HYV Technology এর পূর্ণরূপ কী?
ক্রান্তীয় চিরহরিৎ বনভূমির জেলা কোনটি?
শস্য বহুমুখীকরণের ফলে —
i. মাটির উর্বরতা বৃদ্ধি পায়
ii. খানা সংকটের ঝুঁকি হ্রাস পায়
iii. শ্রমিকদের দক্ষতা হ্রাস পায়
নিচের কোনটি সঠিক ?
উদ্দীপকে উল্লিখিত শিল্পটি কোন ধরনের?
উদ্দীপকে উল্লিখিত শিল্প সম্পর্কিত বক্তাসমূহ—
i. ব্যাংকের টাকা বিনিয়োগকৃত হলে এটি ক্ষুদ্র শিল্পে পরিণত হবে।
ii. শ্রমিক সংখ্যা ২০ জন হলে এটি অতিক্ষুদ্র শিল্পে উন্নীত হবে।
iii. এ শিল্পটিতে দেশজ কাঁচামাল ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
নিচের কোনটি মুদ্রাস্ফীতির গুরুত্বপূর্ণ নির্ধারক?
২০১৫ সালে একটি দেশের দামস্তর ২০ টাকা ছিল। ২০২০ সালে দামস্তর ৪০ টাকা হলে মুদ্রাস্ফীতির হার কত?
মুদ্রাস্ফীতি নির্ণয়ে ব্যবহৃত হয়-
i. সূচক সংখ্যা
ii. দ্রব্যমূল্য
iii. ভিত্তি বছর
উৎপাদন উপকরণের দাম বৃদ্ধি পেলে কোন ধরনের মুদ্রাস্ফীতি ঘটে?
বাংলাদেশের বেশির ভাগ শিল্পে কোন ধরনের পণ্য উৎপাদিত হয়?
বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে চা উৎপাদিত হওয়ার কারণ কোনটি?
দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর আরোপিত কর —
কোনটি উৎপাদনশীল ঋণ?
রাজস্ব বায়ের উদ্দেশ্য হলো—
i. অভ্যন্তরীণ শান্তি-শৃংখলা রক্ষা
ii. অর্থনৈতিক কল্যান
iii. সামাজিক সুরক্ষা
জ্ঞান ও পুঁজিনির্ভর উচ্চ প্রযুক্তিভিত্তিক পরিবেশ বান্ধব গবেষণা নির্ভর শিল্প হলো—
আমদানি বিকল্প শিল্পায়নের সুবিধা হলো—
i. দেশীয় শিল্পের সংরক্ষণ হয়
ii. অভ্যন্তরীণ বাজার প্রসারণ হয়
iii. আমদানির পরিমাণ বৃদ্ধি পায়
মুদ্রাস্ফীতির প্রধান কারণ কী?
মুদ্রাস্ফীতিতে সীমিত আয়ের জনগণের উপর কী প্রভাব পড়ে?
জনসংখ্যা কাঠামোর বয়োঃলিগ দিকগুলো হলো—
i. প্রথম বিবাহে গড় বয়স
ii. পরিবার পরিকল্পনা কর্মসূচি
iii. ভাষাভিত্তিক জনসংখ্যা কটন
জনসংখ্যার নির্ধারক কোনটি ?
কারখানাটি কোন ধরনের শিল্পের অন্তর্গত ?
কারখানাটি স্থাপনের ফলে—
i. কর্মসংস্থান বাড়ছে
ii. বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে
iii. বাণিজ্য ভারসাম্যের উন্নতি হচ্ছে
উদ্দীপকে প্রশ্নবোধক[?] চিহ্নিত স্থানে কোনটি প্রযোজ্য?
উদ্দীপকের ১নং উৎসটি অধিক ভালো কারণ—
i. জাতীয় আয় ও নিয়োগ বৃদ্ধি পায়
ii. পরিশোধিত সুদ দেশের বাইরে যায়
iii. সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে না
বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য কোনটি?
ট্যাক্স হলিডে সুবিধা পান তারা?
বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ-
i. অর্থের যোগান বৃদ্ধি
ii. জনগণের হাতে নগদ অর্থ প্রাপ্তি
iii. উৎপাদন হ্রাস
উদ্দীপকে উল্লিখিত দ্রব্যগুলোর ধরন কোনটি?
'Y' দেশের সরকারের গৃহীত পদক্ষেপসমূহ-
i. শুল্কমুক্ত ও ট্যাক্স হলিডে
ii. আন্তর্জাতিক প্রদর্শনীতে যোগদান না করা
iii. বাজার সার্ভে ও রপ্তানি ঋণ প্রদান করা
'X' প্রযুক্তি হলো—
কৃষিতে 'X' প্রযুক্তি ব্যবহারের ফলে –
i. প্রতিকূল আবহাওয়া প্রতিরোধী শস্য উৎপাদন হয়
ii. বায়োফার্মিং শস্য উৎপাদন হয়
iii. প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানা যায়
ডায়ালাইসিসের খরচ বৃদ্ধিকে বলা হয়—
নাহিন সাহেবের চিন্তিত হওয়ার কারণ-
i. জীবনযাত্রার মান বাড়বে
ii. ক্রয়ক্ষমতা কমবে
iii. সঞ্চয় হ্রাস পাবে
VAT এর পূর্ণরূপ কী?
প্রত্যক্ষ কোনো সুবিধার বিনিময়ে সরকারকে প্রদত্ত অর্থকে কী বলে ?
যে ঋণ জাতীয় উৎপাদন বা সম্পদ বৃদ্ধিতে সহায়তা করে না তা কোন ধরনের ঋণ ?
বেকারত্বের অভিশাপ থেকে মুক্তিতে কোনটি অধিকতর সহায়ক ?
মাইক্রো শিল্পে নিয়োজিত শ্রমিকের সংখ্যা কত?
করিমুন নেছাকে সরকার কীভাবে সাহায্য করেছেন?
সরকারি কার্যক্রমে সরকারের কোন উদ্দেশ্য অর্জিত হয়েছে?
পরোক্ষ করের ভার অন্যের উপর চাপানোর সুযোগ থাকে –
i আশিক
ii. পুরোপুরি
iii. শূন্য
বাংলাদেশের কৃষি কয়টি উপখাত নিয়ে গঠিত?
কোনটি বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য ?
উৎপাদনের প্রকৃতি অনুসারে কৃষি সোনারকে করা শ্রেণিতে বিভক্ত করা যায়?
জীবনধারণোপযোগী কৃষি খামারের প্রধান উদ্দেশ্য হলো-
i. পরিবারের চাহিদা মেটানো
ii. সমাজের চাহিদা মেটা
iii. রপ্তানি চাহিদা মেটানো
আয় কর—
i. নিশ্চিত
ii. প্রগতিশীল
iii. অস্থিতিস্থাপক
পরোক্ষ করের উদাহরণ-
i. ভ্যাট
ii. সম্পদ কর
iii. বাণিজ্য শুল্ক
ধরি, ২০২০ সালে দামস্তর ১২০ এবং ২০১৮ সালে দামস্তর ছিল ১১০। তাহলে মুদ্রাস্ফীতির হার কত?
কৃষির কোন উপখাতের অবদান জিডিপিতে সর্বোচ্চ?
বিজ্ঞানী ডঃ মাকসুদুল আলম জীবন রহস্য উম্মোচন করেন—