যৌন পরিপক্কতা অর্জনের ক্ষেত্রে নিম্নলিখিত গ্রন্থিগুলোর ভূমিকা উল্লেখযোগ্য-
1. পিটুইটারি গ্রন্থির ভূমিকা
ii. এড্রিনাল গ্রন্থির ভূমিকা
iii. যৌন গ্রন্থির ভূমিকা
নিচের কোনটি সঠিক?
অস্বাভাবিক যৌন ক্ষুধাকে কী বলে?
i. সেটিরিয়াসিস
ii. নিমফোমেনিয়া
iii. এক্সোমেগালি
অণ্ডকোষ থেকে নিঃসৃত হরমোন হচ্ছে-
i. এন্ড্রোজেন
ii. টেস্টোস্টেরন
iii. প্রোজেস্টেরন
পুরুষসুলভ লক্ষণের জন্য দায়ী-
i. এসট্রোজেন
ii. এন্ড্রোজেন
iii. টেস্টোস্টেরন
ব্যক্তিকে জরুরী অবস্থা মোকাবিলায় প্রস্তুত করে-
i. এড্রিনাল গ্রন্থি
ii. থাইরয়েড গ্রন্থিস্থ
iii. সমবেদী স্নায়ুতন্ত্র
এড্রিনাল কর্টেক্স হতে ক্ষরিত হরমোনগুলো হচ্ছে-
i. কটিন
ii. কটিসোন
iii. কটিসোল
সন্ধিবাতের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর হরমোন হচ্ছে-
ii. কর্টিসোেল
iii. কর্টিসোন
এড্রিনাল গ্রন্থির অংশগুলো হচ্ছে-
i. এড্রিনাল কর্টেক্স
ii. মধ্যভাগ
iii. এড্রিনাল মেডুলা
এড্রিনাল হরমোনের প্রভাবে-
i. শরীরে তীব্র ভাবানুভূতি সৃষ্টি হয়
ii. তাপ উৎপাদন বেড়ে যায়
iii. রক্তের চাপ বেড়ে যায়
এড্রিনালিন হরমোনের অতিরিক্ত ক্ষরণ হলে-
i. উদ্বেগ বৃদ্ধি পায়
ii. ক্রোধ বেড়ে যায়
iii. অত্যধিক ভয় দেখা যায়
এড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোেন-
ii. কর্টিসোন
iii. কর্টিসোল
থাইমাস গ্রন্থির কাজ-
i. লিম্ফোসাইট তৈরি করা
ii. পরিপাক কাজে সহায়তা কর
iii. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
যে হরমোন রোগটির জন্য দায়ী তার অভাবে-
i. ক্যালসিয়ামের অভাব দেখা যায়
ii. স্নায়ুকোষ অকোজো হয়
iii. ফসফরাসের ঘাটতি হয়
উদ্দীপকে আলোচিত গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন-
i. ইনসুলিন
ii. গ্লুকোজেন
জামান সাহেব যে রোগে আক্রান্ত তা হতে মুক্তি পেতে হলে-
i. রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করতে হবে
ii. ইনসুলিন ইনজেকশন ব্যবহার করতে হবে
iii. নিয়মিত ব্যায়াম করতে হবে