এক কলা ব্যবসায়ী প্রতিটি ৪ টাকা দরে এবং প্রতিটি ২ টাকা দরে সমান সংখ্যক কলা ক্রয় করে প্রতিটি ৫ টাকা দরে সমস্ত কলা বিক্রয় করেন। এতে তার ১০০০ টাকা লাভ হয়। তিনি মোট কতগুলো কলা ক্রয় করেছিলেন?
'ক' এর বর্তমান বয়স এর বয়সের ৯ গুণ। ৯ বছর পর 'ক' এর বয়স 'খ' এর বয়সের ৩ গুণ হবে। বর্তমানে ক ও খ এর বয়স কত?
একটি সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে ঐ সংখ্যাটিই হলে সংখ্যাটি কত?
একটি গরু ১২% ক্ষতিতে বিক্রয় করা হল। গরুটি আরো ১২০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে ৮% লাভ হত। গরুটির ক্রয়মূল্য কত?
x3+6x2y+11xy2+6y3 কে উৎপাদকে বিশ্লেষণ করুন
১২ জন লোক একটি কাজ ৫ দিনে করতে পারে। কাজটি ১৫ জন লোক কত দিনে করতে পারবে?
x=1x=2 হলে, x+1x2 এর মান নির্নয় করুন
২০ মিটার দীর্ঘ একটি কামরায় থেকে কার্পেট নিয়ে ঢাকতে ৭৫০০ টাকা খরচ হয়। কামরাটির গ্রন্থ ৪ মিটার কম হলে ৬০০০ টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত?
টাকায় ১০টি কলা বিক্রয় করলো ৪% ক্ষতি হয়। ২০% লাভ করতে হলে টাকায় কয়টি কলা বিক্রয় করতে হবে?
কোন ভগ্নাংশের লবের সাথে ৭ যোগ করলে ভগ্নাংশটির মান ২ হয় এবং হর থেকে ২ বাদ দিলে ভগ্নাংশটির মান ১ হয়। ভগ্নাংশটি কত?
একজন ফল বিক্রেতা প্রতি কেজি পেয়ারা ১৬০ টাকা হিসেবে ক্রয় করে প্রতি কেজি ১৮০ টাকা দরে বিক্রয় করলে শতকরা লাভ হবে?
যদি (a + b) 5 এবং ab = 6 হলে (a - b)2 এর মান কত?
বার্ষিক ১০% মুনাফায় ৩০০০ টাকা এবং ৮% মুনাফায় ২০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের গুজর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে?
উৎপাদকে বিশ্লেষণ করুন: 2a2-6a-20
পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুন ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ১৬ হলে, সংখ্যা দুটি নির্ণয় করুন
বিয়োগ করুনঃ ১০০-০.০০১
ভাগ করুন ০.৫১.৫
ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৮:১০ হলে শতকরা লাভের পরিমাণ কত?
একটি কাজ ১০ জন লোক ২০ দিনে করতে পারে। ২০ জন লোকের কাজটি করতে কত দিন সময় লাগবে?