ডি.বি.এল কোম্পানি যা ক্রয় করেছে তার নাম কী?
বাড়ির নকশাতে কয়টি মূল এলাকা থাকে?
কোনটি প্রাকৃতিক আলোর উৎস?
আসবাবপত্র এমনভাবে স্থাপন করতে হবে যেন-
i. সহজে চলাচল করা যায়
ii. আলো বাতাস পাওয়া যায়
iii. ব্যবহারের উপযোগী হয়
নিচের কোনটি সঠিক?
কত সাল অনুসারে ভবনের চারপাশে খোলা রেখে ফ্লোর এরিয়া রাখা বাধ্যতামূলক?
স্থপতিগণ কোন কাগজে বাড়ির নকশা আঁকেন?
কোন ধরনের গৃহ উত্তম?
বাসস্থানের কাছাকাছি সামাজিক সুবিধাগুলো হলো-
i. স্কুল কলেজ
ii. হাসপাতাল
iii. শিল্প কারখানা
মানুষ পরিবার গঠন করে। কারণ মানুষ -
কক্ষে বায়ু চলাচল নির্ভর করে
i. কক্ষের অবস্থানের ওপর
ii. ভেন্টিলেশন ব্যবস্থার ওপর
iii. বৈদ্যুতিক পাখা স্থাপনের ওপর
আবাসস্থল বলতে বোঝায়-
বাসস্থানের এলাকা নির্বাচনের সময় চিন্তা করা উচিত-
i. এলাকার পরিবেশ
ii. ঐ এলাকার বাড়ি ভাড়া
iii. ঐ এলাকার জীবনযাত্রার মান
পরিবারকে কেন্দ্র করে কোনটি গড়ে ওঠে?
আবাসস্থল তৈরির জন্য কোনটি গুরুত্বপূর্ণ?
আবাসস্থল গড়ে তোলার ক্ষেত্রে এলাকা কীরূপ হওয়া উচিত?
প্রত্যেক মানুষ তাদের আশ্রয়স্থলকে কীভাবে গড়ে তুলতে চায়?
বাড়ি ও ফ্ল্যাট নির্মাণে প্রয়োজন কোনটি?
বাড়ির স্থায়ীত্ব নির্ভর করে কোনটির উপর?
বাড়ি বা ফ্ল্যাট তৈরির নির্দিষ্ট কী রয়েছে?
পণ্যের চাহিদা মেটাতে এলাকায় কীসের অবস্থান জেনে নেওয়া জরুরি?
বাড়ির আশেপাশে খোলা জায়গা থাকলে বাড়ির পরিবেশ কীরূপ হয়?
গৃহের সবচেয়ে নির্জন এলাকা কোনটি?
বিনোদন এলাকায় কোন কাজ করা যায়?
প্রতিটি সদস্যের জন্য গৃহে কমপক্ষে কত বর্গফুট আয়তন প্রয়োজন?
মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা কোনটি?
আরামে বসবাসের জন্য প্রত্যেক সদস্যের কোনটি প্রয়োজন?
আবাসন গড়ে উঠে কোনটিকে কেন্দ্র করে?
বসবাসের জন্য আরামদায়ক নয় কোন এলাকা?
কর্মস্থলের কাছাকাছি বাসা হলে কোনটির সুবিধা হয়?
বাড়ি নির্মাণ করা উচিত কোন ভূমিতে?
নিচু জমির মাটি কীরূপ হয়ে থাকে?
মানুষকে জীবন অতিবাহিত করতে হয় কোনটির মধ্য দিয়ে?
আদিম মানুষ পৃথিবীতে এসে প্রথমে কোনটির অভাব অনুভব করল?
গৃহ যাদের সাথে সামাজিকতা রক্ষা করে-
i. বন্ধুবান্ধব
ii. আত্মীয়-স্বজন
iii. প্রতিবেশি
একটি বাসগৃহে আনুগত্য বজায় রাখা যায়-
i. পরস্পরের মধ্যে সম্মানের মাধ্যমে
ii. সততার মাধ্যমে
iii. ঝগড়ার মাধ্যমে
জমি নির্বাচনের বিবেচ্য বিষয় হলো-
i. জমির পরিমাণ
ii. আশেপাশের পরিবেশ
iii. জমির আকৃতি
বাড়ির নকশা পরিকল্পনায় যে মূল এলাকাগুলো নির্বাচন করতে হবে তা হলো-
i.কাজকর্মের এলাকা
ii. বিশ্রাম ও আয়েশ এলাকা
iii. অবসর ও বিনোদন এলাকা
বাড়ির নকশা পরিকল্পনার স্তরগুলো হলো-
i. খসড়া নকশা প্রস্তুতকরণ
ii. সংশোধন ও পরিবর্ধন
iii. চূড়ান্ত নকশা প্রস্তুত
আমাদের আবু রক্ষা করে কোনটি?
বিবেচনা করে বাসগৃহ নির্বাচন করতে হয় কোনটি?
যোগাযোগ ব্যবস্থাকে আরামদায়ক করে কোনটি?
পৌর কর্তৃপক্ষের নিয়ম অনুয়ায়ী ৪ কাঠা জমিতে প্রতি তলায় কত বর্গফুট মেঝেবিশিষ্ট বাড়ি নির্মাণ করা যায়?
পৌর কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী ৩ কাঠা জমিতে প্রতি তলায় কত বর্গফুট মেঝেবিশিষ্ট বাড়ি নির্মাণ করা যায়?
১ কাঠা জমিতে প্রতি তলায় কত বর্গফুট মেঝেবিশিষ্ট বাড়ি নির্মাণ করা যায়?
পৌর কর্তৃপক্ষের নিয়ম অনুয়ায়ী ২ কাঠা জমিতে প্রতি তলায় কত বর্গফুট মেঝেবিশিষ্ট বাড়ি নির্মাণ করা যায়?
জমি নির্বাচন নির্ভর করে-
i. পরিবারের আয়ের উপর
ii. সদস্য সংখ্যার উপর
iii. বুচির উপর
গৃহের দৈনন্দিন জীবনের কাজকর্মের মধ্যে রয়েছে-
i. খাদ্য তৈরি
ii. পড়াশোনা
iii. আরাম আয়েশ
সামাজিকতা যাদের সাথে বন্ধনে আবদ্ধ রাখে-
i. বন্ধু-বান্ধব
ii. কর্মতৎপরতা
iii. নিরাপত্তা
প্রতিবেশীর গুরুত্ব অনস্বীকার্য যেসব দিকে-
i. সামাজিক বন্ধন
ii. নিরাপত্তা
iii. কর্মতৎপরতা
বাসগৃহের কাছাকাছি মনোরম পরিবেশ সৃষ্টি করে-
i. পাহাড়
ii. নদী
iii. বিদ্যালয়