একটি স্কুরের ৭০% ছাত্র ফুটবল, ৭৫% ছাত্র হকি এবং ৮০% ছাত্র ক্রিকেট খেলতে পছন্দ করে। প্রত্যেক ছাত্র কমপক্ষে একটি খেলা পছন্দ করে। ঐ স্কুলের শতকরা কতজন ছাত্র তিনটি খেলাই খেলতে পছন্দ করে?
একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরৈর পরিসীমার সমান। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭৫ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট ১১,০২৫ টাকা ব্যয় হয়। ৪০ সে.মি. বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে কয়টি টাইলস লাগবে?
৮০ মিটার দৈর্ঘ্য ও ৬০ মিটার প্রস্থবিশিষ্ট একটি আয়তকার বাগানের ভিতর চারদিকে ৪ মিটার প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গমিটার ৭.২৫ টাকা দরে ঐ পথ বাঁধানোর জন্য কত খরচ হবে?
প্রমাণ করুন যে a+b4−a-b4=8aba2+b2
৩০ জন শ্রমিক ২৫ দিনে একটি বাড়ি তৈরি করতে পারেন। কাজ শুরু করার ১০ দিন পরে খারাপ আবহাওয়ার জন্য ৫দিন কাজ বন্ধ রাখতে হলো। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হলে অতিরিক্ত কত জন শ্রমিকের প্রয়োজন?
Solve the following problems:
Katrina has a wheat business. She purchases wheat from a local wholesaler at particular cost per pound. The price of the wheat at her stores is $3 per pound. Her faulty spring balance reads: 0.9 pounds for a pound. Also, in the festival season, she gives a 10% discount on the wheat. She found that the made neither a profit nor a loss in the festival season. At what price did Katrina purchase the wheat from the wholesaler?
John is 20 years older than Steve. In 10 years, Steve's age will be half that of John's. What is Steve's age?
একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭:২ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৮:৩ হবে। তাদের বর্তমান বয়স কত?
x+2x=3 হলে, x3+8x3 এর মান কত ?
কমলা ও তার যমজ দুই বোনের বয়সের সমষ্টি ২৩ বছর । যমজ বোনদের প্রত্যেকের বয়ষ ৬ বছর হলে, কমলার বয়স কত?
১০০ টাকার ৫০% সমান কত?
একটি দ্রব্যের বিক্রয়মুল্য ৯২ টাকা, এতে বিক্রেতার লাভ হয় ১৫%। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
৬০ ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত?
টাকয় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
ক একটি কাজ ১০ দিনে করতে পারে। খ ঐ কাজটি ১৫ দিনে করতে পারে। তাঁরা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে?
2x2−x−3 এর উৎপাদকে বিশ্লেষণ করুন ।
একজন ফল বিক্রেতা প্রতি হালি কমলা ২৫ টাকায় ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ কত?
একটি সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করে ৪ দিনে গুণ করলে গুনফল ৬০ হয়? সংখ্যাটি কতো?
a2 −6a+1=0 হলে a+1a = ?