ঋণাত্মক বঙ্কিমতার ক্ষেত্রে-
i. গণসংখ্যা রেখার ডানদিক উঁচু থাকে
ii. গড় < মধ্যমা < প্রচুরক
iii. গড় > মধ্যমা > প্রচুরক
নিচের কোনটি সঠিক?
কেন্দ্রিয় পরিঘাত হচ্ছে-
i. মূল হতে স্বাধীন কিন্তু মাপনীর ওপর নির্ভরশীল
ii. মূলের ওপর নির্ভরশীল কিন্তু মাপনী হতে স্বাধীন
iii. মূল ও মাপনী হতে স্বাধীন
পরিঘাতের ক্ষেত্রে-
i. মূল হতে নির্ণীত প্রথম অশোধিত পরিঘাত হলো গাণিতিক গড়
ii . দ্বিতীয় কেন্দ্রিয় পরিঘাত ভেদাংকের সমান
iii. এটি মূলের ওপর নির্ভর করে না
পরিঘাতের বৈশিষ্ট্য হলো-
i. পরিঘাত কখনই ঋণাত্মক হয় না
ii. প্রথম কেন্দ্রিয় পরিঘাত শূন্য
iii. দ্বিতীয় কেন্দ্রিয় পরিঘাত ভেদাঙ্কের সমান
পরিঘাতের মান-
i. কখনো ঋণাত্মক হতে পারে না
ii. ঋণাত্মক হতে পারে
iii. ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই হতে পারে
২০২০ সালের শীতকালে কোনো এলাকার এক সপ্তাহের তাপমাত্রা হলো: ১, ২, -১, ০, ১, ১, ১ ডিগ্রী সেলসিয়াস। উক্ত তথ্যের মধ্যক মান নির্ণয়ে অনুপযুক্ত কেন্দ্রিয় প্রবণতার পরিমাণ-i. গাণিতিক গড়ii. জ্যামিতিক গড়iii. তরঙ্গ গড়নিচের কোনটি সঠিক?
একটি গণসংখ্যা নিবেশন সুষম হবে যখন-
i. β1=0
ii. β2= ৩
iii. গড় = মধ্যমা = প্রচুরক
গাণিতিক গড়-i. মূল ও মাপনির উপর নির্ভরশীলii. তথ্যসারির সব মানের উপর নির্ভরশীলiii. চরম মান দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়নিচের কোনটি সঠিক?
মুক্ত শ্রেণিসীমার ক্ষেত্রে যে গড়টি নির্ণয় করা যায় না সেটি হলো-1. গাণিতিক গড় ii. তরঙ্গ গড়iii. মধ্যমানিচের কোনটি সঠিক?
কেন্দ্রিয় প্রবণতা-i. নিবেশনের প্রতিনিধি হিসেবে বিবেচিত হয়ii. বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন উভয় চলকের জন্যই প্রযোজ্যiii. পরিমাপ করা যায় পাঁচ উপায়েনিচের কোনটি ঠিক?
তরঙ্গ গড় -i. তথ্যের সকল মানের ওপর নির্ভরশীলii. বেগ, সময় ইত্যাদির গড় নির্ণয়ে ব্যবহৃত হয়iii. লেখের সাহায্যে এটি নির্ণয় করা যায়নিচের কোনটি সঠিক?
গাণিতিক গড়-i. চরম মান দ্বারা প্রভাবিত হয়ii. গুণবাচক উপাত্তের ক্ষেত্রে নির্ণয় করা যায় iii. নমুনা বিচ্যুতি দ্বারা খুব কম প্রভাবিত হয়নিচের কোনটি সঠিক?
কোন তথ্যসারির অশূন্য মানসমূহের উল্টো মানের গাণিতিক গড়ের উল্টো মানকে ঐ তথ্যসারির বলা হয়-i. তরঙ্গ গড়ii. উল্টানো গড়iii. বিপরীত গড়নিচের কোনটি সঠিক?