অক্কা পাওয়া
তালপাতার সেপাই
চাঁদের হাট
তাসের ঘর
সাক্ষী গোপাল
পূর্বদিকে সূর্য উদয় হয়।
আসছে আগামীকাল কলেজ বন্ধ হবে।
রবীন্দ্রনাথ ঠাকুর ভয়ঙ্কর কবি ছিলেন।
সকল ছাত্রগণই পাঠে অমনোযোগী
ইহার আবশ্যক নাই।
শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো, এক ফোটা দিলেম শিশির।
উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।
বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহুদেশ ঘুরে দেখিতে গিয়াছি পবর্তমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের উপর একটি শিশির বিন্দু।
আজকের দুনিয়াটা আশ্চর্যজনক ভাবে অর্থের বা বিত্তের উপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাওয়ার নেশায় লক্ষ্যহীন । প্রচন্ড বেগে শুধু আত্মবিকারের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এই মৃঢ়তাকে জয় না করতে পারে তবে ‘মনুষ্যত্ব’ কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে সে পৌছেছে যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই; এবার সিঁড়িটা না খুঁজলেই নয়। উঠবার সিঁড়িটা না খুঁজে পেলে আমাদের আত্মবিনাশের সম্ভাবনা যে অনিবার্য , তাতে আর কোনো সন্দেহ থাকে না।
বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ ভাষাকে কেন ‘সন্ধ্যা ভাষা’ বলা হয়।
বালা কাব্যের ‘ভোরের পাখি’ কাকে বলা হয়? এ কবির দুটি কাব্যগ্রন্থের নাম লিখুন।
‘সনেট কি? বাংলা সাহিত্যে সার্থক সনেট রচয়িতার পরিচয় সংক্ষেপে উল্লেখ করুন।
চন্দ্রকুমার দে এবং দীনেশচন্দ্র সেনের নাম কেন লোকসাহিত্য প্রেমীর হৃদয়ে চিরদিন জেগে থাকবে?
কাজী নজরুল ইসলামের তিনটি উপন্যাসে নাম লিখুন
কবি জসীম উদ্দীনের ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যগ্রন্থের বিষয়বস্তু সংক্ষেপে লিখুন।