আচরণের জৈবিক ভিত্তি হলো-
i. পরিবেশ
ii. স্নায়ুতন্ত্র
iii. অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ
নিচের কোনটি সঠিক?
অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ যে ধরনের কাজ সম্পন্ন করে-
i. শরীরের বৃদ্ধি সম্পর্কিত
ii. মানসিক বিকাশ সম্পর্কিত
iii. ব্যক্তিত্বের বিকাশ সম্পর্কিত
মানবদেহের রস ক্ষরণকারী গ্রন্থির ভাগগুলো হলো-
i. সনালি রস ক্ষরণকারী গ্রন্থি
ii. অনালি রস ক্ষরণকারী গ্রন্থি
iii. হরমোন গ্রন্থি
বহিঃক্ষরা গ্রন্থি-
ⅰ. লালা গ্রন্থি
ii. ঘর্ম গ্রন্থি
iii. যৌন গ্রন্থি
সনালি গ্রন্থির উদাহরণ হলো-
i. যৌন গ্রন্থি
ii. ঘর্মগ্রন্থি
iii. অশ্রুগ্রন্থি
অন্তঃক্ষরা গ্রন্থিগুলো হলো-
i. থাইরয়েড গ্রন্থি
ii. পিনিয়াল গ্রন্থি
iii. থাইমাস গ্রন্থি
উক্ত হরমোনটি-
i. শরীর বর্ষক হরমোন
ii. মাতৃসুলভ আচরণ প্রকাশ করে
iii. পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত
পিটুইটারি গ্রন্থির অংশগুলো হলো-
i. সম্মুখ অংশ
ii. মধ্য অংশ
iii. পশ্চাৎ অংশ
পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনগুলো হচ্ছে-
i. মেলাটোনিন
ii. লিউটিনাইজিং
iii. ল্যাকটোজেনিক
ফলিকল উদ্দীপক হরমোন সহায়তা করে-
i. ডিম্বাশয়ের ফলিকল গঠনে
ii. পুরুষ জননকোষের পূর্ণতা লাভে
iii. শরীর ও হাড়ের বৃদ্ধিতে
লিউটিনাইজিং হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i. স্ত্রী ডিম্বস্ফুরণে
ii. লিউটিয়াম গঠনে
iii. পুরুষের টেস্টোস্টেরণ ক্ষরণে
এন্টিডিউরেটিক হরমোনের প্রভাবে-
i. পানির অভাব দেখা যায়
ii. শর্করাহীন বহুমূত্র রোগ দেখা দেয়
iii. জরায়ুর সংকোচন-প্রসারণ হয়
পিটুইটারি গ্রন্থি নিজের ক্রিয়া ছাড়াও যে গ্রন্থির ক্রিয়াকেও নিয়ন্ত্রণ করে-
i. এড্রিনাল
ii. থাইরয়েড
iii. যৌন
পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ অংশ হতে নিঃসৃত হরমোন হচ্ছে-
i. এন্টিডিউরেটিক হরমোন
ii. অক্সিটোসিন হরমোন
iii. প্রোলেকটিন হরমোন
যৌন পরিপক্কতা অর্জনের ক্ষেত্রে সম্পর্কিত গ্রন্থি-
i. পিটুইটারি গ্রন্থির ভূমিকা
ii. এড্রিনাল গ্রন্থির ভূমিকা
iii. থাইরয়েড গ্রন্থির ভূমিকা