উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগের উদাহরণ কোনটি?
শিক্ষণের প্রমাণস্বরূপ কোনটি বিবেচ্য?
শারীরিক বৃদ্ধি হচ্ছে-
i. পরিপক্কতা
ii. পরিণমন
iii. বয়ঃবৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
শিক্ষণের উপাদানগুলো হলো-
i. সমস্যা
ii. সংযোগ
iii. প্রেষণা
শ্রেষণার অন্তর্ভুক্ত হলো-
i. ক্ষুধা
ii. তৃষ্ণা
iii. যৌনাকাঙ্ক্ষা
সংযোগের প্রকারভেদ-
i. উদ্দীপক-উদ্দীপক সংযোগ
ii. উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ
iii. প্রতিক্রিয়া প্রতিক্রিয়া সংযোগ
উদ্দীপক-উদ্দীপক সংযোগের উদাহরণ-
i. আগুন ও ধোঁয়া
ii. ব্যাট ও বল
iii. আগুন ও খনিজ তেল
কোন পরিবর্তনটি শিক্ষণের প্রমাণস্বরূপ?
'শিক্ষণের সময় আচরণের পরিবর্তন সুপ্ত থাকে।'- উক্তিটি কার?
কোন দুটি পরস্পর সম্পর্কযুক্ত?
অনুশীলনের ফলে আচরণের পরিবর্তন কীসের সূচক?
কীসের মাধ্যমে শিক্ষণের পরিমাপ করা যায়?
শিক্ষণ কতটুকু হয়েছে তার পরিমাণ নির্ণয় করা যায় কিসের সাহায্যে?
কীসের মাধ্যমে শিক্ষণের প্রকাশ ঘটে?
বিভিন্ন পরীক্ষণের যে পরিমাপ করা হয় তা প্রকৃতপক্ষে কী?
'একজন ছাত্রকে পরিমিত ব্যবধানের অঙ্ক শেখানো হলো। কিন্তু সে কতটুকু শিখেছে তা বোঝা যাবে যখন তাকে পরিমিত ব্যবধান এর একটি অঙ্ক করতে দেওয়া হবে।' এটি দ্বারা ছাত্রের কোন যোগ্যতা প্রকাশ পায়?
কোন ব্যক্তি একটি বিশেষ মুহূর্তে যা করে, তাকে কী বলে?
একজন ছাত্রের শিক্ষণ যাচাইয়ের মাধ্যম হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
শিক্ষণ হলো-
ⅰ. রহিম সাইকেল চালাতে পারে
ii. রাজু সাঁতার কাটতে পারে
iii. সেলিনা সেলাই করতে পারে
কর্মসম্পাদনের পরিমাপ করা যায়-
i. আচরণ
ii. শিক্ষণ
iii. প্রচেষ্টা
কর্মসম্পাদনকে প্রভাবিত করে-
i. প্রেষণা
ii. আবেগ
iii. আগ্রহ
শিক্ষণের প্রকারভেদ-
i. প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে
ii. চিরায়ত সাপেক্ষীকরণ
iii. সহায়ক
কুকুর নিয়ে কোন শিক্ষণের ওপর গবেষণা করেন কে?
কোন শিক্ষণে প্রাণী বলবর্ধকের আগমনের পূর্বে সংকেত পেয়ে থাকে?
কোন শিক্ষণে পরীক্ষণ পাত্রকে সরাসরি উদ্দীপক প্রদান করা হয়?
যে সব আচরণ প্রাণীর প্রয়োজন সাধন করে তাকে কোন শিক্ষণ বলা হয়?
কে সর্বপ্রথম সাপেক্ষীকরণ ধারণাটি দেন?
শিক্ষণ নিয়ে কে মৌলিক গবেষণা করেন?
কে মৌলিক গবেষণার জন্য নোবেল পুরস্কার পান?
কত সালে প্যাভলভ নোবেল পুরস্কার পান?
ক্ষুধার্ত প্রাণীর প্রয়োজন হয় কোন শিক্ষণে?
কোন শিক্ষণে প্রাণীকে যান্ত্রিক পরিবেশে রাখা হয়?
সাপেক্ষীকরণে কয় ধরনের উদ্দীপক আছে?
সাপেক্ষীকরণে মাংসের টুকরাকে কী বলা হয়?
সাপেক্ষীকরণে কয় ধরনের প্রতিক্রিয়া লক্ষ করা যায়?
যে পদ্ধতিতে উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার যোগসূত্র স্থাপন করা হয় তাকে কী বলা হয়?
চিরায়ত সাপেক্ষীকরণে কয়টি প্রধান প্রক্রিয়া সংঘটিত হতে পারে?
সাপেক্ষ উদ্দীপক উপস্থাপন করে, অসাপেক্ষ উদ্দীপক পর্যন্ত বিলম্বিত করলে তাকে কী সাপেক্ষীকরণ বলা হয়?
সাপেক্ষ ও অসাপেক্ষ উদ্দীপক একই সাথে উপস্থাপন করা হলে কোন সাপেক্ষীকরণ ঘটে?
কোন সাপেক্ষীকরণে নির্দিষ্ট সময় পূর্বে সাপেক্ষ উদ্দীপককে সরিয়ে নেওয়া হয়?
মাংসের গুঁড়া ছাড়া লালা নিঃসরণের তিরোধানকে কী বলা হয়?
কোন প্রক্রিয়ায় শুধু ঘণ্টাধ্বনির মাধ্যমে কুকুরের লালা নিঃসরণ হয়?
শিক্ষণের শ্রেণিবিভাগ-
i. চিরায়ত সাপেক্ষীকরণ
ii. সহায়ক শিক্ষণ
iii. জ্ঞানগত শিক্ষণ
কত সালে পূর্ণভাইক 'Animal Learning' এর ওপর মনোগ্রাফ লেখেন?
'Law of effect' প্রণয়ন করেন কে?
থর্নডাইক কত সালে ফল লাভের সূত্র প্রণয়ন করেন?
ফল লাভের সূত্র কে প্রনয়ন করেন?
বিড়াল নিয়ে কোন শিক্ষণের ওপর গবেষণা করেন কে?
কোন শিক্ষণে যান্ত্রিক প্রক্রিয়ার প্রাধান্য বেশি?
সন্তুষ্টি উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগকে শক্তিশালী করে কোন শিক্ষণ?