সোলার হোম সিস্টেম প্রকল্প চালু করা হয় কবে?
সোলার হোম সিস্টেম প্রকল্প কত বছর স্থায়ী হবে?
সৌর প্যানেলের মাধ্যমে কী চালানো যায়?
সোলার হোম প্রকল্পের মাধ্যমে ২০১৫ সালের মধ্যে কত মিলিয়ন গ্রামের মানুষের কাছে সৌর বিদ্যুৎ পৌঁছানো যাবে?
সৌর প্যানেল নেয়ার জন্য ব্যবহারকারীকে কত টাকা দিতে হয়?
সূর্যের আলো রংধনুর কয়টি রঙের মিশ্রণ?
বেশিরভাগ বিদ্যুৎ প্যানেল কত বছর বিদ্যুৎ উৎপন্ন করে?
বাংলাদেশি নাগরিক শুধু বিদ্যুৎ গ্রীডের আওতায় আছে কত ভাগ?
আইপিএস এ বিদ্যুৎক কতবার DC থেকে AC তে রূপান্তরিত করা হয়?
সূর্য রশ্মিকে ফোকাস করে আগুন জ্বালানো যায় কীসের সাহায্যে?
সূর্যকিরণকে ধাতব পদার্থের সাহায্যে প্রতিফলিত করে কী তৈরি হয়?
বর্তমানে কী দ্বারা সৌরকোষ তৈরি করা হচ্ছে
গৃহে পর্যাপ্ত আলো থাকলে
i. স্নায়ুর উপর চাপ কম পড়ে
ii. হৃদপিণ্ডের কাজ স্বাভাবিক থাকে
iii. মানসিক চাপ সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
কৃত্রিম আলোর উৎস
i. হারিকেন
ii. মোমবাতি
iii. কুপি
অপর্যাপ্ত আলোতে কাজ করলে
i. স্নায়ুর ওপর চাপ সৃষ্টি হয়
ii. বিরক্তি আসে
iii. কাল ভালো হয় না
সূর্যের আলো
i. স্যাঁতসেঁতে ভাব দূর করে
ii. দুর্গন্ধ সৃষ্টি করে
iii. রোগজীবাণু ধ্বংস করে
বিদ্যুৎ ব্যবহারের সতর্কতা হলো-
i. ভেজা হাতে বৈদ্যুতিক সরঞ্জাম স্পর্শ না করা
ii. মেরামতের সময় রাবারের স্যান্ডেল পরা
iii. মেরামতের সময় রবারের দস্তানা ব্যবহার করা
গৃহে সঠিকভাবে আলোক ব্যবস্থা করলে
i. এ. বিদ্যুতের অপচয় হয়
ii. গৃহ বিপদমুক্ত থাকে
iii. মন উৎফুল্ল থাকে
কাজের ধরন অনুযায়ী প্রয়োজন-
i. সঠিক আলো
ii. উত্তম আলো
iii. কম আলো
সঠিক পরিমাণ আলো
i. কাজের জন্য আরামদায়ক হয়
ii. নিরাপদ হয়
iii. স্বাভাবিক দৃষ্টিশক্তি রক্ষা করে
বেশি আলোর প্রয়োজন হয়-
i. পড়াশোনা করার ক্ষেত্রে
ii. ধোয়া মোছার কাজে
iii. রান্নার কাজে
অল্প আলোর প্রয়োজন হয়-
1. টিভি দেখতে
ii. গল্প করতে
iii. রান্না করতে
একটি কক্ষে কম ও বেশি ওয়াট দুই ধরনের বাল্ব থাকা উত্তম। ফলে
i. কম আলো ব্যবহার করা যায়
ii. বেশি আলো ব্যবহার করা যায়
iii. বিদ্যুৎ সাশ্রয় হয়
কক্ষের জন্য যে সংবন্ধনী ব্যবহার করা হয় তা আলাদা হয়
i. বাগানের ক্ষেত্রে
ii. বারান্দার ক্ষেত্রে
iii. ছাদের ক্ষেত্রে
হলুদাভ আলো হয়-
i. মোমবাতি ব্যবহারে
ii. হারিকেনের ব্যবহারে
iii. এনার্জি সেভিং বাল্ব ব্যবহারে
কী পরিমাণ আলোর বাল্ব ব্যবহৃত হবে তার ওপর নির্ভর করে
iii. বেশি আলো
