কমল হীরের পাথরটাকে বলে বিদ্যে,আর তা থেকে আলো ঠিকরে বেরোয়, তার না কালচার
ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধ-মরাদের ঘা মেরে তুই বাচা। রক্ত আলোর মদে মাতাল ভোরের আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ করে। পুচছটি তোর উচ্চে তুলো নাচা। আয় দুরন্তম আয়রে আমার কাঁচা।
মৃত্যুর হাত হইতে বাঁচিয়ে উপায় জগতের একটি প্রাণীর নাই। সুতরাং এই অবধারিত সত্যকে সানন্দে স্বীকার হইতেছে, অতীতের পূবপুরুষদের সাধনাকে নিজের জীবনে এমনভাব েরূপান্তর করা যেন ইহার ফলে তোমার বা আমার মৃত্যুর পরেও সেই শুভফল তোমার পুত্রাদিক্রমে বা আমার শিষ্যদিক্রমে জগতে মধ্যে ক্রমবিস্তারিত হইতে পারে। মৃত্যু তোমার দেহকেই মাত্র ধ্বংস করিতে পারিল, তোমার আরদ্ধ সাধনার ক্রমবিকাশকে অবরুদ্ধ করিতে পারিল না – এইখানেই মহাপরাক্রান্ত মৃত্যুর আসল পরাজয়।
চর্যাপদের ভাষাকে কেন সন্ধ্যা ভাষা’ বলা হয়?
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পরিচয় এবং বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করু।
মনসামঙ্গল কাব্যের বেহুলা চরিত্রটির বৈশিষ্ট্য উল্লেখ করুন।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তিনটি মৌলিক রচনার নাম লিখুন।
আধুনিক কবি হিসেবে মাইকেল মধুদূদন দত্তের অবদান ব্যাখ্যা করুন।
শওকত ওসমানের মুক্তিযুদ্ধকেন্দ্রিক তিনটি গ্রন্থর নাম লিখুন।
রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘অবরোধবাসিনী’ গ্রন্থের বিষয়বৈশিষ্ট্য বর্ণনা করুন।
আবহমান বাংলার ছবি জীবনানন্দ দাশের কবিতায় চিত্রিত হয়েছে লিখুন।
সৈয়দ শামসুল হকের ‘ পায়ের আওয়াজ পাওয়া যায়, কাব্যনাটকটির সম্পর্কে বিশ্লেষণ করুন।
মধ্যযুগের রোমান্টিক প্রণয়োপাখ্যানগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লিপিবদ্ধ করুন।
বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখুন।
অর্থগতভাবে বাংলা শব্দ কত প্রকার ও কি কি? উদাহরণসহ লিখুন।
গিতাঞ্জলি
উপকারীতা
আষার
দারিদ্রতা,
শান্তনা