Deed.
মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়।
হে চিরদীপ্ত, সুপ্তি ভাসাও জাগার গানে; তোমার শিখাটি উঠুক জ্বলিয়া সবার প্রাণে। ছায়া ফেলিয়াছে প্রলয়ের নিশা, আঁধারে ধরণী হারায়েছে দিশা। তুমি দাও বুকে অমৃতের তৃষা আলোর ধ্যানে! ধ্বংস তিলক আঁকে চক্রীরা বিশ্ব-ভালে। হৃদয় ধর্ম বাঁধা পরিয়াছে স্বার্থ-জালে।
নিন্দুকেওে বাসি আমি সবার চেয়ে ভালো যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো। সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে নিন্দুক সে তো ছায়ার মত থাকবে পাছে পাছে। বিশ্বজনে নিঃস্ব কওে পবিত্রতা আনে সাধকজনে বিস্তারিতে তার মত কে জানে?
‘চর্যাপদ’ কত সালে এবং কোন স্থান থেকে উদ্ধার করা হয়?
বাংলা লিপির উৎস কি?
‘মোসলেম ভারত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
‘চন্ডীদাস সমস্যা’ কী?
আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চা করেছেন এমন দুই জন লেখকের নাম লিখুন।
বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কে? কেন তাঁকে ভোরের পাখি বলা হয়েছে?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কী? কোন প্রতিষ্ঠান থেকে তিনি ‘বিদ্যাসাগর’ উপাধি লাভ করেন?
বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতিনিধিত্বশীল চারটি ভাষাগোষ্ঠীর নাম লিখুন।
রবীন্দ্রনাথ ঠাকুরের চারটি নাটকের নাম লিখুন।
বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম লিপিবদ্ধ করুন।
বাংলাদেশে প্রথম কোথায় ও কবে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল?
‘মজলুম আদিব’ কে? এ নামে তিনি কোন গ্রন্থ রচনা করেন?
রশীদ করীমের চারটি উপন্যাসের নাম লিখুন।
‘পৃথক পলঙ্কে’র লেখক কে? তিনি কোন সনে মৃত্যুবরণ করেন?
‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ কী? এর লেখক কে?
এসব লোকগুলোকে আমি চিনি ।