দীর্ঘকালীন LTC রেখার আকৃতি কী হয়?
মোট ব্যয় নির্ভর করে-
i. মোট স্থির ব্যয়ের ওপর
ii. মোট পরিবর্তনশীল ব্যয়ের ওপর
iii. মোট গড় ব্যয়ের ওপর
নিচের কোনটি সঠিক?
উৎপাদনকারী উৎপাদিত দ্রব্য সবটুকু বিক্রি করে যে পরিমাণ অর্থ পায় তাকে কী বলে?মোট আয়
ধান মজুত করে ভাদ্র-আশ্বিন মাসে বিক্রি করায় যে উৎপাদন সৃষ্টি হয়, তাকে কী বলে?
উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?
জনাব হামিদ একটি বিস্কুট কারখানা স্থাপন করলেন কিন্তু উৎপাদন শুরু করতে পারেননি। এক্ষেত্রে তার ব্যয় হচ্ছে-
কৃষিতে লাঙলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহারের অর্থনৈতিক কারণ-
i. শ্রমের দক্ষতা বৃদ্ধি করা
ii. উৎপাদন ব্যয় হ্রাস করা
iii. লাঙল ব্যবহার কষ্টসাধ্য
প্রকৃতি প্রদত্ত বস্তুর সাথে অতিরিক্ত উপযোগ সংযোজন করাকে কী বলে?
উপযোগ সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়?
শহরে ময়লা-আবর্জনা হতে বিশেষ প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন হলে, কী ধরনের উপযোগ সৃষ্টি হয়?
রায়হান একজন শিল্প উদ্যোক্তা। একজন সংগঠক হিসেবে তিনি-
i. উৎপাদনের উপাদান সংগ্রহ করেন
ii. সব কাজ তদারকি করেন
iii. দক্ষতার সাথে কারবার পরিচালনা করেন
কোনটি সক্রিয় উপকরণ?
উৎপাদনের উপকরণ হলো-
i. ভূমি
ii. প্রযুক্তি
iii. সংগঠন
প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন রেখার কোন বিন্দুতে ছেদ করে?
উপকরণ-উৎপাদন সম্পর্ক প্রকাশ পায় কোন অপেক্ষক দ্বারা?
মূলধন নিবিড় প্রযুক্তি কৌশল কোনটি?
উৎপাদন ব্যবস্থায় উপকরণ বৃদ্ধির সাথে উৎপাদন কৌশল ও প্রযুক্তিগত পরিবর্তন করা হলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কী হয়?
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি অনুযায়ী প্রান্তিক উৎপাদন রেখা সর্বোচ্চ উৎপাদনের পর এর আকৃতি কেমন হয়?
সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধিতে মোট উৎপাদন রেখা TP ঊর্ধ্বগামী হলে MP কী হবে?
ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন অপেক্ষক হলো-
i. Q=λQ
ii. Q=6Q>3Q>Q
iii. Q = 3λQ
উপকরণ পরিবর্তন করে উৎপাদন কার্যের জন্য উপকরণগুলোর যে ব্যয় হয় তাকে বলে?
মোট ব্যয় SMC < SAC হলে দীর্ঘকালে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক হবে
দীর্ঘকালীন মোট ব্যয় রেখার আকৃতি
1. সরলাকৃতির
ii. বক্র আকৃতির
iii. ডানদিকে ঊর্ধ্বগামী
দীর্ঘকালীন গড় ব্যয় রেখা এনভেলাপ আকৃতির হয়। কারণ
i. উৎপাদনের প্রথম অবস্থা ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন
ii. নির্দিষ্ট স্তরে স্থির মাত্রাগত উৎপাদন
iii. ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন
উদ্দীপক অনুযায়ী ৫ একক শ্রম নিয়োগের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন কত হবে?
কীসের প্রকৃতি অনুযায়ী বাজার ধারণা আলোচনা করা হয়?
ঈদ উপলক্ষে মি. রহিম নরসিংদী থেকে কাপড় কিনে এনে ঢাকায় বিক্রি করেন। এখানে কোন জাতীয় বাজার নির্দেশ করে?
পূর্ণ প্রতিযোগিতার বাজারে দীর্ঘমেয়াদে শিল্প কেমন মুনাফা অর্জন করে?
ক্লোজআপ টুথপেস্ট কোন বাজারের পণ্য?
মুষ্টিমেয় বিক্রেতার বাজার কোনটি?
মনোপসনি বাজার কোন বাজারের বিপরীত অবস্থায় থাকে?
অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য হলো-
i. প্রচুর বিজ্ঞাপন ব্যয়
ii. মুনাফা অর্জনে দলীয় স্বার্থ বিবেচনা
iii. দামের অনমনীয়তা
দুধের বাজার কোন ধরনের?
ঝালমুড়ি বিক্রির এই বিষয়টিকে কোন বাজারের সাথে তুলনা করা যায়?
উদ্দীপক অনুযায়ী মোট আয় কত?
মনোপলি বাজারের ক্ষেত্রে কোনটি সঠিক?
সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী সকল প্রতিষ্ঠানকে একত্রে বলে-
রহমানের জুট মিলে কেউ পাট তৈরি করে, কেউ দড়ি তৈরি করে, আবার কেউ বস্তা তৈরি করে। এই সবগুলো ইউনিট মিলে কী গঠিত হয়?
কীসের ভিত্তিতে বাজারের ধরন ভিন্ন হতে পারে?
অধ্যাপক মার্শাল দ্রব্যের দাম নির্ধারণ প্রক্রিয়া কীসের ভিত্তিতে দেখিয়েছেন?
কোন বাজারে বিক্রেতার ইচ্ছা অনুযায়ী দ্রব্যের যোগান নির্ধারিত হয়?
একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ফার্ম কী ধরনের মুনাফা অর্জন করে?
বিশুদ্ধ অলিগোপলি বাজারে কোন ধরনের দ্রব্য বিক্রি হয়?
'সাবান' কোন বাজারের উদাহরণ?
একই ব্যবস্থাপনায় উৎপাদনের সকল প্লান্টের সমষ্টিকে কী বলে?
সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে কী বলে?
মোট আয় থেকে মোট ব্যয়ের পার্থক্যকে কী বলে?
স্বল্পকালে ফার্ম তার কোন উপাদান পরিবর্তন করতে পারে না?
উদ্দীপকে চাহিদা রেখা কোনটি?
উদ্দীপকে উৎপাদনকারীর মুনাফার পরিমাণ হবে-