ফ্লোরসেন্ট বাল্বের আলো-
i. আরামদায়ক
ii. অধিক আলো প্রদান করে
iii. আলো শীতল হয়
ইনক্যান্ডিসেন্ট বান্ধের ক্ষেত্রে বলা যায়-
i. উষ্ণ হয়
ii. বাল্বের খরচ বেশি
iii. বর্তমানে কম ব্যবহৃত হয়
আলোকিত করার সরঞ্জাম ব্যবহারের বিবেচ্য বিষয় হলো-
i. সহজে পরিষ্কার করা যাবে
ii. দাম সাধ্যের মধ্যে হবে
iii. সহজে লাগানো যাবে
অস্বচ্ছ দ্রব্যে আলো পড়লে-
i. দ্রব্য কিছু রং শোষণ করে
ii. কিছু রং প্রতিফলিত করে
iii. কিছু রং পরিচলন করে
মসৃণ জিনিস হতে প্রতিফলিত আলো
i. উজ্জ্বল হয়
ii. তীক্ষ্ণ হয়
iii. উদ্দীপনা যোগায়
সূর্যের আলো থেকে আমরা পাই-
i. তাপ
ii. আলো
iii. বিকিরণ
সৌরশক্তি ব্যবহূত হয়-
i. বাড়িঘর গরম রাখার জন্য
ii. শস্য সংরক্ষণ করার জন্য
iii. ফসল উৎপাদন করার জন্য
সৌরশক্তি ব্যবহারের সুবিধা হচ্ছে-
i. জ্বালানি তেলের ব্যবহার হ্রাস পায়
ii. পরিবেশ দূষণ রোধ হয়
iii. প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হয়
সৌরকোষ দ্বারা চালানো যায়-
i. ক্যালকুলেটর
ii. রেডিও
iii ঘড়ি
আসমা তার শয়নকক্ষে কোন রং করান?
শিশুদের কক্ষে উল্লিখিত রং-
i. উদ্দীপনা সৃষ্টি করে
ii. গরম অনুভূতি জাগায়
iii. মনে স্নিগ্ধ ভাব আনে
গৃহ নির্মাণ সামগ্রীর বৈশিষ্ট্য জানা সালাম সাহেবের প্রয়োজন ছিল কারণ-
i. গৃহ মজবুত করে গড়ে তোলার জন্য
ii. গৃহের সৌন্দর্য বর্ধনের জন্য
iii. কোন ধরনের সামগ্রী ব্যবহারে গৃহের স্থায়িত্ব বাড়বে জানার জন্য
বাথরুম ও কিচেন ফিটিংস এর লক্ষণীয় বিষয়গুলো-
i. মানসম্পন্ন ফিটিংস ক্রয় করা
ii. ফিটিংস সঠিক জায়গায় স্থাপন
iii. ব্যবহারের সুবিধা
শ্রমিকদল মাটি পুড়িয়ে কী তৈরি করছে?
রুবেলের ক্রয়কৃত উপকরণের মধ্যে রয়েছে-
i. অ্যালুমিনিয়াম অক্সাইড
ii. ফসফরাস পেন্টাঅক্সাইড
iii. সিলিকন অক্সাইড
আরাফাত রহমান মিস্ত্রিকে কোন শ্রেণির ইট ক্রয় করতে বললেন?
রাজমিস্ত্রি কোন শ্রেণির ইট ক্রয় করলেন?
রিপন সাহেব যে পদ্ধতি প্রয়োগ করেন তাকে কী বলে?
উল্লিখিত পদ্ধতির উপকারিতা হলো-
i. কাঠে ঘুণ ধরে না
ii. ওজনে হালকা হয়
iii. কাঠ ফুলে ওঠে
উদ্দীপকে উল্লিখিত ফ্যানটির নাম কী?
উক্ত ফ্যান নিষ্কাশন করে-
i. আবদ্ধ বাতাস
ii. ধুলিপূর্ণ বাতাস
iii. দূষিত বাতাস
রাফিদের বাড়ির দেয়ালে কোন পেইন্ট ব্যবধার করা হয়েছে?
উত্ত পেইন্টটি দেয়ালকে যে সব ক্ষতিকারক থেকে প্রতিরোধ করে তা হলো-
i. শেওলা
ii. ফালাস
iii. লোনা
উদ্দীপকে কোন বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে?