গড় নির্ণয় করুন: ৯,০,৭,৮
কোন মূলধন ৩ বছরে সুদে মূলে ১১,০০০ টাকা হয় এবং সুদ আসলের তিন অষ্টমাংশ হলে সুদের হার কত?
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৫ মিটা, গ্রন্থ ৪ মিটার ও উচ্চতা ৩ মিটার এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে?
একটি বস্তা চাল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ঐ বিক্রেতার ৫% লাভ হতো। এক বস্তা চালের ক্রয়মূল্য কত?
দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪ : ১ ১০ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২: ১। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
চা পাতার উপর শতকরা ১০ টাকা কমালে চা পণ্যের ব্যবহার শতকরা কত হারে বৃদ্ধি করলে সরকার চা পাতা থেকে শতকরা ৮ টাকা বেশি লাভ পাবে?
একজন কলা বিক্রেতার ৫% ফল পচে গেল এবং আরো ৫% ফল পরিবহণের সময় নষ্ট হলো। বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের ওপর তার ২০% লাভ হবে?
(x+y)2 = 64, xy =15 হলে x-y এর মান নির্নয় করুন
চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেল। ১ কেজি চালের পূর্বমূল্য কত?
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৩ গুণ। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
(x+y)2=64, xy= 15 হলে x-y এর মান নির্নয় করুন
একটি শ্রেণীর প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ টি বেঞ্চ খালি থাকে। আবার প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জনকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত?
রহিম সাহেব ব্যাংকে ৫০০০ টাকা জমা রাখলেন। বার্ষিক ১০% হার সুদে ৬ বছরে সুদে আসলে কত টাকা হবে?
একটি দ্রব্য ৩৭৮ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় ৪৫০ টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয়। একটির ক্রয়মূল্য কত?
উৎপাদকে বিশ্লেষণ করুন:
x2+x - (a+1) (a+2)
যদি x-5 a+x=x2-25 হয় তাহলে a এর মান কত?
৪০ মিটার দৈর্ঘ্য এবং ৩০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়ি ভাবে ১.৫ মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত?
কোন শহরের বর্তমান জনসংখ্যা ৮০ লক্ষ। ঐ শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ হলে, ৩ বছরে পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?
যোগফল নির্ণয় করুন:
1a-2 + a+2a2+2a+4
2x-2x=3 হলে x2+1x এর মান কত?