দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
x4-x2+1 = 0 হলে x3+1x3=?
একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার ২০% এবং খুচরা বিক্রেতার ২০% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য কত?
a-1a=m হলে দেখান যে, a4+1a4=m4+4m2+2
উৎপাদকে বিশ্লেষণ করুনঃ 27x4 + 8xy3
ট্রাপিজিয়াম
রম্বস
জ্যা
এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্যমূল্যের ৮% কমিশন দিয়েও ১৫% লাভ করে। যে দ্রব্যের ক্রয়মূল্য ২৮০ টাকা তার ধার্যমূল্য কত?
বার্ষিক শতকরা ১০% হারে ১০০০ টাকার ৩ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
12, 1, 2, ধারাটির কোন পদ 82 হবে?
125 (2)2x = 1 হলে x এর মান কত?
একটি ঘড়ি ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য নির্ণয় করুন।
a+1a=4 হলে a4+1a4 এর মান কত?
রিনা মীমের থেকে ১০ বছরের বড়। ৭ বছর পর, রিনার মীমের বয়সের দ্বিগুণ হবে। রিনার বর্তমান বয়স কত?
সমাধান করুন:
5x−3y=9
3x−5y=−1
a+3+1a=0 হলে a3+1a3 এর মান কত?
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৩:১ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫:২ হবে। তাদের বর্তমান বয়স কত?
x+y=5, xy=6, x>y হলে x3−y3 -3 x2+y2 এর মান নির্ণয় করুন ।
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষকোণদ্বয়ের পার্থক্য ৬ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?