4x2+ax2,6x3-a2x এবং 143x3-a3 এর ল.সা.গু. নির্ণয় করুন।
কয়েক জন শ্রমিক একটি কাজ ১৮ দিনে করে দেবে বলে ঠিক করে। কিন্তু তাদের মধ্যে ৯ জন অনুপস্থিত থাকায় কাজটি ৩৬ দিনে সম্পন্ন হলো। ৩৬ জন শ্রমিক নিযুক্ত হলে কত দিনে কাজটি সম্পন্ন হতো?
x+y =4 হলে x3+y3+12xy এর মান কত ?
সরল করঃ x-yy+zz+x+y-zx+yz+x+z-xx+yy+z
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার ও প্রস্থ ৩০ মিটার। এর বাইরে চতুর্দিকে ১ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
একটি প্যান্ট ও একটি শার্টের মূল্য একত্রে ৫২৫ টাকা । যাদ শার্টের মূল্য ১০% বাড়ে ও প্যান্টের মূল্য ৫% কমে তাহলে শার্ট ও প্যান্টের মূল্য একত্রে থাকে। শার্ট ও প্যান্টের প্রতিটির পূর্বমূল্য কত?
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর। তাদের বয়সের অনুপাত ১০ বছরেআগে ছিল ৭:২ । ১০ বছর পর বয়সের অনুপাত কত হবে?
a3-b3=513 এবং a-b=3 হলে ab এর মান কত?
৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে। ৪ জন পুরুষ ও ১০ জন বালক ঐ কাজটি কতদিনের করতে পারবে।
10, 22, 46, 94............?
১.১, ০.১ এবং ০.০০১১ এর সমষ্টি কত?
দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ , এর গ.সা.গু ১৩, সংখ্যা দুটির ল.সা.গু কত?
একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়, সংখ্যাটি কত?
একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
বৃত্তের ব্যাস চাগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
একটি গোলকের আয়তনের অনুপাত ৮ঃ২৭ তাদের ক্ষেত্রফল অনুপাত কত?
১৪ সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তের পরিধি কত?
বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলা হয়?
60+15-135=?
x2+y2+3=0, ইহা কি একটি ক. বৃত্ত খ. প্যারাবোলা গ. উপবৃত্ত ঘ. গোলক নির্দেশ করো কোনটি সঠিক লিখুন?