ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ করা যায় না কারণ-
i. সরকারের কাজগুলো পৃথক নয়
ii. অঙ্গসমূহের অসহযোগিতা বাড়ে
iii. সম্পূর্ণ পৃথকীকরণ বাঞ্ছনীয় নয়
নিচের কোনটি সঠিক?
তথ্য অধিকার আইনের কত নম্বর ধারা অনুসারে নাগরিকের তথ্য লাভে অধিকার রয়েছে?
কোনো জাতির রাজনৈতিক সংস্কৃতি বলতে বোঝায় তার—
i. মূল্যবোধ
ii. দৃষ্টিভঙ্গি
iii. জাতীয় ক্ষমতা
জনমত বলতে বুঝায়?
এক জাতি, এক দেশ, এক নেতা'- কোন সরকার ব্যবস্থার আদর্শ-
উক্ত আইনটি পাস হয় কখন?
উক্ত আইন যথাযথ কার্যকর হলে
i. নাগরিক অধিকার নিশ্চিত হবে
ii. জবাবদিহিতা নিশ্চিত হবে
iii. নাগরিকদের সচেতনতা বাড়বে
সুষ্ঠু জনমত গঠনে কোনটি অপরিহার্য?
বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার বাধা কোনটি?
রাজনৈতিক দলের কাজ হলো-
i. সরকার গঠন করা
ii. সরকারের সমালোচনা করা
iii. দলীয় স্বার্থ রক্ষা করা
নিচের কোনটি রাজনৈতিক সাম্যের উদাহরণ?
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
"সার্বভৌম শাসকের আদেশই আইন”- উক্তিটি কার?
'?' চিহ্নিত স্থানে কী বসবে?
উক্ত বিষয়টি ছাড়া নিচের কোন ধরনের সরকার ব্যবস্থা অসম্ভব?
সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধান একই ব্যক্তি হয় কোন ধরনের সরকার ব্যবস্থায়?
'Law' শব্দটি এসেছে কোন শব্দ থেকে?
আইনের অনুশাসন বলতে বোঝায়—
i. কেউই আইনের ঊর্ধ্বে নয়
ii. বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না
iii. সবাই আইনের চোখে সমান
নিচের কোনটি স্বাধীনতাকে অর্থবহ করে?
গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধি পেলে জনগণ-
i. অধিকার সচেতন হবে
ii. কর্তব্য সচেতন হবে
iii. অধিক সংখ্যক রাজনৈতিক দল গঠন করবে
Civitas শব্দের অর্থ কী?
পৌরনীতি ও সুশাসন পাঠ করা প্রয়োজন কারণ—
i. দেশপ্রেম বৃদ্ধি করে
ii. রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায়
iii. দক্ষ শ্রমশক্তি তৈরি হয়
পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির সম্পর্ক গভীর কারণ-
কোনো রাষ্ট্রে প্রতিষ্ঠায় সবচেয়ে কোনটি বেশি ভূমিকা পালন করতে পারে?
অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে-
i. আইনের শাসন প্রতিষ্ঠিত হয়
ii.দুর্নীতি দূর হয়
iii. বিনিয়োগ বৃদ্ধি পায়
ই-গভর্ন্যান্সের পূর্ণরূপ নিচের কোনটি?
মিঃ আসিফকে বাধা প্রধান করায় তাঁর কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?
আমলাতন্ত্রের বৈশিষ্ট্য হলো—
i. স্থায়িত্ব
ii. বেতনভিত্তিক
iii. স্বজনপ্রীতি
“জাতীয়তা একটি মানসিক সত্তা, এটি এক প্রকার সজীব * মানসিকতা”- এটি কে বলেছেন?
নিচের কোনটি জাতি গঠনের জন্য অপরিহার্য?
দেশপ্রেম বলতে বোঝায়—
i. নিজ দেশের জন্য গর্ববোধ করা
ii. জাতীয় সম্পদের অপচয় না করা
iii. অন্য জাতিকে ছোট মনে করা
মিঃ ডেভিড কোন ধরনের নেতৃত্বের উদাহরণ?
মিঃ স্যাংমার নেতৃত্ব-
i. সুশাসনের জন্য সহায়
ii. স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক
iii. কর্তৃত্বমূলক
মৌলিক মানবাধিকার ঘোষণা করে-
মানবাধিকারের স্বীকৃতিদাতা প্রতিষ্ঠান কোনটি?
জাতির মধ্যে কোন চেতনা প্রবল থাকে?
উদ্দীপকে উল্লিখিত মালেকা বেগম কোন সাম্য থেকে বঞ্চিত হচ্ছিল?
শেখ হাসিনার সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের কারণে মালেকা বেগম ভোগ করবে-
আমলতন্ত্রকে জবাবদিহি করে সুশাসন প্রতিষ্ঠায় করণীয়-
i. আমলাদের বেতন বৃদ্ধি করা
ii. আমলাদের জবাবদিহিতা নিশ্চিত করা
iii. আমলারা শাসক নয় বরং সেবক
যে সরকার কাঠামোতে সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে ডাকে কোন ধরনের সরকার কাঠামো বলে?
আইনসভার প্রথম ও প্রধান কাজ কোনটি?
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
উদ্দীপকে কোন আইনের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে?
উদ্দীপকে উল্লিখিত আইন জনগণের জন্য নিশ্চিত করবে-
i. প্রত্যেক কর্তৃপক্ষের গৃহ সিদ্ধান্ত, কার্যক্রম সংক্রান্ত তথ্য
ii. কর্তৃপক্ষের নীতি ও সিদ্ধান্তসমূহ
iii. কর্তৃপক্ষের সকল নিয়ম-কানুন, আইন অধাদেশ ইত্যাদির তালিকা
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনাকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
নিচের কোনটি সুশাসনের বৈশিষ্ট্য?
সমাজে মানুষের কাজের ভালো-মন্দ বিচারের মানদণ্ড কোনটি?
আইনের সর্বাপেক্ষা বিজ্ঞানসম্মত সংজ্ঞা কে দিয়েছেন?
উদ্দীপকে মি. জাভেদের কাজটি কিসের প্রতিবন্ধক?
উদ্দীপকে আদালতের মাধ্যমে জনাব সুজনের সম্পত্তি ফিরে পাওয়ার বিষয়টি ইঙ্গিত করে—
i. আইনের শাসনের
ii. বিচার বিভাগের স্বাধীনতা
iii. সরকারের জবাবদিহিতা