সিটিজেন চার্টার-এর বাংলা প্রতিশব্দ কী?
ঐকমত্যে পৌঁছানোর ক্ষেত্রে সহযোগিতা বলতে মূলত কোন ধরনের স্বার্থের ক্ষেত্রে ঐকমত্য হয়ে থাকে?
কার্যকারিতা ও দক্ষতার অর্থ কী?
সুশাসনের মূল চাবিকাঠি কী?
জবাবদিহিতা নিশ্চিত করার জন্যে বর্তমানে নাগরিকগণ কোনটি ব্যবহার করছে?
রুমির দেশে নাগরিকগণের নিকট সেবা পৌঁছানো বা তাদেরকে কোনো সেবা দেয়ার ক্ষেত্রে বেঁধে দেয়া সময়কে গরুত্ব দেওয়া হয়। উক্ত কার্যক্রম সুশাসনের কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে?
পৌরনীতির বিষয়বস্তু ও পরিধির অন্তর্ভুক্ত হলো-
i. নাগরিকতা
ii. অধিকার ও কর্তব্য
iii. সামাজিক ও রাজনৈতিক বিষয়
নিচের কোনটি সঠিক?
সুশাসনের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত হলো—
i স্বচ্ছতা
ii.জবাবদিহিতা
iii.আইনের শাসন
গভর্নেন্সকে সংজ্ঞায়িত করতে গিয়ে বিশ্বব্যাংক যে বিষয়গুলোর ওপর জোর দেয় তা হলো—
i. সামাজিক ও অর্থনৈতিক সম্পদ ব্যবস্থাপনা
ii. জনগণের সুষ্ঠু চাহিদা
iii. ক্ষমতা প্রয়োগ পদ্ধতি
বৃহৎ দৃষ্টিভঙ্গি থেকে পৌরনীতি কোন বিজ্ঞানের অংশ?
প্রাচীনকালে কোথায় নাগরিক ও নগর রাষ্ট্রের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান ছিল?
পৌরনীতি সম্পর্কিত অধ্যয়ন কোথায় শুরু হয়েছিল?
দার্শনিক প্লেটো কোন দেশে জন্মগ্রহণ করেন?
বিখ্যাত 'The Republic' গ্রন্থটি কার লেখা?
'The Politics' গ্রন্থটি কোন দার্শনিকের লিখিত?
ম্যাকিয়াভেলী কোন শতাব্দীতে নগর রাষ্ট্রের স্থলে জাতীয় রাষ্ট্রের ধারণা দেন?
মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে কত সালে পৌরনীতি বিষয়টি প্রথম অন্তর্ভুক্ত হয়?
মনি এমন একটি বিষয় পড়ছিল যার উৎপত্তি এবং এ সম্পর্কিত অধ্যয়ন প্রাচীন গ্রিসে শুরু হয়েছিল। প্রাচীন গ্রিসে এক একটি নগর ছিল এক একটি রাষ্ট্র। মনি কোন বিষয়টি পড়ছিল?
সাদেক সাহেব একজন উপজেলা ইঞ্জিনিয়ার এবং তার কাজের বিবরণী নির্বাহী প্রকৌশলী গ্রহণ করে থাকেন। এখানে সুশাসনের কোন বৈশিষ্ট্যটি প্রতিফলিত হয়েছে?
সুশাসনের দৃষ্টিকোণ থেকে সাম্য কী?
শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন নিরর্থক'—উক্তিটি কার?
সুশাসন বিষয়টির ধারণা প্রথম কার কাছে পাওয়া যায়?
'সর্বোৎকৃষ্ট কল্যাণসাধন রাষ্ট্রের লক্ষ্য'— উক্তিটি ৯৯. পৌরনীতি ও সুশাসনের মৌলিক বিষয়বস্তু কার?
উন্নয়নমূলক গণতন্ত্রের ধারণার উদ্ভবে কার ভূমিকা মুখ্য?
প্রাচীন ভারতীয় পণ্ডিত কৌটিল্য তার 'অর্থশাস্ত্র' নামকগ্রন্থে আইনের শাসন, জনবান্ধব প্রশাসন, যৌক্তিক ও ন্যায়ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এব দুর্নীতিমুক্ত প্রশাসন ইত্যাদির দ্বারা কোন বিষয়ের ইঙ্গিত করেছেন?
পৌরনীতি ও সুশাসন পাঠ করলে—
i. রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়
ii. উদার দৃষ্টিভঙ্গি অর্জন হয়
iii.সুশাসন প্রতিষ্ঠা হয়
বিষয় দুটির ক্ষেত্রে সাদৃশ্য রয়েছে—
i.শাব্দিক অর্থে
ii. বুৎপত্তিগত অর্থে
iii.বিষয়বস্তুর পরিধির দিক থেকে
রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা কী?
নগররাষ্ট্রের স্থলে আধুনিক যুগে কীরূপ রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠেছে?
মানবসম্প্রদায়ের কোন বিষয়টিকে সমাজবিজ্ঞান বিষয়সমূহের প্রধান উপজীব্য বলে গণ্য করা হয়?
কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়?
কোনটি রাষ্ট্রীয় ব্যবস্থার প্রাণ হিসেবে ভূমিকা পালন করে?
রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু অপেক্ষা কেমন?
পৌরনীতি ও সুশাসনের মৌলিক বিষয়বস্তু কোনটি?
Polis শব্দের অর্থ কী?
জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছে কোন যুগে?
জাতীয় রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে ছিলেন?
“ইতিহাস ব্যতীত পৌরনীতি ভিত্তিহীন এবং পৌরনীতি ব্যতীত ইতিহাস মূল্যহীন।” উক্তিটি কার?
ম্যাকিয়েভেলী কোন দেশীয় চিন্তাবিদ
? চিহ্নিত স্থানে কী হবে?
লেখচিত্রে 'অ' ও 'ই' ঘরে অবস্থিত বিষয় দুটির সাদৃশ্যমূলক সম্পর্ক হলো—
i. উভয় শাস্ত্র পরস্পর নির্ভরশীল
ii. উভয় শাস্ত্র একে অপরের অংশ
iii. উভয় শাস্ত্র পরস্পরের পরিপূরক
লোক প্রশাসনের আলোচনা পদ্ধতি -
রাজশাহী সিটি কর্পোরেশন কোন ধরনের প্রতিষ্ঠান?
“রাজনীতি ও প্রশাসন মুদ্রার এপিঠ-ওপিঠ” – এটি কার মত?
সাংবিধানিক পদ সম্পর্কে নিচের কোনটি যৌক্তিক?
কোন স্থানীয় সংস্থার তুমি প্রাথমিক সদস্য?
বৃত্ত '৩' এর '?' চিহ্নিত স্থানে কী বসবে?
উপরের ফাঁকা ঘরটিতে কী বসবে?
কোন অধ্যয়ন শাস্ত্র পৌরনীতি ও সুশাসনের উৎকর্ষ সাধনে ভূমিকা পালন করে?
সর্বপ্রথম অর্থনীতিকে একটি স্বতন্ত্র বিষয়ের মর্যাদা দান করেন-