সাধারণত খাজনাকে কয় ভাগে ভাগ করা হয়?
নিচের কোনটি অর্থনৈতিক খাজনার সূত্র?
স্বল্পকালে মানুষের তৈরি কোনো বস্তুর যোগান স্থির অবস্থায় চাহিদা বৃদ্ধিতে যে বাড়তি দাম পাওয়া যায় তাকে কী বলে?
'নিম খাজনা হলো মোট আয় থেকে মোট পরিবর্তনীয় ব্যয়ের বিয়োগফল'- সংজ্ঞাটি কোন অর্থনীতিবিদের?
নিম খাজনা ধারণা কোন অর্থনীতিবিদ প্রবর্তন করেন?
কেবল ভূমি ব্যবহারের জন্য কোন খাজনা দেওয়া হয়?
নিম খাজনা বের করার সূত্র কোনটি?
সীমাবদ্ধ যোগানবিশিষ্ট জমি, বাড়ি বা অন্য কোনো সম্পদ ব্যবহারের জন্য তার মালিককে যে অর্থ প্রদান করা হয় তাকে কী বলে?
একজন ব্যক্তির মোট খাজনা ১০০ টাকা, এর মধ্যে মজুরি ২০, সুদ ২০, কর ২০ এবং মুনাফা ২০ টাকা থাকে, তবে নিট খাজনা কত?
কোন খাজনা হিসাব করা সহজ?
কোন খাজনা হিসাব করার সময় জটিলতা থাকতে পারে?
'অর্থনৈতিক বাজনার' সাথে নিচের কোনটি সম্পর্কিত?
কোন ধরনের খাজনাকে 'অর্থনৈতিক খাজনা' বলে?
নিম খাজনা বের করার সূত্র হলো-
1. মোট আয় - মোট পরিবর্তনীয় ব্যয়
ii. গড় আয় – গড় পরিবর্তন ব্যয়
iii. মোট আয় – মোট ব্যয়
নিচের কোনটি সঠিক?
নিম খাজনা হলো-
i AR-AVC
ii TRiii. TR-TVCনিচের কোনটি সঠিক?
iii. TR-TVC
আধুনিক অর্থে খাজনা সৃষ্টি হতে পারে-
i.মূলধন থেকে
ii. শ্রম থেকে
iii. সংগঠন থেকে
মার্শালের মতে, শুধু জমি নয় উদ্বৃত্ত আয় সৃষ্টি হতে পারে-
1. যন্ত্রপাতি থেকে
ii. দালানকোঠা থেকে
iii. মূলধনী দ্রব্য থেকে
মোট খাজনার মধ্যে অন্তর্ভুক্ত থাকে-
i. মূলধনের সুদ
ii. শ্রমের মজুরি
iii. ঝুঁকি বহনের মুনাফা
অর্থনৈতিক খাজনা বৃদ্ধি পাওয়ার কারণ হলো-
i. জনসংখ্যা বৃদ্ধি
ii. খাদ্যের চাহিদা বৃদ্ধি
iii. ভূমির উর্বরতা বৃদ্ধি
কোন ধারণার সাথে পরিবর্তনশীল ব্যয় সম্পর্কিত?
যন্ত্রপাতির যোগানের সীমাবদ্ধতা কীরূপ?
কোনটির যোগান স্বল্পকাল ও দীর্ঘকাল উভয় সময়েই সম্পূর্ণ অস্থিতিস্থাপক?
নিম খাজনা কোন ধরনের ধারণা?
নিম খাজনা ধারণাটি কোন ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ?
সরকার কোনো কারণে খাজনা বাজেয়াপ্ত করলে উপকরণের যোগান কেমন থাকে?
অপরিবর্তনীয় ফার্মের উপাদানকে কী বলে?
ঘরবাড়ি, যন্ত্রপাতি প্রভৃতির আয়কে কোন খাজনা বলা হয়?
স্বল্পকালে মানবসৃষ্ট উপকরণ থেকে উদ্ভব হয়-
কোন খাজনার পরিমাণ প্রধানত নির্ভর করে চাহিদার ওপর?
ফার্মের মোট আয় থেকে মোট পরিবর্তনীয় খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে কী বলে?
নিম খাজনা সম্পর্কে বলা হয়-
i. স্বল্পকালীন ধারণা
ii. TR-TVC
iii. AR-AVC
নিম খাজনার অপর নাম হলো-
i. উপ খাজনা
ii. নিট খাজনা
iii. আধা খাজনা
'Progress and Poverty' গ্রন্থের লেখক কে?
অনুপার্জিত আয় ধারণাটি সর্বপ্রথম কোন অর্থনীতিবিদ প্রকাশ করেন?
উপজেলা শহরকে পৌরসভা ঘোষণা করা হলে এলাকার ভূমির মালিকরা সহজেই কোন আয় করবে?
অনুপার্জিত আয় সৃষ্টি হলে মূলত কাদের আয় বৃদ্ধি পায়?
বিনিয়োগ ছাড়া ভূমির মূল্য বৃদ্ধিকে কী বলে?
'ক' ব্যক্তির জমির পাশ দিয়ে কাঁচা রাস্তাটি পাকা হয়েছে। 'ক' ব্যক্তির কোন প্রকারের আয় হবে?
বাংলাদেশে কোন সময়ে থানাগুলো উপজেলায় উন্নীত করায় ভূমির মূল্য কয়েকগুণ বৃদ্ধি পেয়েছিল?
সামাজিক অগ্রগতির সাথে দ্রব্যসামগ্রীর মূল্য বৃদ্ধি পেলে তাকে কী বলা হয়?
অনুপার্জিত আয় সৃষ্টি হয় কোনটির কারণে?
"সমাজের অগ্রগতি বিশেষ বৃদ্ধির ফলে দ্রব্যসামগ্রীর যে মূল্য বৃদ্ধি পায় তাকে অনুপার্জিত আয় বলে।" উক্তিটি কোন অর্থনীতিবিদের?
অনুপার্জিত আয় সৃষ্টির কারণ হলো-
ii. সরকারি উন্নয়ন প্রকল্প
iii. প্রাকৃতিক কারণ
জমির দাম বৃদ্ধি পাওয়ার কারণ হলো-
i. নতুন এলাকায় শহর গড়ে ওঠা
ii. জমিতে পলি পড়া
iii. শিল্পের স্থানীয়করণ
১ম শ্রেণির জমির খাজনা কত টাকা?
খাজনাবিহীন জমি কোনটি?
বশির ভূমির মালিককে কোন খাজনা প্রদান করেন?
বশির ভূমির মালিককে খাজনা দেওয়ার কারণ হলো-
i . ভূমির অবস্থানগত পার্থক্যের কারণে
ii. প্রান্তিক কৃষক বলে
iii. ভূমির অস্থিতিস্থাপকতার কারণে
২য় শ্রেণির জমির খাজনা কত?
৩য় শ্রেণির জমি খাজনাবিহীন,
i. উক্ত জমিটি প্রান্তিক জমি
ii. আয় ও উৎপাদন ব্যয় সমান
iii. উর্বরাশক্তি বেশি