বর্তমানে সর্ববৃহৎ আত্মনির্ভর দ্রুত বিকাশমান ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা হিসেবে বিশ্বে প্রতিষ্ঠা লাভ করেছে কোন প্রতিষ্ঠান?
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন কোন সালে পাস হয়?
কোন প্রতিষ্ঠানের সনদ ব্যতীত কোনো প্রতিষ্ঠান ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করতে পারে না?
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ফেব্রুয়ারি ২০১২ পর্যন্ত কতগুলো প্রতিষ্ঠানকে সনদ প্রদান করেছে?
প্রশিকা আনুষ্ঠানিকভাবে কবে প্রতিষ্ঠিত হয়?
প্রশিকার পুরো নাম কোনটি?
প্রশিকার কার্যক্রম প্রথম কোথায় শুরু হয়?
দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো দরিদ্র জনগোষ্ঠীর জন্য কী করেছে?
বাংলাদেশে মূলত কার নির্দেশনা ও পরিচালনায় ব্র্যাকের সাংগঠনিক কাঠামো গড়ে উঠেছে?
'কেয়ার'র কার্যক্রম শুরু হয় কখন?
কেয়ার অর্থসংস্থান করে মূলত কোথা হতে?
এনজিও এর কাজ হলো-
i. জনস্বার্থ উন্নয়ন
ii. মুনাফা অর্জন
iii. দারিদ্র্য বিমোচন
নিচের কোনটি সঠিক?
এদেশে এনজিওগুলো যেসব স্বাস্থ্য কার্যক্রমে জড়িত সেগুলো হলো-
i. গর্ভবতী মা'দের পরামর্শ
ii. স্বল্পমূল্যে স্যানিটারি পায়খানা সরবরাহ
iii. স্বাস্থ্যকর্মীদের বস্তুগত সাহায্য দান
ব্র্যাকের শিক্ষাপদ্ধতি হলো-
i. উদ্ভাবনিমূলক
ii. কিছুটা ব্যতিক্রমধর্মী
iii. গতানুগতিক ও বৈচিত্র্যহীন
প্রশিকা দুই ভাগে বিভক্ত হয়, সেগুলো হলো-
i. কুমিল্লা প্রশিকা উন্নয়ন কেন্দ্র
ii. গাজীপুর প্রশিকা উন্নয়ন কেন্দ্র
iii. ঢাকা ভিত্তিক প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র
রাহুল, আসিফ ও বাপ্পী কোন ধরনের সংগঠন গড়ে তুলেছে?
এরূপ কারবারের অসুবিধা হলো-
i. সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব
ii. স্থায়িত্ব কম
iii. হস্তান্তরযোগ্য
জনাব 'ক' এর প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন?
জনাব 'ক' এর প্রতিষ্ঠানের অসুবিধা হলো-
i. স্থায়িত্ব কম
ii. সীমিত দায়িত্ব
iii. অদক্ষ অংশীদার
উদ্দীপকে উল্লিখিত 'X' কী ধরনের সংগঠন?
এরূপ সংগঠনের ক্ষেত্রে-
i. ব্যবসায়ের তথ্য গোপন থাকে
ii. জনগণের পূর্ণ আস্থা থাকে
iii. গণতান্ত্রিক পরিচালনা
উদ্দীপকে কোন ধরনের সংগঠনের কথা বলা হয়েছে?
এ ধরনের সংগঠনের ক্ষেত্রে
i. কাজের প্রতি আগ্রহ থাকে
ii. দালাল, ফড়িয়াদের দৌরাত্ম্যের অবসান ঘটে
iii. পর্যাপ্ত মূলধনের যোগান দেওয়া যায়
বন্ধুরা যে সংগঠন তৈরি করেছেন তা কোন ধরনের?
মূলধন সরবরাহ না করেও কোনো ব্যক্তি অংশীদারি ব্যবসায়ে সদস্য হতে হলে কীসের প্রয়োজন?
i. দক্ষতা
ii. সুনাম
iii. অংশীদারদের সম্মতি
অর্থনীতির ভাষায় মাসুক মিয়াকে কী বলা হয়?
মাসুক মিয়ার কাজ হলো-
1. ঝুঁকি বহন
11. মুনাফা অর্জন
iii. কাঁচামালের যোগান দেয়া
'ক' কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান?
'ক' ও 'খ' ব্যবসা প্রতিষ্ঠানের পার্থক্য যথাক্রমে-
i. ন্যূনতম সদস্য ০২ ও ০৭ জন
ii. পর্যাপ্ত ও অপার্যাপ্ত মূলধন
iii. স্থায়িত্ব কম ও বেশি
উৎপাদন প্রক্রিয়ায় বাদশা মিয়ার ভূমিকা কী নির্দেশ করে?
বাদশা মিয়ার মতো উদোক্তাদের ব্যবসায়ে স্বনির্ভর হতে হলে-
i. পরিকল্পনা প্রণয়ন করতে হবে
ii. ঝুঁকি গ্রহণ করতে হবে
iii. আয় বণ্টন করতে হবে
মি. 'X' কে বলা হয়-
মি. 'X' এর কাজ হলো-
i. মুনাফা অর্জন
ii. ঝুঁকি বহন
iii. জন কল্যাণ
উল্লিখিত কাজগুলো ব্যবস্থাপকের কী ধরনের কাজ?
অনুচ্ছেদের আলোকে মিসেস জান্নাতকে বলা যায়-
i. সংগঠক
ii. উদ্যোক্তা
iii. ব্যবস্থাপক
অর্থনীতির পরিভাষায় জলিল একজন-
সংগঠন-
i. অস্থায়ী প্রতিষ্ঠান
ii. স্থায়ী প্রতিষ্ঠান
iii. সংগঠন ও সংগঠক উভয়ই স্থায়ী প্রতিষ্ঠান
মি. অমলের কারবার কোন ধরনের?
উদ্দীপকের আলোকে মি. অমলের মূলধন বৃদ্ধির কারণ কী?
i. সঞ্চয়ের সামর্থ্য
ii. সঞ্চয়ের ইচ্ছা
iii. অতিরিক্ত ভোেগ ব্যয়
রহিম, করিম ও জব্বার যে কারবার করে তাকে কী বলে?
রহিম, করিম ও জব্বার-এর ব্যবসায় সুবিধা হলো -
i. শেয়ার হস্তান্তর
ii. ঝুঁকি বণ্টন •
iii. করের সুবিধা
তিন বান্ধবী প্রথমে কোন ধরনের ব্যবসায় গঠন করেছিল?
তিন বান্ধবী পরবর্তীতে যে প্রতিষ্ঠান গড়ল তার বৈশিষ্ট্য হলো-
i. স্বায়িত্ব কম
ii. আইন দ্বারা সৃষ্ট হবে
iii. শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করবে
বর্তমানে আবির ও আরিফের ব্যবসায়টি কোন ধরনের সংগঠন?
তাদের পূর্বের ব্যবসায়ে সফলতা না পাওয়ার কারণ
i. জনগণের বিশ্বাসের অভাব
ii. ঋণের সুযোগ না থাকা
iii. উভয়ের ওপরই দায়-দেনার ভার থাকা
তিতাস গ্যাসের মুনাফা কোথায় জমা করা হবে?
এরূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বরূপ নির্ভর করে-
i. সরকারি নীতিমালা অনুসারে
ii. সমবায় আইন অনুসারে
iii. সরকারি আইন অনুসারে
উদ্দীপকের সংগঠনটি কোন ধরনের?