মানবাধিকারের মুখপাত্র কোনটি?
মানবাধিকার সুরক্ষিত না হওয়ার কারণ কী?
কোন দেশে মৌলিক অধিকার সংবিধানে সন্নিবেশিত নেই?
মানবাধিকার মানুষের সহজাত' উক্তিটি কার?
'Man is born free' — উক্তিটি কার?
'Natural Right' অর্থ কী?
মানবাধিকার এমন কতগুলো অধিকার যা নাগরিক জীবনের -
i. উন্নয়ন ঘটায়
ii.ব্যাপ্তি ঘটায়
iii.পতন ঘটায়
নিচের কোনটি সঠিক?
মনির মিয়ার কোন অধিকার ক্ষুণ্ণ হয়েছে?
মনির মিয়াকে কোথায় হাজির করা উচিত ছিল?
রুশো কোন দেশের নাগরিক ছিলেন?
কোনটি মানবাধিকার নিশ্চিতকরণে সুশাসনের একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা?
জনগণের দ্বার এবং জনগণের কল্যাণের জন্য যে শাসন তাকে কী বলে?
'মানব পাচার বিরোধী আন্তর্জাতিক কনভেনশন আইন গৃহীত হয় কত সালে?
আন্তর্জাতিক শিশু অধিকার সনদ কত সালে গৃহীত হয়?
মানবাধিকার রক্ষা করতে প্রয়োজন-
i. জনগণের মৌলিক অধিকার পূরণ
ii. রাজনৈতিক অধিকার নিশ্চিতকরণ
iii. সামাজিক অধিকার প্রদান
কোনটি সকল অধিকারের উৎস?
মৌলিক অধিকারের রক্ষক কোনটি?
নিচের কোনটি অধিকারের বৈশিষ্ট্য?
অবকাশ লাভের অধিকার কোন ধরনের অধিকার ?
তানভীর সব সময় উচ্চশব্দে গান শুনে। কারণ সে মনে করে যে, সে স্বাধীন দেশের নাগরিক। যা খুশি তা করাই তার স্বাধীনতা । তানভীরের কার্যকলাপ নিচের কোনটিকে বাধাগ্রস্ত করছে?
অধিকার কাকে বলে?
অধিকার যদি অবাধ হয় তাহলে তা হবে—
কোনটি নাগরিক অধিকার সংরক্ষণ করে?
অধিকার কাদের কল্যাণের জন্য?
নাগরিক অধিকারের রক্ষাকবচ—
i. গণতান্ত্রিক শাসনব্যবস্থা
ii. বিচার বিভাগের স্বাধীনতা
iii. জনসচেতনতা
দরিদ্রদের সাহায্য পাবার অধিকার কোন ধরনের অধিকার?
আইনগত অধিকার কত প্রকার?
অধিকার প্রধানত কত প্রকার?
কোন অধিকার রক্ষা না করলে সামাজিক নিন্দা সহ্য করতে হয়?
সমাজে ছোটদের নিকট হতে বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা লাভের দাবি কোন অধিকারের অন্তর্ভুক্ত?
বিদেশে নিরাপত্তা লাভ করা নাগরিকের কোন ধরনের অধিকার?
সরকারি চাকরি লাভ কোন ধরনের অধিকার?
কোনটি নাগরিকের রাজনৈতিক অধিকার?
অর্থনৈতিক স্বচ্ছতার আশায় লিবিয়ায় গিয়ে এক বাংলাদেশি শ্রমিক সমস্যায় পড়লে বাংলাদেশ দূতাবাসের সাহায্য লাভ করে। এটি নাগরিকের কোন ধরনের অধিকার?
রাফি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে গিয়ে দেখতে পায় ইতোমধ্যে তার ভোট অন্য কেউ দিয়ে চলে গেছে। রাফি কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে?
ভোটদান ও নির্বাচনে প্রার্থী হওয়া কোন ধরনের অধিকার?
লী পিং চীনা গণমাধ্যম কর্মী। সরকারের সমালোচনা করায় সরকার তাকে জেলে পাঠায়। এতে লী পিং-এর যে অধিকারটি ক্ষুণ্ণ হয়েছে-
সখিনা বিবির পরিবার খুবই দরিদ্র। সখিনা বিবির সাহায্য পাওয়ার অধিকার কোন ধরনের অধিকার ?
রহিম কক্সবাজার বেড়াতে গেল। সাগরের অপার সৌন্দর্য তাকে বিমোহিত করল। চলাফেরার এ অধিকার কোন প্রকৃতির অধিকারের মধ্যে পড়ে?
কোন অধিকারের কথা ভেবে অনেক দেশে বেকার ভাতা প্রদান করা হয়?
ভিক্ষুককে ভিক্ষা দেওয়া নাগরিকের কোন অধিকার?
i. নৈতিক
ii. আইনগত
iii. সামাজিক
কোনো ব্যক্তি বেকারত্বের জ্বালায় জ্বললে তার নিকট কোন ধরনের অধিকার অসহায় হয়ে পড়বে?
তথ্য অধিকার নাগরিকের কোন ধরনের অধিকার?
তথ্য অধিকার আইনের উদ্দেশ্য হলো-
i. তথ্যপ্রবাহ অবাধ করা
ii. স্বচ্ছতা আনয়ন করা
iii. দুর্নীতি রোধ করা
বাংলাদেশে তথ্য অধিকার আইনটি কোন সালে প্রণীত হয়?
‘তথ্য অধিকার আইন' অনুযায়ী কতদিনের মধ্যে তথ্য কমিশন গঠন করতে পারে?
তথ্য অধিকার আইনের ফলে নাগরিকগণ সরকারের যে কোনো তথ্য জানতে পারে। এ বিষয়টি দ্বারা সুশাসনের কোন বিষয়টি নিশ্চিত হয়?
তথ্য অধিকার আইনের উদ্দেশ্য হলো—
i. সুশাসন প্রতিষ্ঠা
ii. স্বচ্ছতা প্রতিষ্ঠা
iii. নাগরিক অধিকার নিশ্চিত করা