বাথরুমে গরম পানি সরবরাহের জন্য কী ব্যবহৃত হয়?
বসে রান্না করার জন্য চুলার উচ্চতা মেঝে থেকে কতটুকু?
রান্নাঘরে চুলা স্থাপনের জন্য টেবিলের উচ্চতা কতটুকু হয়?
কমোডের ট্রাপ ও নিষ্কাশন পাইপগুলো হলো-
i. পি ট্রাপ
ii. এস ট্রাপ
iii. কিউ ট্রাপ
নিচের কোনটি সঠিক?
আমাদের দেশে প্রচলিত-
i. পাদানিযুক্ত
ii. পাদানিবিহীন
iii. হাতলযুক্ত
বাথটাব পরিষ্কার করা
i. শ্রমসাধ্য
ii. আরামদায়ক
iii. সময় সাপেক্ষ
বাথরুমে ছোট জানালা ব্যবহার করা হয়-
i. বাতাস চলাচলের জন্য
ii. প্রাইভেসি রক্ষার জন্য
iii. মেঝে শুকানোর জন্য
রান্নাঘরের দেয়ালে ৭ পর্যন্ত করা হয়-
i. টাইলস
ii. মোজাইক
iii. সিমেন্ট পালিস
মৌলিক রং কয়টি?
দুটি মৌলিক রং মিশ্রিত করে কোন রং প্রস্তুত করা হয়?
উত্তাপ অনুযায়ী রংকে কয় ভাগে ভাগ করা যায়?
রঙের মাত্রা ও আমেজ অনুযায়ী রং কত প্রকার?
বর্ণচক্রের তিন কোনার বর্ণকে কী বলে?
বর্ণ চক্রের পাশাপাশি তিনটি বা চারটি বর্ণকে কী বর্ণ বলে?
দুটি বিপরীত বর্গের পাশাপাশি রং সমূহকে কী বলে?
Indigo অর্থ কী?
সমস্ত রঙের অভাবে কোন রং উৎপন্ন হয় ?
একটি রঙের সরাসরি বিপরীত বর্ণকে কী বলে?
মানুষের অনুভূতি ও ভাবাবেগের সঙ্গে নিবিড় সংযোগ রয়েছে কীসের?
মনে শক্তি সঞ্চার ও কর্মে উদ্দীপনা যোগায় কোন রং?
যেখানে সূর্যালোক প্রবেশ করে না সেখানে কোন রং ব্যবহৃত হয়?
মনকে সতেজ, স্নিগ্ধ ও নির্মল রাখে কোন রং?
মনকে সরস ও নবীন রাখে কোন রং?
মনে স্নিগ্ধতা আনে কোন রং?
শোক ও বিষাদের প্রতীক কোন রং?
গৃহসজ্জায় কোন রঙের ব্যবহার কম?
কোন রং ব্যবহারে মনকে প্রফুল্ল রাখে?
রান্নাঘরে রঙের ব্যবহার কেমন হবে?
ছোট ঘর আয়তনে বড় দেখানোর জন্য কেমন রং ব্যবহার করতে হবে?
বয়স্ক লোকের ঘর কেমন হবে?
গ্রীষ্মপ্রধান দেশে ঘরের রং কেমন হবে?
কম আলোর ঘরে কোন রং ব্যবহারে উজ্জ্বলতা বৃদ্ধি পায়?
শীতকালে উত্তর দিকের কক্ষসমূহ তুলনামূলকভাবে কী থাকে?
দ্রুত শুকায় কোন পেইন্ট?
শেওলা ফাঙ্গাস ও লোনা প্রতিরোধ করে কোন পেইন্ট?
বাড়ির ভেতর ও বাইরে কোন পেইন্ট ব্যবহৃত হয়?
পানি প্রতিরোধক ও দীর্ঘস্থায়ী পেইন্ট কোনটি?
রাবার পেইন্ট কী দিয়ে তৈরি হয়?
আর্দ্রতা প্রতিরোধ করে কোনটি?
চুনের সাথে বিভিন্ন রং মিশিয়ে কী করা হয়?
সমুদ্র তীরবর্তী অঞ্চলে তৈরি বাড়ির দেয়াল ও লোহার সামগ্রীকে লবণাক্ত অবস্থা থেকে রক্ষা করে কোন পেইন্ট?
পানি ও লোনা প্রতিরোধ করে কোন পেইন্ট?
বহুল প্রচলিত ও সস্তা পেইন্ট কোনটি?
সূর্য রশ্মির রং কী?
কর্মক্ষমতা ও উৎসাহ প্রকাশ পায় কোন রঙে?
পবিত্রতার প্রতীক কোন রং?
মৌনতা ও নিরানন্দের প্রতীক কোন রং?
আরামদায়ক বর্ণ কোনটি?
ঐক্য ও সমতা বাজয় থাকে কোন বর্ণে?
একই রঙের বিভিন্ন মাত্রা বা আমেজ থাকে কোন বর্ণে?