এ নির্মম হত্যাকান্ডে গ্রামবাসী নিস্তদ্ধ হয়ে গেল।
ইতিপূর্বেই তার বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে নালিশ করা হয়ছে।
মহাসমারোহে প্রধান অতিথিকে সুস্বাগত জানানো হলো।
তার সাংঘাতিক আনন্দ হলো।
ছেলেটি অহর্নিশি তার মাকে জ্বালাতন করে।
উড়নচন্ডী
খন্ড প্রলয়
আসলে মুষল নেই ঢেঁকি ঘরে চাঁদোয়া
যার কর্ম তার সাজে অন্য লোকের লাঠি বাজে,
একাদশে বৃহস্পতি
আট –পিঠে দড় তবে ঘোড়ার উপর চড়।
ফের যদি আসে তবে সিঁধকাঠি সঙ্গে করিয়াই আসিব । ( সরল)
তাকে নির্দয় মনে হয় না। ( অস্তিবাচক)
অধ্যয়নই ছাত্রদের তপস্যা ( জটিল)]
জামিল বাড়িতে আছে।(নেতিবাচক)
যেহেতু তার ধনসম্পদ আছে, তাই সে গর্বিত । ( যৌগিক)
পথের প্রান্তে আমার তীর্থ নয় পথের দুধারে আছে মোর দেবালয়।
জাতীয় জীবনে সন্তোষ এবং আকাঙক্ষা দুয়েরই মাত্রা বাড়িয়া গেলে বিনাশের কারণ ঘটে।
যে চিরদীপ্ত , সুপ্তি ভাঙা ও জাগার গানে তোমার শিখাটি উঠুক জ্বালিয়া সবার প্রাণে ছায়া ফেলিয়াছে প্রলয়ের নিশা, আঁধারে ধরণী হারায়েছে দিশা, তুমি দাও বুকে অমৃতের তৃষা আলোর ধ্যানে
সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকেও বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। স্বল্প ম স্থুলবৃদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ । তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয় , অপরের সার্থকতার পথে অনত্রায় সৃষি।ট করা। প্রেম ও সৌন্দর্যোর স্পর্ম লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃতিবৃদ্ধি । এদের একমাত্র অহংকার । পারিবারিক অহংকার , জাতিগত অহংকার- এ সবের নিশান এড়ানোর এদের কাজ।