কোনটি একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র?
ফেরিওয়ালা ও ভ্রাম্যমাণ দোকান কোন ব্যবসায়ের অন্তর্ভুক্ত হওয়া বাঞ্ছনীয়?
একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব কার ওপর নির্ভরশীল?
কোন কারবারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়?
নিজস্ব ব্যবস্থাপনা কোন ব্যবসায় সংগঠনের বৈশিষ্ট্য?
একমালিকানা ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
একমালিকানা ব্যবসায়ের যেকোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয় কেন?
একমালিকানা কারবারের অসুবিধা কোনটি?
কোন কারবার দীর্ঘস্থায়ী হয় না?
কোন কারবারের ব্যবসায়ের নিয়ম কৌশল হিসাবপত্র সবকিছু গোপনীয় থাকে?
কোন কারবারের হিসাব 'Single Entry' পদ্ধতিতে রাখা হয়?
কোন কারবারের সম্পদের অবচয় কম হয়?
কোন কারবারে ভুল সিদ্ধান্ত হলে কারবারি দেউলিয়া হয়ে যায়?
বিভিন্ন প্রকার ব্যবসায় সংগঠন গড়ে ওঠে-
i. মালিকানাগত কারণে
ii. বৈশিষ্ট্যগত কারণে
iii. আয়তনগত কারণে
নিচের কোনটি সঠিক?
একমালিকানা কারবারে মূলধন সংগ্রহ করা হয়-
i. নিজস্ব তহবিল থেকে
ii. শেয়ার বিক্রি করে
iii. ব্যাংক ঋণ নিয়ে
একমালিকানা কারবারের বৈশিষ্ট্য হলো-
i. গোপনীয়তা
ii. অসীম দায়
iii. একক ঝুঁকি
অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কী?
কোন কারবারের স্থায়িত্ব অনিশ্চিত?
নিচের কোনটি অংশীদারি কারবারের ভিত্তি?
২ জন থেকে ২০ সদস্য থাকে কোন কারবারে?
ব্যাংকিং অংশীদারি কারবারে সর্বোচ্চ কতজন অংশীদার থাকতে পারে?
অংশীদারি কারবারের দায় কেমন?
মি. মিজান ও মি. শাহিন ১,০০,০০০ টাকা মূলধন নিয়ে একটি মুদি দোকান স্থাপন করেন। কারবারটি কোন ধরনের?
সকল অংশীদার কর্তৃক স্বাক্ষরিত দলীলকে কী বলা হয়?
অংশীদারি কারবারে চুক্তিতে ব্যবসায়ের লাভ-লোকসান বণ্টনের অনুপাত উল্লেখ না থাকলে মুনাফা বণ্টন হয় কীভাবে?
অংশীদারদের লাভ-লোকসান বণ্টনের অনুপাত উল্লেখ থাকে কোথায়?
লিখিত চুক্তিকে কী বলে?
কীভাবে অংশীদারগণ ব্যবসায়ের সকল সিদ্ধান্ত গ্রহণ করেন?
অংশীদারি ব্যবসায় গঠনের জন্যে নিচের কোনটি অপরিহার্য?
অংশীদারি ব্যবসায়ের আবির্ভাব ঘটার কারণ-
i. মূলধনের যোগান
ii. ব্যক্তিগত সামর্থ্যের সীমাবদ্ধতার অবসান
iii. বৃহদায়তন ব্যবসায়ের সুযোগ-সুবিধা ভোগ
অংশীদার হতে হলে প্রয়োজন-
i. সকল অংশীদারকে অর্থ সরবরাহ করতে হবে
ii. মূলধন সরবরাহ ছাড়াও অংশীদার হওয়া যাবে
iii. প্রাপ্তবয়স্ক ও সুস্থ ব্যক্তি
অংশীদারি কারবারের অসুবিধা হলো-
i. দুর্নীতির আশঙ্কা
ii. পরিচালনার সমস্যা
iii. বাগড়া বিবাদ
যৌথ মূলধনী কারবার কত প্রকার?
যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের প্রধান উৎস কোনটি?
সর্বপ্রথম কোম্পানি আইন কোথায় পাস হয়?
বাংলাদেশে কোন সালের কোম্পানি আইন প্রচলিত রয়েছে?
কৃত্রিম ও স্বাধীন সত্তার অধিকারী ব্যবসায় প্রতিষ্ঠান কোনটি?
যৌথ মূলধনী কারবারে সরবরাহকৃত মূলধনকে কী বলা হয়?
মালিকানা হতে ব্যবস্থাপনা আলাদা কোন ব্যবসায়ের?
যৌথ কারবারের প্রধান সুবিধা কোনটি?
কারা যৌথ মূলধনী কোম্পানি পরিচালনা করে?
কোন ধরনের কারবার শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে?
কোম্পানি নিজ নামে অন্যের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারে কীভাবে?
কোন ব্যবসায়ের ওপর জনগণের আস্থা বেশি?
কোন ব্যবসায় প্রতিষ্ঠানে একসাথে অধিক লোকের কর্মসংস্থান হয়?
যৌথ মূলধনী কারবারের বৈশিষ্ট্য হলো-
i. সীমাবদ্ধ দায়
ii. আইনের দ্বারা সৃষ্ট ও চিরন্তন অস্তিত্ব
iii. ব্যবস্থাপনার পৃথকীকরণ
যৌথ মূলধনী কারবার হলো-
i. প্রাইভেট লিমিটেড কোম্পানি
ii. পাবলিক লিমিটেড কোম্পানি
iii. সমবায় ব্যবসায়
যৌথ মূলধনী কারবার মূলধন সংগ্রহ করে-
i. Subscribed capital থেকে
ii. Paid up capital থেকে
iii. Total capital থেকে
কারা পাবলিক লিমিটেড কোম্পানির মালিক?
পাবলিক লিমিটেড কোম্পানিতে বাধ্যতামূলকভাবে কত জন পরিচালক থাকতে হবে?