সমাজ সেবক আবু সাঈদ সাহেব একবার একটি সামাজিক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন— সমাজে মানুষের ব্যক্তিত্ব বিকাশ ও জীবনের পূর্ণতা অর্জনের জন্য একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আর সামগ্রিকভাবে এই বিষয়টিকে শ্রম ও রাষ্ট্রের বিনিময়ে অর্জন এবং সংরক্ষণ করতে হয়। জনাব আবু সাঈদ কোন বিষয়ের ইঙ্গিত দিয়েছেন?
স্বাধীনতার প্রধান রক্ষাকবচ কোনটি?
শিক্ষা লাভের স্বাধীনতা কোন স্বাধীনতার অন্তর্ভুক্ত?
দেশ ও জাতির সব ধরনের উন্নয়নের ভিত্তি হচ্ছে-
স্বাধীনতাকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে?
মানুষের অধিকারবোধ থেকে কোন ধরনের স্বাধীনতার সৃষ্টি?
ধর্মচর্চা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত?
কোনটি সামাজিক স্বাধীনতা?
রাজনৈতিক স্বাধীনতাকে 'গণতন্ত্রের সমর্থক' বলে অভিহিত করেছেন কোন ব্যক্তি?
ভোট দানের অধিকার কোন ধরনের স্বাধীনতা?
'সম্পত্তি ভোগের অধিকার' কোন ধরনের স্বাধীনতা?
ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের নিয়ামক হলো—
বর্তমানে কোন সাম্যের ধারণা প্রায় অচল হয়ে পড়েছে?
'সাম্য বলতে একই ধরনের আচরণ বোঝায় না- উক্তিটি কে করেছেন?
সকলের জন্যে পর্যাপ্ত সুযোগ-সুবিধার ব্যবস্থা করার নাম কী?
সাম্যের নেশা স্বাধীনতার আশাকে ব্যর্থ করেছে— কথাটি কার?
অর্থনৈতিক সাম্য বলতে বোঝায়—
i. সকলের সম্পদ সমান হবে
ii. সকলে ন্যায্য মজুরি পাবে
iii. সকলে যোগ্যতা অনুযায়ী কাজ পাবে
নিচের কোনটি সঠিক?
সাম্য বলতে বোঝায় -
i. সকলের জন্যে সমান সুযোগ
ii. নিজ নিজ দক্ষতা বিকাশের সুযোগ
iii. আইনের চোখে সবাই সমান
মোটর গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালত জনৈক প্রভাবশালী ব্যক্তির জরিমানা করে। এখানে কোন ধরনের সাম্য কার্যকর হয়েছে?
দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য উচ্ছেদ কোন ধরনের সাম্যের উদাহরণ?
সাম্যের রূপ কয়টি?
অবকাশ যাপনের সুযোগ সাম্যের কোন শ্রেণিভুক্ত?
বর্তমানে সাম্যকে কয়ভাগে ভাগ করা হয়?
বেকারত্ব হতে মুক্তি লাভ কোন ধরনের সাম্য?
জাতি-ধর্ম-বর্ণ ও পেশাগত কারণে মানুষে মানুষে যখন কোন পার্থক্য করা হয় না, তখন তাকে কী বলে?
মান্নান সাহেবের পরিবারে কী ধরনের সাম্য প্রতিষ্ঠিত হয়েছে?
এ ধরনের সাম্যের প্রভাবে-
i. মানুষের মধ্যে বিভেদ দূর হয়
ii. সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা পায়
iii. জাতীয় উন্নতি ত্বরান্বিত হয়
'একটি রাষ্ট্রে যত সাম্য থাকবে সে রাষ্ট্রে তত স্বাধীনতা থাকবে— উক্তিটি কার?
'সাম্যের নেশা স্বাধীনতার আশাকে ব্যর্থ করেছে -উক্তিটি কার?
আইন কোনটির পূর্বশর্ত?
'সাম্যের নেশা ও স্বাধীনতার আশাকে ব্যর্থ করেছে'— কে উক্তিটি দিয়েছেন?
আইন ও রাষ্ট্রের সম্পর্ক কেমন?
'যেখানে আইন থাকে না, সেখানে স্বাধীনতা থাকতে পারে না'— উক্তিটিতে কী প্রকাশ পাচ্ছে?
'যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না'- উক্তিটি কার?
১৪৪. 'যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা থাকতে পারে না'- কে বলেছেন?
আইনের অনুশাসন বলতে বোঝায় -
i. কেউই আইনের ঊর্ধ্বে নয়
ii. বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না
iii. সবাই আইনের চোখে সমান
ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিল —
i. সাম্য, স্বাধীনতা ও আইন
ii. আইন, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব
iii. সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব
পরস্পর সহযোগিতাপূর্ণ মনোভাবের মাধ্যমে একে অপরের পরিপূরক হয়ে দেশ ও সমাজের নীতিসমূহ মেনে সার্বিক কল্যাণে উৎসর্গ হওয়াকে কী বলে?
সুযোগের সমতাকে কী বলা হয়?
স্বাধীনতা বাস্তবায়নের জন্যে কীসের প্রয়োজন?
দাস প্রথার বিরোধিতা করে প্রাকৃতিক সাম্যের কথা প্রচার করেছিলেন কোন দার্শনিক?
জাতির উন্নতির মূল চাবিকাঠি কোনটি?
নিচের কোনটি গণতান্ত্রিক মূল্যবোধের সাংবিধানিক উপাদান?
দেশাত্মবোধের অংশ হলো—
i. নিজেকে রাষ্ট্রের অংশীদার মনে না করা
ii. দেশকে রক্ষা
iii. দেশের সম্মানকে বিশ্বের দরবারে সমুন্নত করা
নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে ব্যক্তির সমস্যার সমাধানের পথ বাতলে দেয় কোনটি?
কোনটি নাগরিক অধিকারকে সংরক্ষণ করে?
সুশাসন প্রতিষ্ঠার প্রধান শর্ত কী?
জান্নাতের বাবা দেশের সর্বোচ্চ আদালতের বিচারক তিনি বিচারকার্য সম্পাদনের ক্ষেত্রে সরকারের অন্যান্য বিভাগের প্রভাবমুক্ত। এখানে কোন দিকটি ফুটে ওঠেছে?
এইচ ডি স্টেইন
মূল্যবোধ কী?