কুবের , কপিলা, শশী, কুসুম চরিত্রসমূহ কোন উপন্যাসের অন্তর্গত ? উপন্যাস দুটির রচয়িতা কে?
বাংলা ভাষায় যাঁরা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন, তাদের মধ্যে পাঁচজন প্রধান। এই পাঁচজন কবির নাম লিখুন।
বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ উপন্যাসের উপজীব্য বিষয় সংক্ষেপে উল্লেখ করুন।
কবি শামসুর রাহমানের চারটি কাব্যগ্রন্থের নাম উল্লেখ করুন।
দৃষ্টান্তসহ দ্বিরুক্ত শব্দের সংজ্ঞার্থ লিখুন। প্রত্যেক প্রকার দ্বিরক্ত শব্দের দৃষ্টান্তসহ পরিচয় দিন।
অব্যয় পদ কাকে বলে? উদাহরণ উদাহরণ বিভিন্ন প্রকার অব্যয়ের পরিচয় লিপিবদ্ধ করুন।
যে সমস্ত শিক্ষার্থী লেখাপড়ায় অমনযোগী সে সমস্ত শিক্ষার্থীরাই পরীক্ষারায় অকৃতকার্য হয় বেশি।
আপনি স্বপরিবার ও সবান্ধবে আমন্ত্রিত।
তার পরশ্রকারতা দেখে আমি মুদ্ধ।
আজ রাতে বজ্রপতনের সম্ভবানা আছে।
তোমার মত ব্যক্তির পক্সে সদাসর্বদা কৃপণাতা করা লজ্জাস্কর।
জৈষ্ঠ্য মাসে তার সর্বজেষ্ঠ্য ছেলের বিয়ে হয়।
হরিষে বিষাদ
সুলুক সন্ধান
মন না মতি
সোনার কাঠি রূপোর কাঠি
ঘুঁটে পোড়ে গোবর হাসে
বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া
যে ভিক্ষা চায়, তাকেদান কর। ( সরল)
ভালো বাসার দানে কোনো অপমান নেই ( অস্তিবাচক)