কথক অসুস্থতার জন্য অনুপস্থিত । (যৌগিক বাক্য)
কেউ অন্ধের দুঃখ বুঝলো না। (প্রশ্নবাচক বাক্য)
মাতৃভূমিকে সবাই ভালবাসে। (নেতিবাচক বাক্য)
পাখিটি খুবই সুন্দর ( বিস্ময়বাচক বাক্য)
জন্ম হোক যথা তথা , কর্ম হোক ভালো
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান!
তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখ নিজ প্রাণ! তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব-দেউল সকল দেবতার। কেন খুঁজে ফের দেবতা-ঠাকুর মৃত-পুঁথি- কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত- হিয়ার নিভৃত অন্তরালে!
জীবনের একটা প্রত্যক্ষ মূল্যবান উপকরণ হলো হাসি ও আনন্দ । প্রত্যেক কাজে যার আনন্দ তার চেয়ে সুখী আর কেউ নয়। জীবনে যে পুরোপুরি আনন্দ পেতে জানে আমরা তাকে দেখে বিস্মিত হই। কারণ নিত্যকার কাজের ভেতর সে এমন একটা কিছুর সন্ধান পেয়েছে যা তার নিজের জীবনকে সুন্দর ও শোভন করেছে এবং পরিপার্শ্বসহ আরও দশজনের জীবনকে আনন্দময় করে তুলেছে। এই যে এমন এক অমূল্য স্ফূর্তি যার ফলে সংসারকে মরুভূমি বলে বোধ না হয়ে পারিজাত কানন বলে মনে হয়, এই বোধের সন্ধান সকলে পায় না – যে পায় সে ভাগ্যবান। এমন আনন্দময় মানুষের সংখ্যা যেখানে বেশি সেখান থেকে পঙ্কিলতা আপনা – আপনি দূরে পালায় । সেখানে প্রেম–পবিত্রতা সর্বদা বিরাজ কর।
বাংলা সাহিত্য চর্যাপদের গুরুত্ব আলোচনা করুন।
বৈষ্ণব পদাবলিগুলোর বিষয়বস্তু ও রচনাকৌশল সম্পর্কে ধারনা দিন।
মাইকেল মধুসূদন দত্তের সনেটের বৈশিষ্ট্য চিহ্নিত করুন।
‘বিষাদ- সিন্ধু’র ঐতিহাসিকতা সম্পর্কে আলোকপাত করুন।
রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি রূপক- সাংকেতিক নাটকের নাম লিখুন।
কাজী নজরুল ইসলামের ‘বিদোহী’ কবিতায় মিথের ব্যবহার প্রসঙ্গে আলোকপাত করুন।
রোকেয়া সাখাওয়াত হোসেনের কর্ম ও রচনায় বেশিষ্ট্য নির্ধারণ করুন।
‘পথের পাঁচালী’ উপন্যাসের ‘বল্লালী বালাই’ অংশটির নামকরণের তাৎপর্য লিখুন।
জসীম উদ্দীনের একটি কাহিনিকাব্যের বৈশিষ্ট্য লিখুন।
ঔপন্যাসিক সৈয়দ ওয়ালীউল্লাহর বিশিষ্টতা নির্দেশ করুন।
শব্দগঠন বলতি কী বোঝায় ? কী কী প্রক্রিয়ায় শব্দ গঠিত হয় উদাহরণ লিখুন।
বাংলা একাডেমি প্রণীতি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসাওে অ- তৎসম শব্দের ছয়টি বানান লিখুন।