ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ করা যায় না কারণ-
i. সরকারের কাজগুলো পৃথক নয়
ii. অঙ্গসমূহের অসহযোগিতা বাড়ে
iii. সম্পূর্ণ পৃথকীকরণ বাঞ্ছনীয় নয়
নিচের কোনটি সঠিক?
কোনো জাতির রাজনৈতিক সংস্কৃতি বলতে বোঝায় তার—
i. মূল্যবোধ
ii. দৃষ্টিভঙ্গি
iii. জাতীয় ক্ষমতা
উক্ত আইন যথাযথ কার্যকর হলে
i. নাগরিক অধিকার নিশ্চিত হবে
ii. জবাবদিহিতা নিশ্চিত হবে
iii. নাগরিকদের সচেতনতা বাড়বে
রাজনৈতিক দলের কাজ হলো-
i. সরকার গঠন করা
ii. সরকারের সমালোচনা করা
iii. দলীয় স্বার্থ রক্ষা করা
আইনের অনুশাসন বলতে বোঝায়—
i. কেউই আইনের ঊর্ধ্বে নয়
ii. বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না
iii. সবাই আইনের চোখে সমান
গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধি পেলে জনগণ-
i. অধিকার সচেতন হবে
ii. কর্তব্য সচেতন হবে
iii. অধিক সংখ্যক রাজনৈতিক দল গঠন করবে
পৌরনীতি ও সুশাসন পাঠ করা প্রয়োজন কারণ—
i. দেশপ্রেম বৃদ্ধি করে
ii. রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায়
iii. দক্ষ শ্রমশক্তি তৈরি হয়
অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে-
i. আইনের শাসন প্রতিষ্ঠিত হয়
ii.দুর্নীতি দূর হয়
iii. বিনিয়োগ বৃদ্ধি পায়
আমলাতন্ত্রের বৈশিষ্ট্য হলো—
i. স্থায়িত্ব
ii. বেতনভিত্তিক
iii. স্বজনপ্রীতি
দেশপ্রেম বলতে বোঝায়—
i. নিজ দেশের জন্য গর্ববোধ করা
ii. জাতীয় সম্পদের অপচয় না করা
iii. অন্য জাতিকে ছোট মনে করা
মিঃ স্যাংমার নেতৃত্ব-
i. সুশাসনের জন্য সহায়
ii. স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক
iii. কর্তৃত্বমূলক
আমলতন্ত্রকে জবাবদিহি করে সুশাসন প্রতিষ্ঠায় করণীয়-
i. আমলাদের বেতন বৃদ্ধি করা
ii. আমলাদের জবাবদিহিতা নিশ্চিত করা
iii. আমলারা শাসক নয় বরং সেবক
উদ্দীপকে উল্লিখিত আইন জনগণের জন্য নিশ্চিত করবে-
i. প্রত্যেক কর্তৃপক্ষের গৃহ সিদ্ধান্ত, কার্যক্রম সংক্রান্ত তথ্য
ii. কর্তৃপক্ষের নীতি ও সিদ্ধান্তসমূহ
iii. কর্তৃপক্ষের সকল নিয়ম-কানুন, আইন অধাদেশ ইত্যাদির তালিকা
উদ্দীপকে আদালতের মাধ্যমে জনাব সুজনের সম্পত্তি ফিরে পাওয়ার বিষয়টি ইঙ্গিত করে—
i. আইনের শাসনের
ii. বিচার বিভাগের স্বাধীনতা
iii. সরকারের জবাবদিহিতা