উদ্দীপকে ইঙ্গিকৃত শিল্পটির কাঁচামাল ব্যবহৃত হয়-
i. রান্নার কাজে
ii. বিদ্যুৎ উৎপাদনে
iii. যানবাহনে
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকে উল্লিখিত কারখানায় কোন খনিজ ব্যবহার করা হয়?
উদ্দীপকের কারখানায় ব্যবহৃত কাঁচামাল আর কী কাজে ব্যবহার করা হয়?
i. যানবাহনের জ্বালানি হিসেবে
ii. তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে
iii. সৌর বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে
উদ্দীপকের দেশটি শিল্পটির কাঁচামাল কোন দেশ থেকে আমদানি করে?
উদ্দীপকের শিল্পটির ক্ষেত্রে প্রয়োেজ্য –
i. নগরায়ণের মাত্রা তরান্বিত করে
ii. চুনাপাথর এই শিল্পের প্রধান কাঁচামাল
iii. সরকারি পর্যায়ের সহায়তায় এই শিল্পের উৎপাদন বেশি
কর্মরত জনাব করিমের কোম্পানিটি কোন বিভাগে অবস্থিত?
সিহাবের চিনিকলের নাম কী?
বর্তমানে এ শিল্পের উৎপাদন কম হওয়ার কারণ –
উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ শিল্পটি কোন ধরনের?
এ শিল্পে কী ধরনের কাঁচামাল ব্যবহার করা হয়?
উদ্দীপকে আলোচিত পিছিয়ে পড়া দেশটি কোন শিল্পে অধিক প্রসার লাভ করেছে?
অঞ্জনের উল্লিখিত উক্তিটির কারণ –
i পর্যাপ্ত নীতিমালার অভাব
ii. দক্ষ শ্রমিকের অভাব
iii. প্রযুক্তি ও কাঁচামালের অভাব
রুপন্তী কোন শিল্পে জড়িত?
উদ্দীপকের উল্লিখিত জনসংখ্যার অংশটি কোন শিল্পে সর্বোচ্চ অবদান রাখছে ?
সভাপতির বক্তব্যকে কাজে লাগালে দেশের – -
i. সামাজিক অবকাঠামো উন্নত হবে
ii. শিক্ষার হার বৃদ্ধি পাবে
iii. জাতীয় অর্থনীতি শক্তিশালী হবে
রইসুলের দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ কেন?
রইসুলের উক্ত গুণটি সহায়ক হবে |
i. শ্রমিকদের কর্মসংস্থানে
ii. নৈপুণ্য অর্জনে
iii. দক্ষতা বৃদ্ধিতে
আলোর সাহায্যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে বস্তুর অবয়বকে একটি দ্বিমাত্রিক তলের ওপর সঠিকভাবে নিক্ষেপ করাকে কী বলে?
পৃথিবীর অবিকল আকৃতি বোঝানো হয় কোনটি দ্বারা?
পৃথিবীর সমস্ত বৈশিষ্ট্য যথাযথভাবে বিদ্যমান কোনটিতে?
ভূগোলকে অক্ষ ও দ্রাঘিমারেখা দ্বারা সৃষ্ট জালের ন্যায় বিন্যস্ত ছককে কী বলে?
মানচিত্র অভিক্ষেপের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কয়টি?
পরিমিত অক্ষরেখা কোন অভিক্ষেপের বৈশিষ্ট্য?
অঙ্কন পদ্ধতির ওপর ভিত্তি করে অভিক্ষেপকে কয় ভাগে ভাগ করা যায়?
সমতল কাগজে অক্ষ ও দ্রাঘিমারেখার দ্বারা সৃষ্ট জালের মতো বিন্যস্ত ছককে কী বলে?
সরল বেলন অভিক্ষেপের অপর নাম কী?
সমগ্র পৃথিবী বা এর কোনো অংশের মানচিত্র আপেক্ষিক সঠিকতার সাথে অঙ্কন করার জন্য মানচিত্রে কী ব্যবহৃত হয়?
কোন অভিক্ষেপে কোনো আলোকের উৎস থেকে ভূগোলকের ওপর আলোকসম্পাত করে অন্য কোনো বস্তুর ওপর ভূগোলকে প্রতিকৃতি তৈরি করা হয়?
কোন অভিক্ষেপ নিরক্ষীয় অঞ্চলের জন্য উপযোগী?
বেলনের ওপর ভূগোলকের ছায়া প্রতিফলিত করে কোন ধরনের অভিক্ষেপ অঙ্কন করা হয়?
কোন অভিক্ষেপে অক্ষ ও দ্রাঘিমারেখাগুলো পরস্পর সমকোণে ছেদ করে?
কোন অভিক্ষেপের সকল অক্ষাংশে দ্রাঘিমারেখাগুলো সমদূরবর্তী?
সরল শাঙ্কব অভিক্ষেপের দ্রাঘিমারেখা - -
i. সর্বদা সমান
ii. একটি কেন্দ্র হতে বিচ্ছুরিত
iii. অদৃশ্যানুগ
মেরুদেশীয় অভিক্ষেপে মানচিত্র আঁকা সুবিধাজনক -
i. এন্টার্কটিকার
ii. গ্রিনল্যান্ডের
iii . সাইবেরিয়ার
মেরুদেশীয় অভিক্ষেপের -
i. দ্রাঘিমারেখাগুলো সরলরেখা হিসেবে অঙ্কিত
ii. দ্রাঘিমারেখা বরাবর স্কেল ঠিক থাকে
iii. মেরুবিন্দু কেন্দ্র
ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে কী বলে?
"ভূপৃষ্ঠের স্থানের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও উপাত্তের ধরন, সংরক্ষণ, বিশ্লেষণ ও ব্যবস্থাপনা পদ্ধতিই হলো জিআইএস।" কার সংজ্ঞা?
ব্রিটিশ গবেষক John Snow স্থানিক ও অস্থানিক উপাত্তসমূহ মানচিত্রে উপস্থাপনের মাধ্যমে কত সালে জিআইএস-এর সূচনা করেন?
Roger Tomlinson কত সালে কানাডা সরকারের পৃষ্ঠপোষকতায় Canada Geographic Information System (CGIS) প্রতিষ্ঠা করেন?
জিআইএস-এর বহুল ব্যবহৃত সফট্ওয়্যার কোনটি?
কানাডার Federal Department of Forestry and Rural Development কত সালে প্রকৃত অর্থে জিআইএস প্রয়োগ করেন?
কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে GIS ল্যাব চালু করে?
কম্পিউটারভিত্তিক মানচিত্রাঙ্কনের প্রযুক্তি কোনটি?
কয়টি পদ্ধতিতে জিআইএস-এ উপাত্ত সংরক্ষণ করা হয়?
জিআইএস কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে সাধারণত কত প্রকার কার্যপ্রণালি সম্পাদন করে?
'Photo lithography'-এর উন্নয়ন ঘটে কোন শতাব্দীর প্রথম দিকে?
জিআইএস ব্যবহৃত হয়- যিশোর সরকারি সিটি কলেজ।
i. সফট্ওয়্যার বিশ্লেষণের ক্ষেত্রে
ii. ভৌগোলিক উপাত্ত বিশ্লেষণের ক্ষেত্রে
iii. আকাশ থেকে গৃহীত আলোকচিত্র বিশ্লেষণের ক্ষেত্রে
জিআইএস-এর সক্রিয় উপাদান -
i. জিআইএস ব্যবহারকারী
ii. প্রযুক্তিগত বিশেষজ্ঞ
iii. গবেষক
GIS-এর উপাত্ত হতে পারে -
i. স্থানসংক্রান্ত
ii. অস্থানিক
iii. অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সংক্রান্ত