বৃষ্টিপাত দ্বারা কোন ধরনের বিচূর্ণীভবন সংঘটিত হয়?
i. জৈবিক
ii. যান্ত্রিক
iii. রাসায়নিক
নিচের কোনটি সঠিক?
বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক?
উদ্দীপকের চিত্রটি হলো—
উদ্দীপকের ভূমিরূপটির বৈশিষ্ট্য—
i. প্রাথমিক পর্যায়ে সৃষ্ট
ii. সঞ্চয়ের ফলে সৃষ্ট
iii. কঠিন হতে কোমল শিলাস্তরে প্রবাহিত
মধুপুর ও ভাওয়াল গড়ের বৃক্ষ-
মৌলভীবাজার জেলা কোন বিভাগের অন্তর্গত?
কোনটি দ্বীপ রাষ্ট্র?
৩০° উত্তর অক্ষরেখা ও ৯০° পূর্ব দ্রাঘিমারেখা কোন দেশের উপর দিয়ে অতিক্রম করেছে?
বাণিজ্য সম্পর্কে আলোচনা করা হয় মানবভূগোলের কোন শাখায়?
কৃষি থেকে অকৃষি অঞ্চলে গমনের প্রধান কারণ কোনটি?
পৃথিবীর সর্বদক্ষিণে অবস্থিত মহাদেশের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
বাংলাদেশের অতিরিক্ত জনসংখ্যা দেখা যায় কোন জেলায়?
'ক' বিশ্বের ২য় বৃহত্তম মহাদেশ। এই মহাদেশে রয়েছে—
i. বিশ্বের বৃহত্তম মরুভূমি
ii. দীর্ঘতম নদী
iii. চিরহরিৎ বনভূমি
বিশ্বের জনপ্রিয় পানীয়টি চাষের অনুকূল পরিবেশ কোনটি?
আখ চাষের জন্য কোন ধরনের ভূমি উপযোগী ?
সমতল
মরুময়
পাহাড়ের ঢাল
উপকূলীয়
মাটির গুণাগুণ এর জন্য কোন ফসলটি বাংলাদেশের উত্তরাঞ্চলে ভালো জন্মালেও চট্টগ্রামে ভালো জন্মায় না ?
বাংলাদেশের কোন জেলায় চুনাপাথর পাওয়া যায় ?
বাংলাদেশের অধিক উত্তোলিত শক্তিসম্পদ কোন খাতে সবচেয়ে সর্বোচ্চ ব্যবহৃত হয় ?
বিশ্বের শীর্ষ তরল শক্তি উৎপাদনকারী দেশ কোনটি ?
শিল্প স্থাপনে প্রাকৃতিক নিয়ামক কোনটি ?
নারী ও পুরুষের অনুপাত দেখানোর জন্য ব্যবহৃত পদ্ধতি -
ফেঞ্চুগঞ্জ সার কারখানা কোন জেলায় অবস্থিত ?
উদ্দীপকের 'ক' স্থানে জনসংখ্যার বন্টনের ধরন কোনটি?
উদ্দীপকের 'খ' স্থানে জনসংখ্যা কম হওয়ার কারণ হলো -
i. অনুন্নত যোগাযোগ ব্যবস্থা
ii. অধিক বৃষ্টিপাত
iii. শিল্প প্রতিষ্ঠান
উদ্দীপকে 'খ' ইঙ্গিতকৃত কৃষির ধরন কোনটি?
উদ্দীপকে 'ক' চিহ্নিত উপাদানের ব্যবহার করে উৎপাদিত হয়—
i. তামাক
ii. আখ
iii. ধান
উদ্দীপকে 'ক' ইঙ্গিতকৃত শিল্প কোনটি?
উদ্দীপকের দেশটি 'খ' শিল্পে অনুন্নত, কারণ—
i. গুড় তৈরির প্রবণতা রয়েছে
ii. মূলধন বিনিয়োগে অনীহা
iii. সনাতন পদ্ধতি প্রয়োগ
উদ্দীপকে ইঙ্গিতকৃত 'ক' খনিজ কোনটি?
উদ্দীপকে ইঙ্গিতকৃত 'খ' খনিজের ক্ষেত্রে প্রযোজ্য-
i.শক্তি উৎপাদন করে
ii. কার্বনের পরিমাণ ৩০–৯৯ শতাংশ
iii. গ্রাফাইট এর একটি রূপ
গুরুমন্ডলের পুরুত্ব কত কি.মি.?
মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য-
বায়ুতে অক্সিজেনের হার কত?
নদীর প্রথম পর্যায়ে সৃষ্ট ভূমিরূপ-
দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়?
বায়ুদূষক গ্যাস কোনটি?
গম্বুজ আকৃতির পর্বতের উদাহরণ-
বাংলাদেশের প্লাইস্টোসিন চত্ত্বর হচ্ছে-
i. ভাওয়ালের গড়
ii. সিলেট অববাহিকা
iii. লালমাই পাহাড়
ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত দেশ কোনটি?
মেক্সিকোতে সারা বছর বৃষ্টিপাত হয় কোন স্রোতের প্রভাবে?
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ের গড় উচ্চতা-
অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ হচ্ছে-
i. দাক্ষিণাত্যের মালভূমি
ii. প্রেইরী সমভূমি
iii. হাওয়াই দ্বীপ
ভূমি ক্ষয়ের কারণ-
সমুদ্রে একবার জোয়ারের কয় ঘণ্টা পর পুনরায় জোয়ার সংঘটিত হয়?
গ্রিন হাউজ প্রতিক্রিয়ার প্রভাবে -
i. তাপমাত্রার পরিবর্তন হয়
ii. জীববৈচিত্র্য রক্ষা পায়
iii. রোগব্যাধি বৃদ্ধি পায়
উদ্দীপকে 'ক' চিহ্নিত ভূমিরূপ কোনটি?
উদ্দীপকে 'খ' ও 'গ' ভূমিরূপের বৈশিষ্ট্যে তারতম্য রয়েছে-
i. উচ্চতায়
ii. তাপমাত্রায়
iii. পৃষ্ঠতলে
উদ্দীপকে উল্লিখিত সুমনের ভ্রমণকৃত দেশটির জলবায়ু হলো-
উদ্দীপকে উল্লিখিত দেশ দুটির জলবায়ুর বৈশিষ্ট্যে তারতম্য দেখা যায়-
i. তাপমাত্রায়
ii. বৃষ্টিপাতে
iii. উদ্ভিজ্জে
উদ্দীপকের 'খ' ও 'গ' এর ক্ষেত্রে প্রযোজ্য-
i. তাপমাত্রা বৃদ্ধি পায়
ii. জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে।
iii. জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