগ-সুবিধা নিশ্চিত হবে
iii. সম্পদের সুষম বণ্টন হবে
চিত্রে “?” চিহ্ন দ্বারা কোন বিয়ষটি ইঙ্গিত করা হয়েছে?
আইনের শাসন বিদ্যমান থাকলে—
i. সরকার স্বেচ্ছাচারিতার সুযোগ পায়
ii. নাগরিকগণ নিজ সুবিধাগুলো ভোগ করতে পারে
iii. সরকারি কর্মচারীবৃন্দ দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্যবোধ করে
দরিদ্রের সাহায্য পাবার অধিকার কোন ধরনের অধিকার?
সাম্য বলতে কী বোঝায়?
হিটলার কোন দেশের একনায়ক ছিলেন?
"The Spirit of Laws" গ্রন্থটি কে রচনা করেন?
" ও আমার বাংলা না তোর ঋণের সুধায় , হৃদয় আমার যায় জুড়িয়ে "
"মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সর্বত্র সে শৃংখলাবদ্ধ " উক্তিটি কার?
রাষ্ট্রীয় নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে নাগরিকদের সম্পৃক্ত করা যায় কীভাবে?
কোনো নেতার বক্তব্য দ্বারা জনগণ ভীষণভাবে অনুপ্রাণিত ও ভাবাবেগ তাড়িত হলে, উক্ত নেতৃত্বকে বলা হয়—
জাতিসংঘের কোন পরিষদ মানবাধিকার অনুমোদন করে?
কর্তব্যের দাবি কীসের সীমা নির্ধারিত করে?
বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি?
উদ্দীপকের মালিক সমিতি কোন ধরনের সংগঠনের প্রতিনিধিত্ব করে?
উক্ত সংগঠনটি সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে—
i. সরকারের গণবিরোধী নীতি নিয়ন্ত্রণ করে
ii. সরকারকে সুপরামর্শ দিয়ে
iii. সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে
‘Demos’ শব্দের অর্থ কী?
বাংলাদেশের আইন সভার নাম কী?
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
সরকারের অঙ্গ কয়টি?
চিত্রে উল্লিখিত 'ক' রাষ্ট্রের সাথে সংগতিপূর্ণ কোনটি?
চিত্রে উল্লিখিত 'ক' রাষ্ট্র এবং 'থ' রাষ্ট্রের সরকার ব্যবস্থার পার্থক্য হলো—
i. ক্ষমতা ও কর্তৃত্ব
ii. সাংবিধানের প্রভৃতি
iii. সরকারের দায়িত্বশীলতা
? চিহ্নিত স্থানে কোনটি বসবে?
উক্ত সরকার ব্যবস্থার সুবিধা হলো—
i. দায়িত্বশীলতা ও জনাবদিহিতা
ii. নাগরিক সচেতনতা বিকাশে সাহায্য করে
iii. ক্ষমতা স্বতন্ত্রীকরণের সুফল ভোগ করা যায়
উদ্দীপকে জনাব সাদিয়া ফজুন নেছাকে নিয়োগদানকারী বিভাগ কোনটি?
উদ্দীপকে বিভাগটির উক্ত কাজের ফলে রাষ্ট্রদ্বয়ের মধ্যে-
i. কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা যাবে
ii. বাণিজ্যিক চুক্তি সম্পাদন করা যাবে
iii. প্রতিরক্ষা বাহিনী গঠন করা যাবে