পৃথিবীর অধিক ভূমিকম্পপ্রবণ দেশ কোনটি?
ভূমিকম্পের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় কোন দেশে?
ভূমিকম্পের প্রাকৃতিক কারণ কোনটি?
ভূমিকম্পের কারণে কোন দ্বীপটি সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়?
ভূমিকম্পের ব্রহ্মপুত্র নদের ফলে গতিপথ পরিবর্তন হয়ে কোন নদীর সৃষ্টি হয়েছে?
ভূমিকম্পের কেন্দ্রের সোজা ওপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুর নাম কী ?
চ্যুতি সৃষ্টিকালে মধ্যবর্তী ভূভাগ বসে গিয়ে কোন ধরনের উপত্যকা সৃষ্টি করে?
চ্যুতি সৃষ্টিকালে মধ্যবর্তী ভূভাগ ওপরে উত্থিত হয়ে কী সৃষ্টি করে?
১৯৮৮ সালের ৭ ডিসেম্বর কোন দেশে প্রচণ্ড ভূমিকম্পে লক্ষাধিক লোক চাপা পড়ে এবং গৃহহীন হয়ে পড়ে?
প্রশান্ত মহাসাগরীয় প্লেটের কোন সীমানা বরাবর ভূমিকম্প প্রবণতা সবচেয়ে বেশি?
পৃথিবীর অধিকাংশ ভূমিকম্পপ্রবণ কেন্দ্র কোন এলাকায় অবস্থিত?
জাপানে বছরে প্রায় কতটি ভূমিকম্প সংঘটিত হয়?
রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বাধিক তীব্রতা কত?
ভূ-অভ্যন্তরেরর যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে কী বলে?
ভূমিকম্পের সময় কেন্দ্র থেকে তরঙ্গগুলো যতই দূরে অগ্রসর হয় ততই তরঙ্গগুলো কী হয়?
ভূমিকম্পে কোন তরঙ্গটি দীর্ঘতম পথ অতিক্রম করে?
কত সালের ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়?
কোন ভূ-কম্পন তরঙ্গের গতি দ্বারা ভূমিকম্পের কেন্দ্র নির্ণয় করা হয়?
ভূমিকম্পের কেন্দ্র ভূঅভ্যন্তরের কত কি.মি. গভীরে থাকে?
কত সালের ভূমিকম্পে আসামের দিবং নদীর গতি পরিবর্তিত হয়?
১৭৮৭ সালের ভূমিকম্পের ফলে নিচের কোন নদীর গতিপথ পরিবর্তিত হয়?
কোন সালে রিখটার স্কেল আবিষ্কৃত হয়?
প্রযুক্ত চাপ নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করলে শিলার মধ্যে ফাটলের সৃষ্টি হয়—
i. সমান্তরালভাবে
ii. উল্লম্বভাবে
iii. আড়াআড়িভাবে
নিচের কোনটি সঠিক?
ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য ব্যবহার করা হয়
i. মার্সেলি স্কেল ii. রিকটার স্কেল
iii. ভার্নিয়ার স্কেল
ভূমিকম্পের ফলে -
i. সমুদ্রতলের পরিবর্তন হয়
ii. আগ্নেয় দ্বীপের সৃষ্টি হয়
iii. ভূপাত হয়
ভূপৃষ্ঠ ফেটে গিয়ে ভূঅভ্যন্তরস্থ ম্যাগমা ভূপৃষ্ঠে এসে জমাট বেঁধে কী সৃষ্টি করে ?
আগ্নেয়গিরি থেকে নির্গত উত্তপ্ত গলিত পদার্থকে কী বলে?
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূগর্ভস্থ লাভা ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে পর্বতের সৃষ্টি করে। এরূপ সৃষ্ট পর্বতকে কী পর্বত বলে?
অধিকাংশ আগ্নেয়গিরি অবস্থিত কোন মহাসাগরের পশ্চিমে ?
হাওয়াই দ্বীপপুঞ্জ কোন ধরনের পর্বত?
দ্বীপবলয় কোন আগ্নেয়গিরির গিরিখাতের সাথে সম্পৃক্ত?
প্রশান্ত মহাসাগরের বড় দ্বীপগুলো কীসের ফলে সৃষ্টি হয়েছে?
পৃথিবীতে সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা কত?
ভূপৃষ্ঠ সর্বদা তাপ বিকিরণ করে –
i. সরে যাচ্ছে
ii. শীতল হচ্ছে
iii. সঙ্কুচিত হচ্ছে
সুনামি সৃষ্টির ক্ষেত্রে কোনটির ভূমিকা সর্বাধিক?
'সুনামি' কোন ভাষার শব্দ?
সুনামি সৃষ্টির জন্য দায়ী কোনটি?
জাপানি ভাষায় সুনামি কীসের ঢেউ?
কীসের কারণে সৃষ্ট ভূমিকম্প সুনামির জন্য দায়ী?
২০০৪ সালের ২৬ ডিসেম্বর কোন মহাসাগরের তলদেশে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল?
২০০৪ সালের ১৬ ডিসেম্বর ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিতে কোন দেশে প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ নিহত হয়?
আর্দ্র অঞ্চলে দীর্ঘদিন লোহার সামগ্রী খোলা জায়গায় রেখে দিলে নিচের কোন বিচূর্ণীভবন ঘটে?
বিচূর্ণীভবন প্রক্রিয়ায় কোনটির প্রভাব বেশি?
শিলারাশির চূর্ণবিচূর্ণ ও বিশ্লিষ্ট হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
লোহায় মরিচা ধরা কোন ধরনের বিচূর্ণীভবন? -
লৌহ কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিচূর্ণীভূত হয় ?
কোন অঞ্চলে সর্বাধিক যান্ত্রিক বিচূর্ণীভবন সংঘটিত হয়?
মাটির ক্ষয় বেশি হয় কোন অঞ্চলে?
সূর্যতাপের দরুন শিলারাশির উপরের স্তর নিচের স্তর অপেক্ষা অধিক উত্তপ্ত হবার ফলে শিলার মধ্যে কী সৃষ্টি হয়?
প্রস্তর চাঁই বিচ্ছিন্নকরণ দেখা যায় কোন শিলা দ্বারা গঠিত অঞ্চলে?