সমুদ্রস্রোতগুলো যেভাবে প্রবাহিত হয়-
i. নিয়ত বায়ুপ্রবাহের অনুসারে
ii. উত্তর গোলার্ধে ডানদিকে বেঁকে
iii. দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে
নিচের কোনটি সঠিক?
যে কারণে সমুদ্রস্রোতের সৃষ্টি হয়
i. পৃথিবীর আবর্তন
ii. বায়ুপ্রবাহ
iii. উষ্ণতার তারতাম্য
সমুদ্রের গভীরতার কারণে পানির উষ্ণতার পার্থক্য ঘটে
i. গভীর সমুদ্রে
ii. অগভীর সমুদ্রে
iii. স্থলভাগ সংলগ্ন সমুদ্রে
নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রের পানিতে লবণাক্ততা কম, কারণ—
i. অতিরিক্ত বৃষ্টিপাত
ii. দীর্ঘস্থায়ী অধিক উষ্ণতা
iii. স্থির বায়ুস্তর
স্থলভাগে বাঁধা পেয়ে যে নতুন স্রোতগুলোর উৎপাত্তি হয়েছে – -
i. বেঙ্গুয়েলা
ii. কানরি
iii. পশ্চিম অস্ট্রেলিয়া
মগ্ন চড়ায় সৃষ্টি হয়—
i. উষ্ণ ও উষ্ণ স্রোতের মিলনে
ii. শীতল ও শীতল স্রোতের মিলনে
iii. উষ্ণ ও শীতল স্রোতের মিলনে
উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে- -
i. উত্তর আমেরিকার পূর্বাংশে ও পশ্চিম ইউরোপে ব্যবসা-বাণিজ্য বেড়েছে
ii. এ অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হয়
iii. সারা বছর জাহাজ এ অঞ্চলগুলোয় চলাচল করে
সুমেরু স্রোতের উৎপত্তির কারণ—
i. মেরুদেশীয় বায়ুর প্রভাব
ii. সুমেরু মহাসাগরের লবণাক্ততা
iii. আটলান্টিক মহাসাগরের গভীরতা
ঝড়, বৃষ্টি ও কুয়াশার উদ্ভব হয়—
i. উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে
ii. শীতল ল্যাব্রাডর স্রোতের কারণে
iii. বেঙ্গুয়েলা স্রোতের সান্নিধ্যে
জোয়ার-ভাটা সংঘটিত হওয়ার কারণ—
i. সূর্যের আকর্ষণ শক্তি
ii. চাঁদের আকর্ষণ শক্তি
iii. মহাকর্ষ শক্তি
চাঁদ, সূর্য ও পৃথিবী সমসূত্রে অবস্থান করে
i. অমাবস্যায়
ii. পূর্ণিমায়
iii. অষ্টমী তিথিতে
জোয়ারের বান সৃষ্টি হওয়ার কারণ হলো-
i. মোহনার কাছে বালির চড়া
ii. নদীর প্রবল স্রোত
iii. ফানেল আকৃতি মোহনা
জোয়ারের ফলে সুবিধা হয়—
i. কৃষি কাজ করা
ii. মৎস্য পালন ও মৎস্য শিকার করা
iii. জলবিদ্যুৎ উৎপাদন করা
জোয়ারের ভাটার প্রভাবে-
i. আবর্জনাসমূহ সাগরে গিয়ে পড়ে
ii. জলবায়ু পরিবর্তন ঘটে
iii. বাণিজ্যে সুবিধা হয়
উক্ত স্রোতের প্রবাহের ফলে
i. দ্বীপের সৃষ্টি হয়
ii. বাণিজ্যের সহায়ক পরিবেশ তৈরি হয়
iii. যাত্রী ও পণ্য পরিবহন সুবিধা হয়
উক্ত স্রোতের প্রবাহে - -
i. শিক্ষার উন্নয়ন হয়
iii. নতুন যোগাযোগ মাধ্যম তৈরি হয়
‘X’ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে—
i. কানাডা
ii. ইংল্যান্ড
iii. নরওয়ে
উদ্দীপকের 'ক' ও 'খ' স্রোতের মিলনস্থলে-
i. ঘন কুয়াশার সৃষ্টি হয়
ii. মৎস্যক্ষেত্র গড়ে ওঠে
iii. মগ্নচড়া সৃষ্টি হয়
B ও C স্রোত দুটির মিলনের ফলে সৃষ্টি হয়—
i. হিমপ্রাচীর
ii. মগ্নচড়া
iii. কুয়াশা ও ঝড় তুফান