দুর্বলবশত সে আসতে পারেনি।
শুধুমাত্র অফিস চলাকালীন সময়ে দেখা হবে।
সামগ্রিক আলোচনার পেক্ষিতে সিদ্ধান্তটি গৃহীত হয়েছে।
দূরারোগ্য ব্যাধির স্বীকারে পরিণত হয়ে পৃথিবীতে বগু মানুষের মৃত্যু হয়।
এ সস্মরণ কবি নজরুলের স্বরণে নামকরণ করা হয়েছে।
স্বাস্থ্য সকল সুখের মূল।
আমড়া কাঠের ঢেকি; শাক দিয়ে মাছ ঢাকা; তামার বিষ; মিছরির ছুরি; ঠগ বাছতে গা উজাড়; ননীর পুতুল
আমড়া কাঠের ঢেকি;
শাক দিয়ে মাছ ঢাকা;
তামার বিষ;
মিছরির ছুরি:
ঠগ বাছতে গা উজাড়;
ননীর পুতুল
শহিদের মৃত্যু নেই ( অস্তিবাচক)
ধনীনা প্রায়ই কৃপণ হয়। ( জটিল)
তোমার সব জিনিসই দামি।(নেতিবাচক)
জ্ঞানী হলেও তিনি বিনয়ী নন। ( যৌগিক)
ভুল সকলেই করে। (প্রশ্নবোধক)
তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না । (সরল)
শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির।