রহিমের পরিবারে জনসংখ্যা বেশি হওয়ার ক্ষেত্রে যেসব প্রভাবক সম্পর্কযুক্ত সেগুলো হলো—
i. শিক্ষার হার কম
ii. দুর্ভিক্ষ
iii. পেশা
নিচের কোনটি সঠিক?
ফসলের হ্রাস-বৃদ্ধি বিশেষভাবে নির্ভরশীল—
i. দিনের স্থায়ীত্বের উপর
ii . সূর্যের স্বল্পতা ও তীব্রতার ওপর
iii. বায়ুপ্রবাহের ওপর
কৃষিকাজে ভূপৃষ্ঠ পানির অন্যতম উৎস হলো –
i. পুকুর
ii. হাওর-বাঁওড়
iii. সাগর
শিক্ষক কৃষিকাজের ভৌগোলিক নিয়ামক সম্পর্কে আলোচনা করেন। তার আলোচনার ক্ষেত্রে গ্রহনযোগ্য-
i. প্রাকৃতিক উপাদান
ii. অর্থনৈতিক উপাদান
iii. সাংস্কৃতিক উপাদান
পৃথিবীর অধিকাংশ ধান উৎপন্ন হয়ে থাকে
i. দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৌসুমি জলবায়ু অঞ্চলে
ii. পূর্ব এশিয়ার মৌসুমি জলবায়ু অঞ্চলে
iii. আফ্রিকায়
চাল আমদানিকারক দেশগুলো হলো —
i. ফিলিপাইন
ii. সৌদি আরব
iii. ইথিওপিয়া
নিরক্ষীয় অঞ্চলে সাধারণত গম চাষ করা হয় না কেন?
i. তাপমাত্রার আধিক্যের কারণে
ii. বৃষ্টিপাতের আধিক্যের কারণে
iii. মৃত্তিকার জৈব পদার্থের ঘাটতির কারণে
গম চাষের জন্য উপযুক্ত মূর্ত্তিকা-
i. কর্দমময় দোআঁশ
ii. লাভা গঠিত
iii. লোয়েস
গম উৎপাদনের জন্য চীনের বিখ্যাত যে অঞ্চল-
i. হোপি
ii. হুনান
iii. সানটুং
i. তাপমাত্রা বেশি
ii. বৃষ্টিপাত বেশি
iii. মৃত্তিকায় জৈব পদার্থের ঘাটতি
সাধারণত গম চাষ করা যায় না-
i. পাহাড়ের খাড়া ঢালে
ii. ধাপ কেটে
iii. সমতল ভূমিতে
আখ উৎপাদনের জন্য মৃত্তিকা প্রয়োজন—
i. বেলে দোআঁশ
ii. কর্দমাক্ত দোআঁশ
iii. জৈব পদার্থ মিশ্রিত দোআঁশ
আখ উৎপাদনের জন্য মৃত্তিকা প্রয়োজন - -
ব্রাজিল পৃথিবীর প্রধান আখ উৎপাদনকারী দেশ। এর যথার্থ কারণ—
i. আর্দ্র ও শুষ্ক ঋতু
ii. উর্বর মৃত্তিকা
iii. সুলভ শ্রমিক