১৮ মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে ৩০ ডিগ্রি কোন উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়ালটির উচ্চতা কত?
কোন পরীক্ষায় ৮০% পরীক্ষার্থী গণিতে ও ৭০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬০% । উভয় বিষয়ে শতকরা কত ফেল করল।
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৯:২। ৫বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ১০:৩ । পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
একটি আয়তাকার বাগানের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা ১০ ফুট বেশি। বাগানটির পরিসীমা ১০০ ফুট হলে বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ১৩ ফুট এবং ভূমি ১২ ফুট । ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেলো যে তার,অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দন্ডায়মান অংশের সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোঁড়া থেকে ১০ ফুট দূরে মাটি স্পর্শ করে। খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করুন।
যদি a=3+2 হয় তবে প্রমান করুন যে, a3 +1a3=183
x2 + x - 20
8a3 + 27b3
a = 3+2 হয়, তবে প্রমাণ কর যে, a31a3=183
রফিক সাহেব পেনশনের টাকা পেয়ে ২০ লক্ষ টাকার তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র কিনলেন। সঞ্চয়পত্রের বার্ষিক মুনাফা ১২% হলে তিনি ১ম কিস্তিতে অর্থ্যাৎ প্রথম ৩ মাস পর তিনি কত মুনাফা পাবেন?
একজন ফল বিক্রেতার ৫% ফল পঁচে গেল এবং ৫% ফল পরিবহনে নষ্ট হলো। বাকী ফল শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর তার ২০% লাভ হবে?
x-1x=3 হলে x4+1x4এর মান কত?
ax2+(a2+1)x+a
x3-21x-20
একটি কাজ করতে ২০০ জন লোকের ২৫ দিন লাগে। কাজটি ২০ দিনে করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে?
উৎপাদকে বিশ্লেষণ করুন: ay +a -y2 - 2y2 - 1
মান নির্ণয় করুন: x + y = 8, x - y = 6হলে x2 + y2এর মান কত?
এক ব্যাক্তি ৪০০ টাকায় আম ক্রয় করে ৫০০ টাকায় বিক্রি করল। তার শতকরা কত লাভ হলো?
কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ সেঃমিঃ এবং প্রস্থ ৫ সেঃমিঃ। একে বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাঁর পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করুন।