খনিজ উত্তোলনের প্রভাব কোনটি?
পরিমিত মাত্রায় খনিজ উত্তোলন করলে আর্থিক লাভের পাশাপাশি কোনটিতে সহায়ক হয়?
বাংলাদেশে কঠিন শিলা ব্যবহৃত হয়-
i. গৃহ নির্মাণে
ii. কাচ তৈরিতে
iii. ঘূর্ণিঝড় প্রতিরোধে
নিচের কোনটি সঠিক?
বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?
উদ্দপিকে ইঙ্গিতপূর্ণ খনিজ উৎপাদনে শীর্ষ দেশগুলো হলো-
i. অস্ট্রেলিয়া
ii. ব্রাজিল
iii. চীন
তাপস কোন খনিজ বস্তু দেখতে পেল?
'P' চিহ্নিত অঞ্চল হতে কোন দেশ বেশি তেল আমদানি করে থাকে?
নিহাল সব শিল্পের মধ্যে পশম শিল্প গড়ে তুলতে খুব আগ্রহী। এ ক্ষেত্রে নিহালের কোনটি প্রয়োজন?
ঘন লোকবসতিপূর্ণ অঞ্চলে শিল্পজাত দ্রব্যের চাহিদা কেমন থাকে?
শহরের কেন্দ্রস্থল অপেক্ষা পার্শ্ববর্তী অঞ্চলে অধিকাংশ শিল্প গড়ে ওঠে কেন?
শিল্প কেন্দ্রীভূত হওয়ার পর প্রতিকূল অবস্থায় শিল্পের উৎপাদন পূর্ণোদ্যমে চলতে থাকলে তাকে কী বলে?
অনুন্নত অঞ্চলে শিল্পের নিয়ামক হিসেবে ব্যবহৃত হয়-
i. পেশি শক্তি
ii. পশুশক্তি
iii. বায়ু ও কাষ্ঠ
জাপান তথা এশিয়ার সবচেয়ে বড় লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্রের নাম কী?
পিটাসবার্গ অঞ্চলের লৌহ ও ইস্পাত শিল্পে যুক্তরাষ্ট্রের কোন অঞ্চলের কয়লা ব্যবহৃত হয়?
কার্পাস বয়নশিল্পে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি?
বাংলাদেশের শিল্পে অনগ্রসরতার কারণ কোনটি?
সার শিল্পে স্বয়ংসম্পূর্ণতার জন্য বাংলাদেশকে কোন সারের উৎপাদন বাড়াতে হবে?
DAP সার কারখানায় কোন সার উৎপাদন করা হয়?
বাংলাদেশে পোশাক শিল্পের উন্নতির সাথে সাথে কোনটি বৃদ্ধি পেয়েছে?
বাংলাদেশের প্রথম সার কারখানা কোনটি?
স্বাধীনতার পর থেকে ওসমান সাহেব কৃষিভিত্তিক রপ্তানি বাণিজ্যে জড়িত। তিনি কোন শিল্পজাত পণ্য রপ্তানি করেন?
পোশাক শিল্পের বাণিজ্য বৃদ্ধির জন্য সরকার দেশের বিভিন্ন স্থানে কী স্থাপন করেছে?
কেন শীতলক্ষ্যা নদীর তীরে সার কারখানা গড়ে ওঠেছে-
i. প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি
ii. মিঠা পানির সান্নিধ্য
iii. সুষ্ঠু পরিবহন ব্যবস্থা
স্বাধীনতার পরপর এদেশে পাট শিল্পের অনুকূল নিয়ামক ছিল-
ⅰ. আন্তর্জাতিক বাজার
ii. কাঁচামাল
iii. নারী শ্রমিক
বাংলাদেশে কোন শিল্পটি প্রসার লাভ করেনি?
বিশ্বের অন্যতম খাদ্য প্রক্রিয়াজাতকারী দেশ কোনটি?
বস্তু শিল্পে ভারতের ক্ষেত্রে প্রযোজ্য বৈশিষ্ট্য হলো-
i. ভারত বস্ত্র উৎপাদনে বিশ্বে প্রথম
ii. ভারত বস্ত্র রপ্তানিতে বিশ্বে প্রথম
iii. বস্ত্র শিল্পে উন্নতির কারণ ভারতের অভ্যন্তরীণ বিশাল বাজার
শ্রমিক সস্তা হওয়ায় কোন শিল্প বাংলাদেশে দ্রুত প্রসার লাভ করেছে?
প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে কোনটির উন্নয়নে সচেষ্ট হওয়া প্রয়োজন?
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। দেশের এই পূর্বের অবস্থা থেকে বর্তমান অবস্থায় উপনীত হওয়াকে কী বলে?
চিনি ছাড়া এ কারখানায় কী উৎপন্ন হয়?
রূপন্তীর কর্মক্ষেত্রটি ছিল।
i. ঝুঁকিপূর্ণ
ii. অনুন্নত
iii. স্যাঁতস্যাতে
গোলাকার বিশ্বের কোনো কিছুর অবস্থান কীসের মাধ্যমে বর্ণনা করা হয়?
কীসের ভিত্তিতে মানচিত্র অভিক্ষেপ নির্ধারিত হয়?
সরল বেলন অভিক্ষেপের অক্ষ ও দ্রাঘিমারেখাগুলো-
i. সবই সরলরেখা
ii. সমকোণে ছেদ করে
iii. নির্ভুল স্কেলে অঙ্কিত
GIS প্রযুক্তির জন্য উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করে কোন যন্ত্রটি?
বাংলাদেশে GIS উপযুক্ত এর প্রয়োগ ক্ষেত্র কোনটি?
বেলন অভিক্ষেপ সাধারণত কোন ধরনের মানচিত্র অঙ্কনে ব্যবহৃত হয়?
কোন অভিক্ষেপে আলোক রশ্মিগুলো মহাশূন্য থেকে আসে এবং পরস্পরের সমান্তরালে অবস্থান করে?
কোন অভিক্ষেপের সাহায্যে নিরক্ষরেখার কাছে স্বল্প পরিসর স্থানে মানচিত্র নির্ভুলভাবে প্রকাশ করা যায়?
শিক্ষকের বর্ণনাকৃত অভিক্ষেপটির নাম কী?
উদ্দীপক অনুসারে বাংলাদেশের মানচিত্র অঙ্কনে ব্যবহৃত রেখা-
i. অক্ষরেখা
ii. দ্রাঘিমারেখা
iii. সরলরেখা
নিচের কোন ভূমিরূপটি প্লাবন সমভূমিতে দেখা যায় না?
বাংলাদেশের কোন অঞ্চলে ব-দ্বীপ অবস্থিত?
নাতিদীর্ঘ উচ্চভূমি কোনটি?
কোন শক্তির প্রভাবে বিচূর্ণীভবন সম্পাদিত হয়?
জারণ বা অক্সিডেশন কোন ধরনের বিচূর্ণীভবন?
বৃষ্টির পানি ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ভূপৃষ্ঠকে ব্যাপকভাবে ক্ষয় করে-
i. যান্ত্রিক উপায়ে ii. জৈবিক প্রক্রিয়ায়
iii. রাসায়নিক প্রক্রিয়ায়
ভূপৃষ্ঠের পরিবর্তন সাধনকারী প্রাকৃতিক শক্তি সমূহের মধ্যে প্রধানতম ভূমিকা পালন করে কোনটি?
কোন রেখার অবস্থানের কারণে বাংলাদেশে ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে?