একটি প্যাকেটে ৫২০ টি মার্বেল আছে। এতে আর কতগুলো মার্বেল যোগ করলে এগুলো ৩, ৪ অথবা ৬ জন ছাত্রের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়া যাবে?
একটি কামরার পরিসীমা ৪৪ ফুট, ক্ষেত্রফল ১২০ বর্গফুট। কামরাটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্নয় করুন।
বার্ষিক শতকরা ৮ টাকা মুনাফায় ৬২,৫০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করুন।
২১ মিটারদীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থবিশিষ্ট একটি বাগানের বাইরে চারিদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। প্রতি বর্গমিটারে ২.৭৫ টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে?
উৎপাদকে বিশ্লেষণ করুন: 27x4+8xy3
ফাইয়াজ ও আয়াজের কতকগুলো আপেলকুল ছিল। ফাইয়াজের আপেলকুল থেকে আয়াজকে 10 টি আপেলকুল দিলে আয়াজের আপেলকুলের সংখ্যা ফাইয়াজের চেয়ে তিনগুণ হতো। আর আয়াজের আপেলকুল থেকে ফাইয়াজকে 20 টি দিলে ফাইয়াজের আপেলকুলের সংখ্যা আয়াজের সংখ্যার দ্বিগুণ হতো। কার কতগুলো আপেলকুল ছিল?
রমিজ সাহেব ব্যাংকে ৫০০ টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে, আগামী ৬ বছর তিনি ব্যাংকে থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা ১০% হলে, ৬ বছর পর তিনি মুনাফা কত পাবেন? মুনাফা– আসল কত হয়?
10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4 : 1. 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ২ : ১ । পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় কর।
কোনো আসল ৩ বছরে মুনাফা–আসলে ১,৫৭৮ টাকা এবং ৫ বছরে মুনাফা–আসলে ১,৮৩০ টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় কর।
কোনো ভগ্নাংশের লবের সাথে ৭ যোগ করলে ভগ্নাংশটি মান ২ হয় এবং হর থেকে ২ বাদ দিলে ভগ্নাংশটির মান ১ হয়।
উৎপাদকে বিশ্লেষণ করুনঃ a2 −2ab+2b−1
বৃত্ত
ট্রাপিজিয়াম
2x-y=8 এবং x-2y=4 হলে , x+y = কত?
পিতা ও পুত্রের বয়স যথাক্রমে ৪০ বছর এবং ১০ বছর। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
সুমন ১২০ টাকা দিয়ে কয়েকটি কলম কিনল। প্রতিটি কলমের মূল্য ২ টাকা কম হতো তবে সে আরও ২টি কলম বেশি কিনতে পরতো। সে কতগুলো কলম কিনেছিল?
একটি কাজ মনির করতে পারে ৬ দিনে জহির করতে পারে ১২ দিনে। তারা কাজটি শুরু করে এবং কয়েকটির পর কাজটি অসমাপ্ত রেকে মনির চলে যায়। অবশিষ্ট কাজ জহির ৩ দিনে শেষ করে। মোট কতদিন তারা একত্রে কাজটি করেছিল?
2x +2x=3 হলে x2 +1x2 =?
একটি ট্রেন ঢাকা থেকে সকাল ৬ টার সময় ময়মনসিংহের দিকে রওসা হয়ে ১০ টার সময় ময়মনসিংহ পৌছায়। কখন উভয় ট্রেনের পরস্পর সাক্ষা’ হয়?
সামাধান করুন: x3 −3xy2+2y3