p-1p হলে প্রমাণ করুন যে, p2+1p2 =66
উৎপাদকে বিশ্লেষণ করুন: x2+7x+12
সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত?
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী?
০.২২ x ০.০২=?
১২০ ডিগ্রি এর সম্পূরক কোণের মান কত?
সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে?
কোন আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩৮ অংশ হালে আসল ও মুনাফার হার নির্ণয় করুন।
সমাধান করুন: 2x+1y=1
একটি আয়তাকার লোহার টুকরার দৈর্ঘ্য ৮.৮ সে.মি. প্রস্থ ৬.৪ সে.মি. ও উচ্চতা ২.৫ সে.মি.। লোহার টুকরোটিকে ১৫ সে.মি. দৈর্ঘ্য, ৬.২৫ সে.মি. প্রস্থা ও ৪ সে.মি. উচ্চতার আয়তাকার পাত্রে রেখে পানি দ্বারা পূর্ণ করা হলো। লোহা পানির তুলনায় ৭.৫ গুণ ভারী। লোহার টুকরার ওজন নির্ণয় করুন।
দুটি নল দ্বারা চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর ১ম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৬ মিনিট লাগল। প্রত্যেক নল পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
কোন আসলে ৩ বছরে মুনাফা-আসলে ৫,৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩৮ অংশ হলে, আসল ও মুনাফার হার নির্ণয় কর।
একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২, হর ও লব উভয় থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে ১৪ যোগ করলে যোগফল ১ হয়। ভগ্নাংশটি কত?
Solve the following Problem:
The average age of a committee of 8 members is 40 years. A member aged 55 years retired and his place was taken by another number aged 39 years. What will be the average age of the present committee?
The ratio of the salary of A, B & C is 7: 5: 3. If B gets Tk. 222 more than what C gets, then what is the salary of A?
২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। প্রতি বর্গমিটার ২.৭৫ টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত টাকা লাগবে?
২ জন পুরুষ ৩ জন বালকের সমান কাজ করতে পারে। ৪ জন পুরুষ ও ১০ জন বালক একটি কাজ ২১ দিনে করতে পারে। ঐ কাজটি ৬ জন পুরুষ ও ১৫ জন বালক কত দিনে করতে পারবে?
a2 – 1 + 2b - b2
x3 + 6x2y + 11xy2 + 6y3
যদি a4+ a2b2 + b4 = 3 এবং a2 + ab + b2 = 3 হয়, তবে a2 + b2 এর মান কত?